হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের কে আমাদের এই সাইটে আমার পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে উপায় একাউন্ট দেখার নিয়ম এই বিষয় টি নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করে দেওয়া যাক।
সূচিপত্র
উপায় কী?
উপায় একাউন্ট দেখার নিয়ম জানার আগে আমাদের আগে জানতে হবে এই “উপায়” জিনিসটা কী? উপায় মূলত হলো একটি মোবাইল ব্যাংকিং সুবিধা। আপনারা নিশ্চয়ই বিকাশ, নগদ, রকেট এগুলোর নাম শুনে থাকবেন। মূলত ওইগুলোর মতোই এই উপায় ও একটি মোবাইল ব্যাংকিং সেবা।
বাংলাদেশে বিকাশ, নগদ এর মতো আরো অনেক মোবাইল ব্যাংকিং সেবা রয়েছে যার মধ্য নতুন একটি হলো উপায়। উপায় হলো ইউসিবি ব্যাংকের একটি মোবাইল ব্যাংকিং সেবা। উপায় নতুন হলেও এটি কম ক্যাশ আউট চার্জ এর সাথে আরো নানা সুবিধা দেওয়ার ফলে বেশ ভালো জনপ্রিয়তা অর্জন করেছে।
এর ফলে মূলত অনেকেই এখন উপায় ব্যবহার করছেন। তবে উপায় নতুন হওয়ার জন্য এখনো অনেকেই উপায় সম্পর্কে বেশি কিছু জানেন না। তো আজকের এই পোস্ট এ আমরা উপায় একাউন্ট দেখার নিয়ম নিয়ে সকল কিছু থাকছে।
তবে উপায় একাউন্ট দেখার নিয়ম জানার আগে আমাদের জানতে হবে কিভাবে সঠিক উপায়ে একটি উপায় একাউন্ট খুলতে হয়। কেননা উপায় একাউন্ট খোলার পরেই আমরা উপায় একাউন্ট দেখার নিয়ম টি ফলো করতে পারবো। তো আগে জেনে নেই কিভাবে সঠিক উপায়ে উপায় একাউন্ট খুলতে হয়।
উপায় একাউন্ট খোলার নিয়ম
উপায় একটি নতুন মোবাইল ব্যাংকিং সেবা হওয়ার জন্য এখনো অনেকেই জানেন না কিভাবে সঠিক নিয়মে উপায় একাউন্ট খুলতে হয়। তো চলুন জেনে নেই কিভাবে সঠিক নিয়মে উপায় একাউন্ট খুলতে হয়।
মূলত আমরা দুইটি উপায়ে উপায় একাউন্ট খুলতে পারবো। সেই উপায় দুইটি হলোঃ-
১. এজেন্টের কাছে গিয়ে,
২. এন্ড্রয়েড এপ দিয়ে,
এজেন্টের কাছে গিয়ে উপায় একাউন্ট খোলার নিয়ম
এজেন্টের কাছে গিয়ে উপায় একাউন্ট খোলা খুবই সহজ। এর জন্য আপনাকে দেখতে হবে আপনার এলাকার আশে পাশে উপায় এর এজেন্ট আছে নাকি। যদি থাকে তাহলে তাদের কাছে আপনি যে সিমে একাউন্ট খুলতে চান সেই সিম একটি মোবাইল এ সেট করে আপনার জাতীয় পরিচয় পত্র নিয়ে গেলে আপনাকে তারা একাউন্ট খুলে দিবে।
আরো পড়ুনঃ অনলাইন থেকে আনলিমিটেড টাকা ইনকাম করার সহজ উপায় – অনলাইনে ইনকাম করার 100 টি সহজ উপায়
এন্ড্রয়েড এপ থেকে উপায় একাউন্ট খোলার নিয়ম
এন্ড্রয়েড এপ থেকে উপায় একউন্ট খোলা মানে, সেল্ফ রেজিষ্ট্রেশন করা আরকি। এই উপায়ে আপনাকে কোনো এজেন্টের কাছে যেতে হবে না। নিজেই বাসায় বসে খুলতে পারবেন। এর জন্য আপনার কাছে একটি এন্ড্রয়েড ফোন, ডাটা/ওয়াইফাই কানেকশন এবং জাতীয় পরিচয় পত্র থাকতে হবে। এর পর,
১. প্রথমেই আপনার এন্ড্রয়েড ফোনে গুগল প্লে স্টোর থেকে উপায় এপটি ডাউনলোড করে নিন। অথবা এই লিংক থেকে সরাসরি প্লে স্টোর এ চলে গিয়ে ডাউনলোড করে নিন, Upay ll Download on play store
২. এবার এপটি ওপেন করুন।
৩. উপায় ওপেন করলে আপনি দুইটি অপশন পাবেন, লগ ইন ও রেজিষ্ট্রেশন। তো নতুন আইডি খুলতে চাইলে রেজিষ্ট্রেশন এ ক্লিক করবেন।
৪. এরপর আপনার থেকে লোকেশন পার্মিশন চাইবে দিয়ে দিবেন। এর পর আপনার মোবাইল নাম্বার ও অপারেটর সিলেক্ট করবেন।
৫. এবার আরেকটা পার্মিশন চাইবে দিয়ে দিবেন। এর পর আপনার ফোনে একটা কোড আসবে যা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে।
৬. এরপর আপনাকে আপনার জাতীয় পরিচয় পত্র এর দুই সাইডের ছবি তুলতে হবে।
৭. এরপর নিজের ফেস এর ছবি তুলে ভেরিফাই করে নিবেন।
৮. এরপর আপনার পেশা ও লিঙ্গ সিলেক্ট করে নিবেন। তারপর জাতীয় পরিচয়পত্র এর তথ্য সঠিক আছে কী না তা যাচাই করে নিবেন।
৯. এরপর একটি পিন সিলেক্ট করবেন। তবে মনে রাখবেন, পিন এর প্রথম সংখ্যা ০ হতে পারবে না আর পিন ১১১১, ২২২২, ৩৩৩৩ ইত্যাদি অথবা ১২৩৪, ৫৬৭৮ ইত্যাদি এমন হতে পারবে না।
এই নিয়ম গুলো যদি আপনি সঠিক ভাবে ফলো করে থাকেন তাহলে, ব্যাস! আপনার উপায় একাউন্ট খোলা হয়ে গেলো। তবে যদি একবারে না বুঝেন তাহলে অবশ্যই আবারো একবার পড়ে নিবেন। আর এর পরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট ব্এক্স এ কমেন্ট করে জানাবেন। তো এবার আমাদের পালা হলো উপায় একাউন্ট দেখার নিয়ম।
উপায় একাউন্ট দেখার নিয়ম
উপায় একাউন্ট দেখার নিয়ম ও ২ টি, নিম্নে সেগুলো দেওয়া হলোঃ-
১. USD কোড দিয়ে, অর্থাৎ মোবাইল এ কোড ডায়াল করার মাধ্যমে
২. এন্ড্রয়েড এপ দিয়ে। অর্থাৎ এন্ড্রয়েড ফোনে এপ ডাউনলোড করে সেটার মাধ্যমে।
কোড দিয়ে উপায় একাউন্ট দেখার নিয়ম
কোড দিয়ে উপায় একাউন্ট দেখার নিয়ম অনেক সহজ। উপায় একাউন্ট দেখার কোড হলো *২৬৮# এই কোড ডায়াল করলেই উপায় এর একাউন্ট এর সকল মেনু পাবেন।
আর চাইলেই এই কোড থেকে উপায় এর ব্যালান্স ও দেখতে পারবেন, এর জন্যঃ
১. ডায়াল করুন *২৬৮#
২. এরপর রিপ্লে তে ৭ লিখে রিপ্লে করুন।
৩. এরপর ১ লিখে রিপ্লে দিন।
৪. এবার উপায় একাউন্ট এর পিন কোড দিন।
৫. ব্যাস এবার দেখতে পাবেন কত টাকা আছে আপনার ব্যালান্স এ।
এন্ড্রয়েড এপ দিয়ে উপায় একাউন্ট দেখার নিয়ম
এন্ড্রয়েড এপ দিয়ে উপায় একাউন্ট দেখার জন্য উপায় এপটি ডাউনলোড করে নিবেন।
১. প্রথমে উপায় এপটি ডাউনলোড করে নিন প্লে স্টোর থেকে, Download Upay On Play Store
২. এবার এপটি ওপেন করে লগ ইন বাটনে ক্লিক দিন (এটা প্রথম বার করতে হয়)
৩. এবার ফোন নাম্বার ও পিন দিয়ে লগ ইন করে নিন
৪. ব্যস এভাবেই উপায় একাউন্ট এর সকল মেনু পাবেন।
আর উপায় এপ দিয়ে ব্যালান্স দেখতে চাইলে একদম উপরের ডান সাইডের “Balance” বাটনে ক্লিক করলেই ব্যালান্স দেখতে পারবেন।
এছাড়াও আপনারা উপায় এপ এবং *২৬৮# ডায়াল করার মাধ্যমে আপনারা ক্যাশ আউট, সেন্ড মানি, মোবাইল রিচার্জ ইত্যাদি নানা অপশন পেয়ে যাবেন।
উপায় একাউন্ট দেখার নিয়ম ভিডিও
শেষকথাঃ
তো ভিউয়ার্স আশা করছি এই পোস্ট টি আপনাদের কাছে অনেকটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের। আর এরকম সব পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করতে থাকুন আমাদের এই ওয়েব সাইট টি। আবার দেখা হবে পরবর্তী কোনো পোস্ট এ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেয।