অস্ট্রেলিয়া যেতে কত টাকা লাগে? অস্ট্রেলিয়া ভিসা খরচ জেনে নিন
আমরা সকলেই জানি, বাংলাদেশ থেকে প্রতিবছর হাজার হাজার মানুষ তাদের বিভিন্ন কাজকর্ম সম্পন্ন করার জন্য অস্ট্রেলিয়া গিয়ে থাকে।
যেমন- স্বাস্থ্যসেবা গ্রহণের উদ্দেশ্যে, উচ্চশিক্ষা অর্জন করার উদ্দেশ্যে, খেলা দেখতে, অফিস বা চাকরির কাজে, বিভিন্ন পর্যটন কেন্দ্র পরিদর্শন করতে, এমনকি বেকারদের কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে।
তো বন্ধুরা অস্ট্রেলিয়া যাওয়ার জন্য আপনার ভিসার প্রয়োজন হবে। আজকের পোস্টে আপনার সাথে যে টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হলো- অস্ট্রেলিয়া যেতে কত টাকা লাগে? অস্ট্রেলিয়া ভিসা খরচ।
খরচের বিষয়টি আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ। এজন্যই আজকের এই পোস্ট। তো চলুন শুরু করা যাক আজকের পোস্ট! শুরু করার আগে আমাদের এই ওয়েবসাইটে আপনাকে স্বাগত জানাচ্ছি।
সূচিপত্র
অস্ট্রেলিয়ায় কি কি ভিসা পাওয়া যাবে? অস্ট্রেলিয়া ভিসা কত প্রকার?
বর্তমানে অস্ট্রেলিয়ায় বিভিন্ন ধরনের ভিসা চালু রয়েছে। এর মধ্যে অন্যতম হলো-
- অস্ট্রেলিয়া কাজের ভিসা– কৃষিকাজ, নির্মাণ বিষয়ক কাজ, ইঞ্জিনিয়ারিং, পরিবহন বিষয়ক কাজ করতে চাইলে এই ভিসা করা হয়।
- অস্ট্রেলিয়া টুরিস্ট ভিসা– বিভিন্ন পর্যটন কেন্দ্র পরিদর্শনের জন্য এই ধরনের ভিসা করা হয়।
- অস্ট্রেলিয়া মেডিকেল বা স্বাস্থ্য ভিসা– অস্ট্রেলিয়ান চিকিৎসা নিতে, অপারেশন করতে চাইলে এই ভিসা করা হয়।
- অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা– উচ্চশিক্ষার উদ্দেশ্যে অস্ট্রেলিয়া যেতে চাইলে এই ভিসা প্রযোজ্য হবে।
উপরে কয়েকটি অস্ট্রেলিয়ান ভিসার নাম এবং ধরন সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর এ ধরনের ভিসাগুলোই বর্তমানে মানুষ অস্ট্রেলিয়া যাওয়ার জন্য বেশি ব্যবহার করে থাকে।
অস্ট্রেলিয়া যেতে কত টাকা লাগে? অস্ট্রেলিয়ান ভিসার খরচ কত?
আপনাকে অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে যে, বাংলাদেশ থেকে সরাসরি অস্ট্রেলিয়া যাওয়া যায় না। প্রথমে আপনাকে ভারতে যেতে হবে এবং সেখান থেকে আপনি অস্ট্রেলিয়া যেতে পারবেন।
এছাড়া আপনার পরিচিত কোনো আত্মীয়-স্বজন বা বন্ধু- বান্ধব যদি অস্ট্রেলিয়া থেকে থাকে, সে যদি আপনার জন্য ভিসা বের করে।এক্ষেত্রে আপনি খুব সহজে অস্ট্রেলিয়া যেতে পারবেন।
আরও পড়ুন- মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম ২০২৩
অস্ট্রেলিয়া ভিসা খরচ সাধারণত ৮ লক্ষ থেকে ১২ লক্ষ টাকা হয়ে থাকে। যদি আপনি কাজের ভিসাতে অস্ট্রেলিয়া যেতে চান তাহলে আপনার এই পরিমাণ খরচ হবে।
তবে আপনার একটা বিষয় মাথায় রাখা উচিত যে, অস্ট্রেলিয়া ভিসা খরচ এর পরিমাণ পুরোপুরি নির্ভর করে আপনি যে ভিসায় অস্ট্রেলিয়া যেতে চান তার উপর।
যেমন- আপনি যদি স্টুডেন্ট ভিসায় যেতে চান তাহলে আপনার খরচ হবে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা। আবার যদি আপনি টুরিস্ট ভিসায় অস্ট্রেলিয়া যেতে চান তাহলে আপনার খরচ পড়বে মাত্র ২ থেকে ৩ লাখ টাকা।
আশা করি অস্ট্রেলিয়া ভিসা খরচ সম্পর্কে ধারনা পেয়েছেন।
অস্ট্রেলিয়ায় কোন কাজের চাহিদা বেশি?
পৃথিবীর অন্যতম উন্নত দেশগুলোর মধ্যে একটি হলো অস্ট্রেলিয়া। তো আপনি যদি অস্ট্রেলিয়া যান তাহলে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। অস্ট্রেলিয়ায় কিছু কিছু কাজ রয়েছে যেগুলোর চাহিদা অনেক বেশি।
তো নিচে এই কাজগুলোর একটি তালিকা দেওয়া হলো-
- কৃষিকাজ- কৃষক, বিভিন্ন পশু পালন করা, মাছ চাষ এবং কৃষি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারেন।
- পরিবহন বিষয়ক কাজ- বিভিন্ন যানবাহনের ড্রাইভার হিসেবে কাজ করতে পারেন।
- পর্যটনকেন্দ্র বিষয়ক কাজ- হোটেল এর ম্যানেজার, ট্যুর গাইড হিসেবে কাজ করতে পারেন।
- আইসিটি বিষয়ক কাজ- সফটওয়্যার ডেভেলপার, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারেন।
- নির্মাণ বিষয়ক কাজ- রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতে পারেন
- শিক্ষাক্ষেত্রে- শিক্ষক, প্রশাসক এবং গবেষক হিসেবে কাজ করতে পারেন।
- ইঞ্জিনিয়ারিং- সিভিল ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার।
- স্বাস্থ্যক্ষেত্রে- ডাক্তার, নার্স বা ফার্মাসিস্ট হিসেবে কাজ করতে পারেন।
মূলত উপরোক্ত কাজ গুলোর চাহিদা অস্ট্রেলিয়াতে যথেষ্ট। অস্ট্রেলিয়ান ভিসা পেতে হলে আপনার উচিত উপরে দেওয়া কাজগুলোর মধ্য থেকে এক বা একাধিক কাজে দক্ষতা অর্জন করা। তাহলেই আপনি সফল হবেন।
আরও পড়ুন- ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম 2023
অস্ট্রেলিয়া ভিসা খরচ – অস্ট্রেলিয়া কাজের ভিসা ২০২৩ কত টাকা লাগে?
যারা অস্ট্রেলিয়াতে কাজের ভিসায় যেতে চান তাদের যে বিষয়ে স্পষ্ট ধারণা অবশ্যই থাকতে হবে তা হলো- অস্ট্রেলিয়া যেতে আপনার কত টাকা খরচ হতে পারে?
আপনি যদি সরকারিভাবে অস্ট্রেলিয়া যেতে চান তাহলে আপনার খরচ হবে মাত্র ২ থেকে ৩ লাখ টাকা! সরকারি ভাবে অস্ট্রেলিয়া যেতে চাইলে আপনার জেলার বিএমইটি কার্যালয়ে উপস্থিত হয়ে অস্ট্রেলিয়া যাওয়ার নিবন্ধন করতে পারেন।
অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠান বা বেসরকারি এজেন্সির মাধ্যমে অস্ট্রেলিয়া যেতে চাইলে আপনার ৬ থেকে ৮ লাখ টাকার মতো খরচ হবে।
তবে দালালের সাহায্য নিয়ে অস্ট্রেলিয়া যেতে চাইলে আপনার একটু বেশিই খরচ হবে। যার পরিমান প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা।
আশা করি অস্ট্রেলিয়া কাজের ভিসা করতে খরচের পরিমাণ সম্পর্কে আপনারা ধারণা পেয়েছেন।
IELTS ছাড়া কি অস্ট্রেলিয়া যাওয়া যায়?
অস্ট্রেলিয়া যেতে হলে IELTS স্কোর অবশ্যই ৬ বা তার উপরে লাগবে। আপনার স্কোর যদি ৬ এর কম হয় তাহলে আপনি অস্ট্রেলিয়া যেতে পারবেন না।
IELTS ছাড়া অস্ট্রেলিয়া যাওয়া প্রায় অসম্ভব। তবে ক্ষেত্রবিশেষে আপনি এই IELTS পাস ছাড়াও অস্ট্রেলিয়া যেতে পারবেন। কিন্তু আমরা জানি অস্ট্রেলিয়ার ভাষা হচ্ছে ইংরেজি।
আরও পড়ুন- কানাডা যাওয়ার সহজ উপায় । কানাডা কাজের ভিসা ২০২৩ বিস্তারিত জানুন
আর আপনি যদি ইংরেজি না ভালো পারেন তাহলে সেখানকার মানুষদের সাথে আপনার সম্পর্ক স্থাপন করা কঠিন হয়ে যাবে। আর এর ফলে আপনি কাজেও যোগদান করতে পারবেন না এবং আপনার আয়ও হবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।
অস্ট্রেলিয়া ভিসা খরচ ভিডিও
শেষকথা
তো বন্ধুরা উপরে অস্ট্রেলিয়া ভিসা খরচ, অস্ট্রেলিয়া যেতে কত টাকা লাগে? – এ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।
অস্ট্রেলিয়া যাওয়ার জন্য আপনার কী কী কাগজপত্রের প্রয়োজন হবে, কীভাবে আবেদন করবেন, বেতনের পরিমাণসহ বিস্তারিত ভাবে ব্যাখ্যা করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন।
অস্ট্রেলিয়া ভিসা এবং অন্যান্য ভিসা সম্পর্কিত আরো অনেক পোস্ট এই ওয়েবসাইটে দেওয়া আছে। যারা যারা ভিসা সম্পর্কে জানতে চান তারা সেই পোস্টগুলো দেখতে পারেন। আশা করি আপনাদের কাজে দিবে।
আরও পড়ুন- অস্ট্রেলিয়া কাজের ভিসা 2023 | অস্ট্রেলিয়া কৃষি ভিসা বিস্তারিত
যদি অস্ট্রেলিয়া ভিসা খরচ সম্পর্কে কোনো বিষয় না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো।
ধন্যবাদ আমাদের সাইটের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।