ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম 2023

অনলাইনে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম ২০২৩

ইন্ডিয়া বা ভারতে যাওয়ার জন্য যারা ভিসা করেছেন তাদের জন্য আজকের এই পোস্টটি। আজকের এই পোস্টে দেখানো হবে, কিভাবে আপনি অনলাইনে ইন্ডিয়ান ভিসা চেক করতে পারবেন।

বাংলাদেশ থেকে অনেক মানুষ তাদের প্রয়োজনীয় কাজকর্ম সম্পন্ন করার জন্য ইন্ডিয়া যাচ্ছে। যেমন- ভ্রমণ, চিকিৎসা, খেলা দেখা, অফিসের বিভিন্ন কাজ সম্পন্ন করা ইত্যাদি।

আমাদের মধ্যে অনেকেই আছি যারা ইতিমধ্যেই ভারতে যাওয়ার জন্য ভিসা আবেদন করেছি। তবে আপনি জানেন না আপনার হাতে পাওয়া ওই ভিসাটি সঠিক হয়েছে কিনা।

আর আমাদের এই দেশে দালাল, এজেন্সি বা এজেন্টের কোনো অভাব নেই। আমরা অনেকেই ভিসা সম্পর্কিত কাজে দালাল ও বিভিন্ন এজেন্সির সাহায্য নিয়ে থাকি।

কিন্তু আমাদের সবাইকে অবগত হওয়া প্রয়োজন যে, দালালের মাধ্যমে ভিসা সংগ্রহ করলে প্রতারিত হওয়ার ঝুঁকি থাকে। এসব দালাল আর এজেন্সি অনেক সময় আমাদের জাল বা নকল ভিসা প্রদান করে।

আরও পড়ুন- মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম ২০২৩

এর ফলে আমাদের কাঙ্ক্ষিত দেশে যাওয়ার সময় বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। এই ঝুঁকি এড়াতে আপনি নিজেই অনলাইনে আপনার ভিসা চেক করতে পারবেন। তাহলে আপনি প্রতারিত হবেন না বা কোনো বিপদে পড়বেন না।

তো আজকের পোস্টটিতে আমি আপনাকে বিভিন্ন পদ্ধতিতে অনলাইনের মাধ্যমে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম সম্পর্কে জানাবো। তো চলুন শুরু করা যাক আজকের পোস্ট। শুরু করার আগে আপনাকে স্বাগত জানাই আমাদের এই সাইটে।

ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম (Indian visa check online Bangladesh)

সাধারণভাবে ২ টি সাইটের মাধ্যমে আপনি ইন্ডিয়ান ভিসা চেক করতে পারবেন। যেমন-
১. পাসট্র্যাক.নেট (passtrack.net) ওয়েবসাইটের মাধ্যমে।

২. আইভেক বাংলাদেশ (www.ivacbd.com) ওয়েবসাইটের মাধ্যমে।

আরও পড়ুন- জর্ডান গার্মেন্টস ভিসা ২০২৩ , জর্ডান পুরুষ ভিসা বিস্তারিত জানুন

নিচে এই ২ সাইটের মাধ্যমে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম বিস্তারিত ভাবে দেখানো হলো-

See also  হুরুব চেক করার নিয়ম ২০২৩ । হুরুব কাটার নিয়ম ২০২৩

Passtrack.net ওয়েবসাইটের মাধ্যমে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম

Passtrack.net ওয়েবসাইটের মাধ্যমে ইন্ডিয়ান ভিসা চেক করার পদ্ধতি খুব সহজ। নিচে দেখানো হলো-

১. এই সাইটের মাধ্যমে ইন্ডিয়ান ভিসা চেক করার জন্য প্রথমে এই লিংকে প্রবেশ করুন- www.passtrack.net/regular_passport.php. ক্লিক করার পরে আপনি নিচের মত একটি পেজ দেখতে পাবেন।

passtrack.net দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম
passtrack.net

২. এরপরে web file number দেওয়ার জায়গায় আপনার ‘web file number’ টি দিন এবং ক্যাপচা কোডটি পূরণ করুন। এরপরে ‘Submit’ এ ক্লিক করুন।

passtrack.net দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম
passtrack.net submit

উপরোক্ত পদ্ধতিতে আপনি ইন্ডিয়ান ভিসা সহজেই চেক করতে পারবেন।

আরও পড়ুন- কানাডা যাওয়ার সহজ উপায় । কানাডা কাজের ভিসা ২০২৩ বিস্তারিত জানুন

আইভেক বাংলাদেশ ওয়েবসাইটের মাধ্যমে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম (IVAC Visa check bd)

আইভেক বাংলাদেশ (Ivac Bangladesh) ওয়েবসাইটের মাধ্যমে ইন্ডিয়ান ভিসা চেক করার জন্য নিচের স্টেপ গুলো ফলো করুন।

১. (Ivac Bangladesh) ওয়েবসাইটের মাধ্যমে ইন্ডিয়ান ভিসা চেক করার জন্য প্রথমে এই লিংকে প্রবেশ করুন- www.passtrack.net/regular_passport.php. ক্লিক করার পরে আপনি নিচের মত একটি পেজ দেখতে পাবেন।

এখান থেকে ‘ভিসা আবেদন ট্র্যাক’ এ ক্লিক করুন।

আইভেক বাংলাদেশ ওয়েবসাইটের মাধ্যমে ইন্ডিয়ান ভিসা চেক
আইভেক বাংলাদেশ

২. এরপরে নিচের মতো একটি পেজ দেখতে পাবেন। এখান থেকে নিচের মার্ক করা জায়গায় ক্লিক করুন।

আইভেক বাংলাদেশ ওয়েবসাইটের মাধ্যমে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম
আইভেক বাংলাদেশ

৩. এরপরে নিচের মতো একটি নতুন পেজ দেখতে পাবেন। এখানে ‘Regular Visa Application’ এ ক্লিক করুন।

আইভেক বাংলাদেশ ওয়েবসাইটের মাধ্যমে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম
Track your Application Status

৪. এরপরে নিচের পেজটি দেখতে পাবেন। এই ফর্মটি পূরণ করে ‘সাবমিট’ এ ক্লিক করুন।

passtrack.net দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম
passtrack.net

উপরে দেওয়া পদ্ধতি অনুসরণ করলে আপনি আইভেক বাংলাদেশ ওয়েবসাইটের মাধ্যমে ইন্ডিয়ান ভিসা চেক করতে পারবেন।

আরও পড়ুন- ওমান ভিসা চেক ফ্রম বাংলাদেশ Oman Visa Check 2023

পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম

পাসপোর্ট দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করার পদ্ধতি এবং উপরে দেওয়া Passtrack.net বা আইভেক বাংলাদেশ ওয়েবসাইটের মাধ্যমে ইন্ডিয়ান ভিসা চেক করার পদ্ধতি একই।

See also  ভিসা বাতিল হওয়ার কারণ | ভিসা বাতিল হলে কি করবেন?

অর্থাৎ পাসপোর্ট দিয়ে ইন্ডিয়ান ভিসা চেকটাই হলো Passtrack.net বা আইভেক বাংলাদেশ ওয়েবসাইটের মাধ্যমে ইন্ডিয়ান ভিসা চেক করা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।

এক্ষেত্রে প্রথমে passtrack.net/ivacbd.com ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপরে আগের মতো ওয়েব ফাইল নাম্বার দিতে হবে এবং ক্যাপচা কোড পূরণ করে ভিসা চেক করা যাবে। ব্যাস কাজ শেষ!

ইন্ডিয়ান ভিসা পেতে কতদিন লাগে? – ইন্ডিয়ান ভিসা প্রসেসিং

সাধারণত ৭-১০ দিনের মধ্যে আপনি ইন্ডিয়ান ভিসা পেয়ে যাবেন। ইন্ডিয়ান ভিসা পেতে সাধারণত খুব বেশি দিন লাগে না।

প্রয়োজনীয় কাগজপত্র ঠিকঠাক থাকলে সর্বোচ্চ ১৫ থেকে ২০ দিনের মধ্যেই আপনি ইন্ডিয়ান ভিসা পেয়ে যাবেন। আবেদন জমা দেওয়ার পর আপনাকে একটি ডকুমেন্ট কপি দেওয়া হবে। আর এই কপিতে আপনার পাসপোর্ট কালেকশনের তারিখটি পেয়ে যাবেন।

আপনি ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করছেন এবং আবেদনের ২০ দিনের বেশি সময় অতিক্রম করেছে। কিন্তু এখনো ভিসা হাতে পাননি। এক্ষেত্রে মনে করবেন আপনার ভিসা আবেদন করার প্রক্রিয়াটি ভুল ছিল।

ওয়েব ফাইল নাম্বার কী এবং কোথায় পাওয়া যাবে?

আপনি যখন ভিসার আবেদন করেছিলেন তখন আপনাকে একটি ডকুমেন্ট দেওয়া হয়েছিল। আর সেখানে একটি নাম্বার লেখা থাকে থাকে। আর এই নাম্বারটিকে বলা হয় ওয়েব ফাইল নাম্বার (Web File Number).

এই নাম্বারটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটাই হলো সেই কাঙ্ক্ষিত নাম্বার, যেটা দিয়ে আপনি ভিসা চেক করতে পারবেন।

আরও পড়ুন- কাতার এয়ারলাইন্স টিকেট চেক করার নিয়ম

ইন্ডিয়ান ভিসা চেক করার ভিডিও

শেষকথা

অনলাইনে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম সম্পর্কে উপরে আলোচনা করা হয়েছে এবং চেক করার সম্পূর্ণ পদ্ধতি বিস্তারিত ভাবে ব্যাখ্যা করা হয়েছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন।

ভিসা সম্পর্কিত আরো অনেক পোস্ট আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। যারা যারা ভিসা সম্পর্কে জানতে চান তারা সেই পোস্টগুলো দেখতে পারেন। আশা করি আপনাদের কাজে দিবে।

See also  বাংলাদেশ থেকে আমেরিকা যাওয়ার উপায় ২০২৩

যদি বিষয়গুলো না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ আমাদের সাইটের সাথে থাকার জন্য।

Leave a Comment