অটো কল রেকর্ড সেটিং করার নিয়ম

অটো কল রেকর্ড সেটিং করার নিয়ম

হ্যালো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আপনাদের কে আমাদের এই সাইটে আমার পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে অটো কল রেকর্ড সেটিং করার নিয়ম এই বিষয় টি নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করে দেওয়া যাক।

 

মাঝে মাঝেই আমাদের জরুরি অনেক কল আসে যা হয়তো আমাদের রেকর্ড করার দরকার হয়। কিন্তু আমরা সময়ের চাপে রেকর্ড করতে পারি না। তখন মনে হয় ইস যদি আমি অটো কল রেকর্ড অন করে রাখতাম!

তো এই অটো কল রেকর্ড অনেকেই করতে পারেন আবার অনেকেই পারেন না। কিন্তু প্রয়োজন কিন্তু প্রায় সবারই হতে পারে। তো আজকের পোস্ট টি ভালো মতে পড়লে বুঝতে পারবেন অটো কল রেকর্ড করার নিয়ম।

 

কল রেকর্ডিং কি

 

আমরা যখন মোবাইল এ কল এ কারো সাথে কথা বলি, তখন কথা বলার সময় নিজের এবং অপর প্রান্তের ব্যক্তির মধ্যকার কথপোকথন টি রেকর্ড করাকেই কল রেকর্ডিং বলা যায়। মাঝে মাঝেই আমাদের কল রেকর্ড করার দরকার হয়। তো আজকে আমরা এই বিষয়ে জানবো।

 

কথা বলার সময় মোবাইলে কল রেকর্ড করার নিয়ম

 

অনেক সময় ফোন এ অটো কল রেকর্ড সেটিং অন থাকে না, কিন্তু কথা বলার সময় হঠাৎ সেই কথাটি রেকর্ড করার প্রয়োজন হয়। তো এ অবস্থায় কল কেটে দিয়ে অটো কল রেকর্ড করা কিন্তু সম্ভব নয়, কিন্তু কথা বলার সময়ই একটি ক্লিক এর মাধ্যমে কল রেকর্ডিং অন করা যায়। নিচে সে সম্পর্কে জানবো।

See also  হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায়

 

স্মার্টফোনে কথা বলার সময় কল রেকর্ডিং

 

স্মার্ট ফোন অর্থাৎ এন্ড্রয়েড এ কথা বলার সময় কল রেকর্ডিং করা অনেক সহজ। এর জন্য শুধু মোবাইল এর স্ক্রিণের একটি যায়গায় ক্লিক করলেই কল রেকর্ডিং অন হয়ে যাবে। তো স্মার্ট ফোন এ কথা বলার সময় কল রেকর্ডিং করার জন্য কথা বলার সময় দেখবেন ফোন এ যার সাথে কথা বলছেন তার নাম (যদি সেভ থাকে) ও নাম্বার দেখা যাচ্ছে

তার ঠিক নিচে দেখতে পাবেন অনেক অপশন আছে। তো সেখান থেকে আপনি Record অপশন টি তে ক্লিক করে দিবেন। নিম্নের ছবি টি ফলো করতে পারেন।

 

অটো কল রেকর্ড সেটিং করার নিয়ম
অটো কল রেকর্ড সেটিং করার নিয়ম

 

বাটন ফোনে কথা বলার সময় কল রেকর্ডিং

 

বাটন ফোনে কথা বলার সময় কল রেকর্ডিং করা স্মার্ট ফোন এর থেকে অনেকটা আলাদা। কেননা স্মার্ট ফোন এ সকল অপশন সামনে দেওয়া থাকে শুধু ক্লিক করতে হয়। তবে বাটন ফোন এ বিষয়টি তেমন নয়। তো বাটন ফোন এ কথা বলার সময় কল রেকর্ড করার জন্য,

ফোনে কথা বলার সময় দেখবেন কল রিসিভ বাটন এর উপরে একটি বাটন (অপশন) আছে সেখানে ক্লিক করবেন। সেখান থেকে অনেক অপশন পাবেন। তো সেখান থেকে রেকর্ডিং অপশন এ ক্লিক করলে কল রেকর্ডিং চালু হয়ে যাবে।

 

আরো পড়ুনঃ হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায়

 

অটো কল রেকর্ডিং করার সেটিং

 

মোবাইল এ কথা বলার সময় কল রেকর্ডিং করা তো আপনারা দেখে নিলেন, তবে আগে থেকেই যদি অটো কল রেকর্ডিং অন রাখতে চান তাহলে আপনাকে মোবাইল এ আগে থেকে একটি সেটিং অন রাখতে হবে। তো এর জন্য নিচের রুলস গুলো ফলো করতে পারেন।

দেখুন, প্রতিটা কোম্পানী এর স্মার্টফোন এর সেটিং আলাদা হয়। আর সবাই এক ফোন ব্যবহার করেন না যে আমি যে নিয়ম বলবো সেটা সব ফোনেই কাজ করবে। তাই আমি কোনো একটি ফোন এর সেটিং বলবো না। আমি আপনাদের এমন একটি ট্রিক দিবো যা সবার ফোনে কাজ করবে।

See also  ইউটিউব চ্যানেল খোলার নিয়ম ২০২৩

তো প্রথমে মোবাইল এর সেটিং এপ ওপেন করুন, এরপরে সেখানে দেখবেন একটি সার্চ বার আছে, সেখানে ক্লিক করে “Call Record” দিয়ে সার্চ দিবেন দেখবেন এক বা একাধিক অপশন পাবেন। সেখান থেকে Call Record বা Call Recording অথবা Auto Call Record হেডলাইটের অপশনে ক্লিক করে দিবেন।

ক্লিক করার পর একটী সেটিং পেজ আসবে। সেখান থেকে আপনারা Auto Call Record অপশন টি অন করে দিবেন। ব্যস কাজ শেষ, এবার দেখবেন আপনার প্রতিটা কল অটো রেকর্ড হয়ে যাবে।

আর এক রেকর্ডিং গুলো আপনি নিজের মোবাইল ফোনের স্টোরেজ এর Recording অপশনে পেয়ে যাবেন। এগুলো .mp3 ফরমেট এ মোবাইলে সেইভ হবে।

 

মোবাইল এ অটো কল রেকর্ডিং সেটিং না থাকলে করণীয়

 

অনেকের ফোনেই আবার অটো কল রেকর্ড সেটিং থাকে না। এক্ষেত্রে করণীয় দুইটি উপায় আছে। একটি হলো কলে কথা বলার সময় মনে করে রেকর্ড করে নেওয়া কিংবা প্লে স্টোর থেকে অটো কল রেকর্ড করার এপ ডাউনলোড করে সেটা দিয়ে কল রেকর্ড করার সেটিং অন করা।

অটো কল রেকর্ডিং সেটিং করার নিয়ম ভিডিও

 

শেষ কথাঃ

 

তো প্রিয় বন্ধুরা আজকের এই পোস্ট এ আপনারা জানলেন, অটো কল রেকর্ড করার নিয়ম, অটো কল রেকর্ড সেটিং করার নিয়ম। আশা করছি এই পোস্ট টি আপনাদের কাছে অনেক টা ভালো লেগেছে।

ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের। আর এরকম সব পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করতে থাকুন আমাদের এই ওয়েব সাইট টি তে। আবার দেখা হবে পরবর্তী কোনো পোস্ট এ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেয।

Leave a Comment