সূচিপত্র
আলিবাবা থেকে পণ্য কেনার নিয়ম
হ্যালো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আপনাদের কে আমাদের এই সাইটে আমার পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে আলিবাবা থেকে পণ্য কেনার নিয়ম এই বিষয় টি নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করে দেওয়া যাক।
আলিবাবা থেকে পণ্য কেনার নিয়ম
বর্তমানে অনলাইন থেকে পণ্য ক্রয় করার জন্য অন্যতম বিশস্ত ওয়েব সাইট বা প্লাটফর্ম হলো আলিবাবা। এটি একটি ই-কমার্স ওয়েব সাইট। এটির প্রতিষ্ঠাতা হলো জ্যাক মা। এটি একটি ই-কমার্স প্লাটফর্ম হলেও অন্যান্য প্লাটফর্ম এর তুলনায় এটা থেকে পণ্য ক্রয়ের নিয়ম কিছুটা আলাদা।
অনলাইনে নিজেদের প্রতি সকলের বিশ্বাস আদায় করে বেশ ভালো একটি পর্যায়েই পৌছে গেছে আলিবাবা। অনেকেই এখন অনলাইনে পণ্য ক্রয়ের জন্য আলিবাবা কে চুজ করে। তো অনেকেই আলিবাবা থেকে পণ্য ক্রয় করতে পারেন না নিয়ম না জানার জন্য। তো আজকে সেই বিষয় নিয়েই আপনাদের সাথে কথা বলবো।
আলিবাবা থেকে পণ্য ক্রয়ের জন্য কী কী লাগবে?
আলিবাবা থেকে পণ্য ক্রয় করতে হলে আপনাদের কয়েকটি জিনিস আগে থেকে করে রাখতে হবে।
১. আলিবাবা বায়ার একাউন্ট
২. পণ্য নির্বাচন
৩. সেলার নির্বাচন
৪. পণ্য ক্রয় করা।
তো আজকে এই সবগুলো বিষয় নিয়েই আপনাদের সাথে কথা বলবো। তো প্রথমেই আমাদের আলিবাবা থেকে একটি একাউন্ট খুলে নিতে হবে।
আলিবাবা একাউন্ট খোলার নিয়ম
আলিবাবা থেকে পণ্য ক্রয় করতে হলে আগে একটি আলিবাবা থেকে একাউন্ট খুলে নিতে হবে। তো এর জন্য কিভাবে একাউন্ট খুলতে হয় তা আপনাদের জানতে হবে। একাউন্ট খোলার নিয়ম নিচে দেওয়া হলো। সেটা ফলো করলেই আপনারা একাউন্ট খুলতে পারবেন।
১. প্রথমেই আপনারা আলিবাবা এর লগ ইন বা সাইন আপ পেজ এ চলে যান। অথবা এই লিংক এ ক্লিক করে ডিরেক্ট চলে যান।
২. তো সেখানে যাওয়ার পর প্রথমে একটি বক্স পাবেন। সেখানে আপনার একটি ই-মেইল দিয়ে দিন।
৩. এবার আপনার ইমেইল টি চেক করুন। সেখানে একটি ভেরিফিকেশন লিংক আসবে। সেখানে ক্লিক করলে আপনাকে আবার একটি পেজ এ নিয়ে যাবে।
৪. সেখানে আপনার ইনফর্মেশন গুলো দিয়ে দিতে হবে। সেখানে একটি পাসওয়ার্ড দিতে হবে আর দেশ হিসেবে নিজের দেশ সিলেক্ট করবেন। এ এ এ
৫. এরপর I am a লেখাটির এর জায়গায় Buyer সিলেক্ট করে দিবেন। তবে আপনি যদি পণ্য বিক্রিও করতে চান তবে আপনাকে Both অপশন টি সিলেক্ট করতে হবে।
আলিবাবা তে পণ্য নির্বাচন করা
একাউন্ট খোলার পর, আলিবাবা থেকে পণ্য ক্রয়ের জন্য প্রথমেই আপনাকে পণ্য নির্বাচন করতে হবে।
আলিবাবা তে পণ্য নির্বাচন করা সহজ একটি ব্যাপার। আলিবাবা তে প্রবেশ করলে একদম উপরের সার্চ অপশন পাবেন। সেখান থেকে আপনারা পণ্য সার্চ করতে পারবেন। আবার চাইলে সেলারকেও সার্চ করতে পারবেন যদি তার নাম বা কোম্পানীর নাম জানেন।
আরো পড়ুনঃ স্টুডেন্ট অনলাইন ইনকাম ২০২৩
আলিবাবাতে সেলার নির্বাচন
পণ্য নির্বাচন করা হয়ে গেলে আপনাকে সেলার কে চুজ করতে হবে। কেননা একই পণ্য অনেকেই সেল করে থাকে। এক্ষেত্রে সঠিক এবং ভালো সেলার নির্বাচন করা অনেকটা জরুরি একটা বিষয়। সেলার নির্বাচন করার ক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। সেগুলো নিচে দেওয়া হলোঃ-
বিশ্বাসযোগ্য সেলার নির্বাচন করা
বিশ্বাস যোগ্য সেলার নির্বাচন করার ক্ষেত্রে আবার আপনাদের ২টি বিষয় কে মাথায় রাখতে হবে।
১. গোল্ড সেলার: আলিবাবা তে সব থেকে বিশ্বস্ত সেলারগুলো হলো গোল্ড সেলার গুলো। কেননা তারা ভেরিফায়েড সেলার। আর এদের সেলার করার ক্ষেত্রে আলিবাবা থেকে লোক গিয়ে তাদের কোম্পানী বা প্রতিষ্ঠান চেক করে এসে তারপর ভেরিফায়েড করে। তাই এদের থেকে পণ্য ক্রয় করলে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে না।
২. ট্রেড অ্যাসিয়্যুরেন্স সেলার: এই ধরণের সেলার দের থেকে পণ্য সময় মত না পেলে, টাকা ফেরত পাওয়ার নিতে পারবেন। এদের থেকেও নিরাপদে পণ্য ক্রয় করতে পারবেন।
রিভিউ এবং রেটিং দেখা
যেকোনো ই-কমার্স ওয়েব সাইট থেকে পণ্য ক্রয় করার আগে তাদের রেটিং বা রিভিউ দেখে নিতে হবে। কেননা তারা কেমন সার্ভিস দেয়, সব ঠিক ঠাক করে কি না তা জানতে আগের বায়াররা কী ধরনের মন্তব্য করেছে বা কেমন রেটিং দিচ্ছে তা চেক করা উচিত। প্রয়োজন এ সেলার এর নাম গুগলে সার্চ দিয়ে চেক করে নিতে পারেন।
দামের শর্তসূমহ দেখুন
দাম এর শর্ত মানে হলো মূলত আপনার দেওয়া মূল্য অনুসারে সেলার আর কি কি সুবিধা দিবে তা দেখা। যেমন, পণ্য টি কত দূর পর্যন্ত সেলাররা পৌঁছে দিবে, ট্রান্সপোর্ট ফি তারা দিবে নাকি আপনার দিতে হবে, নূন্যতম পণ্য এর দাম ইত্যাদি। এটা বোঝার জন্য আপনারা FOB, CFR, EXW, MOQ এগুলো চেক করে নিবেন।
FOB- FOB এর মানে হলো Free On Board। এর মানে, সেলার তার দেশের পোর্ট পর্যন্ত পণ্যটি পৌঁছে দিবে। এর পর বাকী সকল খরচ আপনাকে বহন করতে হবে।
CFR- CFR এর মানে হলো Cost and Freigh। এর মানে, সেলার আপনার দেশের পোর্ট পর্যন্ত পণ্য টি পৌঁছে দেয়ার সকল খরচ নিজেরাই বহন করবে।
EXW- EXW এর মানে হল Ex Works। এটা থাকলে বুঝে নিবেন ট্রান্স পোর্ট এর সকল খরচ আপনাকেই বহন করতে হবে।
MOQ- MOQ এর মানে হলো Minimum Order Quantity। এর মানে হলো ১০০, ৫০০ ইত্যাদি নির্দিষ্ট পরিমাণ কম দামের পণ্য অর্ডার করতে পারবেন না। এই পরিমাণ টি ক্ষেত্রবিশেষে কম বেশি হতে পারে।
পেমেন্ট দেওয়ার পদ্ধতি
আলিবাবাতে অনেক গুলো পদ্ধতি তে পেমেন্ট অর্থাৎ টাকা পরিশোধ করা যায়। নিম্নে সেগুলো দেওয়া হলো। যথাঃ-
- Bank Transfer
- Escrow
- Alibaba Payment Links
- Pay Later
- Paypal
- Western Union
- Alibaba Online Transfer
আলিবাবাতে সেলারের সাথে যোগাযোগ করার নিয়ম
পণ্য সিলেক্ট করার পর এবং সেলার সিলেক্ট করার পরের কাজ হলো সেলারের সাথে যোগাযোগ করা। তো এর জন্য পণ্য এর পাশেই দেখবেন “Contact Seller” অথবা “Get latest price” বাটন আছে। সেখানে ক্লিক করে আপনি সেলার কে মেসেজ করতে পারবেন। মেসেজ টি তে আপনি পণ্য এবং পণ্যর পরিমাণ এর বিস্তারিত তাদেরকে বলুন।
প্রথম স্যাম্পল আমদানি
আলিবাবা থেকে পণ্য ক্রয় করার আগে আপনাকে প্রথমে পণ্যের স্যাম্পল আনতে হবে। যদি পণ্য টি কম দামী হয় তবে স্যাম্পল ফ্রিতে আনতে পারবেন। তবে, পণ্যটির যদি দাম বেশি হয় তাহলে টাকা লাগবে।
পণ্য ক্রয়ের শেষ ধাপ
স্যাম্পল যদি পছন্দ হয় তাহলে পণ্য আনার ব্যবস্থা করতে হবে আপনাকে। এর জন্য ব্যাংকে এলসি ওপেন করে পণ্য টি আনার ব্যবস্থা করুন।
শেষ কথাঃ
তো প্রিয় বন্ধুরা আজকের এই পোস্ট এ আপনারা জানলেন, আলিবাবা থেকে পণ্য কেনার নিয়ম, কিভাবে আলিবাবা থেকে পণ্য কিনতে হয় ইত্যাদি বিষয়। আশা করছি এই পোস্ট টি আপনাদের কাছে অনেক টা ভালো লেগেছে।
ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের। আর এরকম সব পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করতে থাকুন আমাদের এই ওয়েব সাইট টি তে। আবার দেখা হবে পরবর্তী কোনো পোস্ট এ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেয।