একাদশ শ্রেণিতে ভর্তি ৮ ডিসেম্বর শুরু : আবেদন অনলাইনে

একাদশ শ্রেণির ভর্তি ২০২২-২০২৩

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ । কেমন আছেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা । আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন । এসএসসি গন্ডি তো পেরুলেন । এবার তো যেতে হবে বহুদুর ।  ভর্তি হতে হবে  এইচএসসি তে । ইতিমধ্যে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে  ।মনে মনে ভাবছেন কিভাবে কলেজে ভর্তি হবেন । আপনার পছন্দের কলেজে কি আপনি ভর্তি হতে পারবেন ? কোন কলেজে কত পয়েন্ট লাগে ? কলেজে ভর্তি  হতে কত টাকা ফি দিতে হয় ? কিভাবেই ভা একাদশ শ্রেনীতে ভর্তির আবেদন করবেন । 

সত্যিই যদি এই সকল প্রশ্নের উত্তর আপনার জানার প্রয়োজন মনে হয়ে থাকে । তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন । আজকে আমি আপনাদের সাথে পুরোটা সময় জুরে কথা বলবো একাদশ শ্রেণিতে ভর্তি ২০২৩ নিয়ে । কলেজে ভর্তির নিতিমালা থেকে শুরু করে ফি জমাদান পদ্ধত্তি এবং অনলাইনে এইচএসসি ভর্তির আবেদন করার নিয়ম স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ । আশা করি আপনারা পুরো লেখাটি খুব মনোযোগ সহকারে পড়বেন ।

সূচিপত্র

একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

শিক্ষা মন্ত্রনালয় সুত্রে জানা যায় আগামী ৮ থেকে ১০ ডিসেম্বরের মধ্যেই একাদশ ভর্তি আবেদন কর্যক্রম শুরু হবে । ভর্তির খসড়া নীতিমালাতে বলা হয়েছে একজন শিক্ষার্থীকে ১৩০ টাকা নিশচয়ন ফি দিতে হবে । আর অনলাইনে আবেদনের সময় এবারও ১০ টি কলেজ বা মাদ্রাসা চয়েচ করতে হবে । আর এ জন্য ফি ধরা হয়েছে ১৫০ টাকা ।

অর্থাৎ একজন শিক্ষার্থীকে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে মোটা খরচ হবে ২৮০ টাকা  ।

এক নজরে একাদশ ভর্তি তথ্য

এক নজরে
  • আবেদন শুরু : ৮  ডিসেম্বর
  • আবেদনের শেষ : ১৫ ডিসেম্বর
  • আবেদন ফি :  ১৫০/-  টাকা
  • আবেদন যাচাই বাছাই :
  • ১ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ : 
  • ১ম পর্যায়ে সিলেকশন নিশ্চায়ন :
  • ২য় পর্যায়ের আবেদন গ্রহণ : 
  • পছন্দক্রম অনুযায়ী ১ম মাইগ্রেশনের ফল প্রকাশ 
  • :২য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ : 
  • ২য় পর্যায়ের সিলেকশন নিশ্চায়ন : 
  • ৩য় পর্যায়ের আবেদন গ্রহন :
  • ২য় মাইগ্রেশনের ফল প্রকাশ : 
  • ৩য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ : 
  • ৩য় পর্যায়ের Selection নিশ্চায়ন :ভর্তি :
  • ক্লাশ শুরু : আবেদন লিংক: www.xiclassadmission.gov.bd

কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন এর নিয়ম ২০২৩

এখন আমরা জানবো কিভাবে অনলাইনে কলেজে ভর্তি আবেদন করা যায় । আমরা ধাপে ধাপে বিষটি দেখবো

  • প্রথমেই আপনাকে আবেদন ফি বাবদ ১৫০ টাকা জমা দিতে হবে ।  আপনি  এই ফি জমা দিতে পারবেন বিকাশ/রকেট/নগদ/উপায়/টেলিটক/সোনালী ব্যাংক এর মাধ্যমে ।
  • টাকা জমা দেবার পর আপনাকে www.xiclassadmission.gov.bd যেতে হবে এবং এপ্লাই অনলাইন বাটনে ক্লিক করতে হবে ।
  • এবার আপনার এসএসসি রোল নাম্বার রেজিষ্টেশন নাম্বার,বোর্ড এবং পাসের শন লিখে সাবমিট করলে আপনি এসএসসি পরিক্ষায় প্রাপ্ত পয়েন্ট দেখতে পাবেন ।
  • এ পর্যায়ে আপনাকে একটি ফোন নাম্বার দিতে হবে ।
  • এবার আপনার পছন্দমত শিক্ষা প্রতিষ্ঠান , গ্রুপ শিফট , ভার্সন নির্বাচন করে দিতে হবে । আপনি সর্বচ্চ ১০ প্রতিষ্ঠান চয়েচ দিতে পারবেন ।
  • আবেদন পত্রে চাওয়া সকল তথ্য পুরুন হয়ে গেলে Preview Application এ ক্লিক করুন । এখানে আপনি আপনার আবেদন পত্রে উল্লেখিত সকল তথ্য দেখতে পাবেন ।
  • পুরনকৃত সকল তথ্য সঠিক থাকলে Submit বাটনে ক্লিক করুন
  • সফলভাবে আবেদন পত্রটি সাবমিট করলে আপনার দেওয়া ফোন নাম্বারে একটি গোপনীয় কোড আসবে সেই কোডটি আপনি নিরাপদ ভাবে সংরক্ষণ করে রাখুন ।
  • ফরুম পুরন এবং সাবমটি করা শেষ । এখন আপনি চাইলে এই ফরমটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে পারেন ।

 

একাদশ শ্রেণির ভর্তি ২০২২-২০২৩

সদ্য সমাপ্ত এসএসসি পরিক্ষার পরই শিক্ষামন্ত্রি জানিয়েছেন শিঘ্রই একদশ শ্রেণির ভর্তি আবেনদ কার্যক্রম শুরু হবে । ইতিমধ্যে ভর্তি সংক্রান্ত খসড়া নিতীমালা প্রণনয় করা হয়েছে  । চুড়ান্ত নিতিমালা প্রকাশিত হবার পর আমরা আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে কলেজ ভির্তি নীতিমাল প্রকাশ করবো ইনশাআল্লাহ ।

কলেজে একাদশ শ্রেণির ভর্তির সময়সূচি ২০২২ – ২০২৩ 

এক নজরে
  • আবেদন শুরু : ৮  ডিসেম্বর
  • আবেদনের শেষ : ১৫ ডিসেম্বর
  • আবেদন ফি :  ১৫০/-  টাকা
  • আবেদন যাচাই বাছাই :
  • ১ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ : 
  • ১ম পর্যায়ে সিলেকশন নিশ্চায়ন :
  • ২য় পর্যায়ের আবেদন গ্রহণ : 
  • পছন্দক্রম অনুযায়ী ১ম মাইগ্রেশনের ফল প্রকাশ  :২য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ : ২য় পর্যায়ের সিলেকশন নিশ্চায়ন : ৩য় পর্যায়ের আবেদন গ্রহন :২য় মাইগ্রেশনের ফল প্রকাশ : ৩য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ :  ৩য় পর্যায়ের Selection নিশ্চায়ন :ভর্তি : 

    ক্লাশ শুরু : 

    আবেদন লিংক: www.xiclassadmission.gov.bd

 

২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৩

১.১ “বোর্ড বলতে সরকার কর্তৃক আইন দ্বারা স্বীকৃত কোন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড/বাংলাদেশ
মাদরাসা শিক্ষা বোর্ড/ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বুঝাবে;

১.২. কলেজ/সমমানের শিক্ষা প্রতিষ্ঠান বলতে দেশের কোন বোর্ড হতে উচ্চমাধ্যমিক/সমমানের স্তরে
পাঠদানের জন্য অনুমতিত্রাপ্ত বা স্বীকৃতিপ্রাপ্ত কোন শিক্ষা প্রতিষ্ঠানকে বুঝাবে;

১.৩ “নির্ধারিত ফরম” বলতে ভর্তির জন্য নির্ধারিত অনলাইন আবেদন ফরম বুঝাবে;

১.৪. শিক্ষার্থী/প্রার্থী’ বলতে ছাত্র ও ছাত্রী উভয়কে বুঝাবে।

 একাদশ শ্রেনীতে  ভর্তির যোগ্যতা ও গ্রুপ নির্বাচন ২০২৩

২০২০, ২০২১, ২০২২ সালে দেশের যে কোন শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০,

২০২১ ও ২০২২ সালে এস.এস.সি. বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ ২০২২-২৩ শিক্ষাবর্ষে নীতিমালার

অন্যান্য বিধানাবলি সাপেক্ষে কোন কলেজ/সমমানের প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তির যোগ্য বিবেচিত হবে।

এছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে চলতি বছরে উত্তীর্ণ শিক্ষার্থীসহ অন্যান্য বছরের শিক্ষার্থীরাও ভর্তির জন্য

বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবে।

 

বিদেশি কোন বোর্ড বা অনুরুপ কোন প্রতিষ্ঠান হতে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ মাধ্যমিক ও

উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক তার সনদের মান নির্ধারণের পর দফা (২.১) এর অধীনে ভর্তির যোগ্য

বিবেচিত হবে।

 

একাদশ শ্রেণিতে  ভর্তির জন্য একজন ছাত্র/ছাত্রী নিম্নরূপ গ্রুপ নির্বাচন করতে পারবে:

 

২.৩.১ বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গুপ এর যে কোন একটি ।

২.৩.২ মানবিক গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী মানবিক ও ব্যবসায় শিক্ষা গুপ এর যে কোন একটি এবং

২.৩.৩ ব্যবসায় গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা ও মানবিক গুপ এর যে কোন একটি ।

২,৩.৪ যে কোন বিভাগ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) থেকে উতীর্ণ শিক্ষার্থী গাহস্থ্য অর্থনীতি ও
সংগীত গুপ এর যে কোন একটি ।

২.৩.৫ মাদরাসা শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপ এর
যে কোন একটি এবং সাধারণ বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপ এর যে
কোন একটি।

 

একাদশ শ্রেণিতে ভর্তি প্রার্থী নির্বাচনে অনুসরণীয় পদ্ধতি ২০২৩

 

  • ভর্তির জন্য কোন বাছাই বা ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। কেবল শিক্ষার্থীর এস.এস.সি. বা সমমান পরীক্ষার
    ফলের ভিত্তিতে ভর্তি করা হবে।
  • কলেজ/সমমানের প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজ/সমমানের প্রতিষ্ঠানের ৯৫% আসন সকলের জন্য
    উন্মুক্ত থাকবে যা মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে। মেধার ভিন্তিতে ভর্তির পরে মোট আসনের ৫%
    মুক্তিযোদ্ধার সন্তান/সন্তানের সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে। উপর্যুক্ত কোটায় যদি প্রার্থী না পাওয়া যায় তবে এ আসন কার্যকরী থাকবে না। মুক্তিযোদ্ধার সন্তান/সন্তানের সন্তানদের সনাক্তকরণের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক
    মন্ত্রণালয় হতে প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে। যে সকল শিক্ষার্থী প্রতিবন্ধী হিসেবে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ
    হয়েছে কেবল তারাই সংশ্লিষ্ট বোর্ডে ম্যানুয়ালি ভর্তির জন্য আবেদন করতে পারবে। প্রবাসীদের
    সন্তান/বি.কে.এস.পি থেকে উত্তীর্ণ শিক্ষার্থী/খেলাধূলা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বিভাগীয় বা জাতীয় পর্যায়ে
    অসামান্য অবদানের জন্য পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবে। এ ক্ষেত্রে
    বোর্ড উপযুক্ত প্রমাণপত্র যাচাই বাছাই পূর্বক শিক্ষার্থীকে (প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ন্যুনতম জি পি এ এক্ষেত্রে
    শিথিলযোগ্য হবে) ভর্তির ব্যবস্থা নিবে।
  • সমান জিপিএ প্রাপ্তদের ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেখাক্রম নির্ধারণ করা হবে। বাংলাদেশ
    মাদরাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর ক্ষেত্রে গ্রেড পয়েন্ট ও প্রাপ্ত
    নম্বর সমতুল্য করে হিসাব করতে হবে। তাছাড়া বিভিন্ন সালের গ্রেড পয়েন্ট ও প্রাপ্ত নম্বর সমতুল্য করে হিসাব
    করতে হবে।
  • ৩.৩.২ বিজ্ঞান গুপে ভর্তির ক্ষেত্রে সমান মোট নম্বর প্রাপ্তদের মেধাক্রম নির্ধারণের ক্ষেত্রে সাধারণ গণিত ও
    উচ্চতর গণিত/জীববিজ্ঞানে প্রাপ্ত নম্বর বিবেচনায় আনতে হবে।
  • ৩.৩.৩ দফা ৩.৩.২ এর বিধান সত্তেও প্রার্থী বাছাইকল্পে উদ্ভুত জটিলতা নিরসন না হয়, তবে পর্যায়ক্রমে
    ইংরেজি, পদার্থ বিজ্ঞান, রসায়নে প্রাপ্ত নম্বর বিবেচনায় আনতে হবে।
  • মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপ এর ক্ষেত্রে সমান মোট নম্বর বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে পর্যায়ক্রমে
    ইংরেজি, গণিত ও বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর বিবেচনায় আনতে হবে।
  • এক গুপের প্রার্থী অন্য গুপে ভর্তির ক্ষেত্রে জি.পি.এ একই হলে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে
    মেধাক্রম নির্ধারণ করা হবে। এক্ষেত্রে প্রার্থী বাছাইকল্পে উদ্ভুত জটিলতা নিরসন না হলে পর্যায়ক্রমে ইংরেজি,
    গণিত ও বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর বিবেচনায় আনতে হবে।

 

এ নীতিমালায় যা কিছুই থাকুক না কেন স্কুল এন্ড কলেজ/সমমানের প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিজন্ব প্রতিষ্ঠান হতে
উত্তীর্ণ শিক্ষার্থীগণ প্রতিষ্ঠান নির্ধারিত যোগ্যতা সাপেক্ষে স্থ স্ব বিভাগে (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা)
অগ্রাধিকার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবে। প্রতিষ্ঠানের নিজন্য শিক্ষার্থীদের স্ব স্ব বিভাগে ভর্তি নিশ্চিত করেই
কেবল অবশিষ্ট শূন্য আসনে প্রযোজ্য ক্ষেত্রে ধারা ৩.০ এর উপবিধান (৩.২) ও (৩.৩) অনুসরণ করে শিক্ষার্থী
ভর্তি করানো যাবে। তবে এ সকল প্রতিষ্ঠানের সকল ভর্তিই অনলাইনে হবে।

কোন কলেজ/সমমানের প্রতিষ্ঠানে ভর্তির জন্য সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ ন্যুনতম যোগ্যতা নির্ধারণ করতে
পারবে।

কলেজ/সমমানের প্রতিষ্ঠানকে তাদের ভর্তি সংক্রান্ত সকল তথ্য ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে প্রকাশ করতে
হবে।

সকল কলেজ/উচ্চমাধ্যমিক/সমমানের প্রতিষ্ঠান সব স্ব প্রতিষ্ঠানে মন্ত্রণালয় তথা শিক্ষা বোর্ড কর্তৃক ভর্তির জন্য
নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ও সময় অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করবে। কোন প্রতিষ্ঠান মন্ত্রণালয় ও বোর্ড
নির্ধারিত তারিখের বাইরে নিজ ইচ্ছামাফিক ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবে না।

একাদশ শ্রেণির ভর্তি ২০২২-২০২৩

শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের জন্য ওয়েবসাইট এর ঠিকানা:

http://xiclassadmission.gov.bd/

শিক্ষার্থীরা শুধু অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা
আবেদন ফি জমা সাপেক্ষে সর্বনিম্ন ৫পৌচ)টি এবং সর্বোচ্চ ১০(দশ) টি কলেজ/সমমানের প্রতিষ্ঠানের জন্য
পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করতে পারবে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে তার মধ্য
থেকে শিক্ষার্থীর মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমের ভিত্তিতে একটি মাত্র কলেজে তার অবস্থান
নির্ধারণ করা হবে;

 একাদশ শ্রেনীতে ভর্তি ফি ২০২৩: কলেজে ভর্তি ফি ২০২৩

অনুচ্ছেদ ৮.২ অনুসরণপূর্বক কলেজ/সমমানের প্রতিষ্ঠান বোর্ড কর্তৃক নির্ধারিত আসন সংখ্যা (বিজ্ঞান, মানবিক
ও ব্যবসায় শিক্ষা গ্রুপ শিফট, পুরুষ/মহিলা/সহশিক্ষা, ভার্সন) এবং বোর্ড কর্তৃক নির্ধারিত ভর্তি ফিসহ
অনুমোদিত অন্যান্য সকল ফি, ভর্তির ন্যুনতম যোগ্যতা ইত্যাদি তথ্য ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করে প্রতিষ্ঠানের
নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে প্রকাশ করবে।

বোর্ডের পূর্বানুমতি ব্যতীত নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে না। বোর্ডসমূহ স্ব স্ব
অধিক্ষেত্রে অবস্থিত কলেজ/সমমানের প্রতিষ্ঠানে এই বিধানের ব্যত্যয় রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

অনলাইনে বোর্ড থেকে প্রাপ্ত ভর্তিযোগ্য প্রার্থীদের মেধাক্রম তালিকা কলেজের নোটিশ বোর্ড ও সংশ্লিষ্ট কলেজ!
সমমানের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশের ব্যবস্থা করবে;

ভর্তির সময় প্রার্থীকে মূল একাডেমিক ট্রাপক্রিস্ট/নম্বরপত্র দাখিল করতে হবে;

কলেজে ভর্তি ফি ২০২৩

 এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিম্নোক্তভাবে সেশন চার্জ ও ভর্তি ফি গ্রহণ করতে হবে। উপ্লেখ্য
এমপিওভুক্ত প্রতিষ্ঠানসমূহ কোনক্রমেই উন্নয়ন ফি গ্রহণ করতে পারবে না।

ঢাকা মেট্রোপলিটন মেট্রোপলিটন ( ঢাকা ব্যতীত) জেলা উপজেলা/মফস্বল
বাংলা ইংরেজী বাংলা ইংরেজী বাংলা ইংরেজী বাংলা ইংরেজী
৫,০০০/- ৫,০০০/- ৩,০০০/- ৩,০০০/- ২,০০০/- ২,০০০/- ১৫০০/- ১৫০০/-

একাদশে শ্রেণিতে ভর্তি ফি বেসরকারী কলেজ ২০২৩

নন এম.পি.ও./ আংশিক এম.পি.ও.তুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে উন্নয়ন ফি, সেশন চার্জ ও ভর্তি ফি
নিম্নোক্তভাবে গ্রহণ করতে হবে।

ঢাকা মেট্রোপলিটন মেট্রোপলিটন ( ঢাকা ব্যতীত) জেলা উপজেলা/মফস্বল
বাংলা ইংরেজী বাংলা ইংরেজী বাংলা ইংরেজী বাংলা ইংরেজী
৭,৫০০/- ৮৫০০/- ৫,০০০/- ৬,০০০/- ৩,০০০/- ৪,০০০/- ২৫০০/- ৩,০০০/-

একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা ২০২৩

# সরকারি কলেজসমূহ সরকারি পরিপত্র অনুযায়ী প্রয়োজনীয় ফি সংগ্রহ করবে।

# দরিদ্র, মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থী ভর্তিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহ উল্লিখিত ফি যতদুর সম্ভব
মওকুফের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

# ভর্তি প্রক্রিয়ার পূর্বেই বেসরকারি কলেজে ভর্তির ক্ষেত্রে ভর্তি ফিসহ মাসিক বেতন এবং অন্যান্য যাবতীয় খরচ
এর লিস্ট স্ব স্ব কলেজের নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটে প্রদর্শন করতে হবে;

# কোন শিক্ষার্থীর নিকট হতে অনুমোদিত ফি-এর অতিরিক্ত কোন অর্থ গ্রহণ করা যাবে না এবং অনুমোদিত সকল
ফি যথাযথ রশিদ প্রদানের মাধ্যমে গ্রহণ করতে হবে।

শিক্ষা বোর্ড শিক্ষার্থীর নিকট হতে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করার সময় শিক্ষার্থী প্রতি নিম্নক্ত ফি গ্রহণ করবে:

কলেজে ভর্তি ফি ২০২৩
কলেজে ভর্তি ফি ২০২৩

১. রেজিস্ট্রেশন ফি – ১৩৫/-

২. ক্রীড়া ফি – ৫০/-

৩. রোভার /রেঞ্জার ফি – ১৫/-

৪. রেড ক্রিসেন্ট ফি (8০/-টাকার ৪০%_ ১৬/-টাকা)_ 1 ১৬/-

৫. বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭/-

৬. বি.এন.সি.সি. ফি ৫/-
সর্বমোট ২২৮/- টাকা

একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা ২০২৩

শিক্ষা প্রতিষ্ঠান প্রতি শিক্ষার্থীর নিকট থেকে রেড ক্রিসেন্ট ফি বাবদ (৪০- টাকার ৬০%) ২৪/- টাকা গ্রহণ
করবে;

প্রতি শিক্ষা প্রতিষ্ঠানকে বার্ষিক ক্রীড়া মঞ্জুরি ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা বোর্ডে প্রেরণ করতে হবে;

ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর বোর্ডের বিজ্ঞপ্তির ভিত্তিতে শিক্ষার্থীরা বোর্ডের অনুমতি সাপেক্ষে প্রয়োজনীয়
ফি প্রদান করে কলেজ, গ্রুপ  বিষয় পরিবর্তন করতে পারবে। তবে মানবিক ও ব্যবসায় শিক্ষা গুপ থেকে বিজ্ঞান
গ্রুপে  পরিবর্তনের কোনো সুযোগ নেই।

xiclassadmission notice 2023

বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী অন্য গুপে ভর্তি হওয়ার পর
পরবর্তীতে ভর্তিকৃত কলেজে বিজ্ঞান গ্রুপে প্রত্যাবর্তণের কোন সুযোগ নেই তবে ভিন্ন প্রতিষ্ঠানে যোগ্যতা সাপেক্ষে
বিজ্ঞান বিভাগে প্রত্যাবর্তণ করতে পারবে।

ভর্তিকৃত শিক্ষার্থীদের তালিকা জমাদানের সময় প্রত্যেক প্রতিষ্ঠানকে বোর্ড কর্তৃক নির্ধারিত উল্লিখিত ফি এর
বিবরণীর সাথে প্রতিষ্ঠান কর্তৃক খাতওয়ারি গৃহীত অন্যান্য ফি’র বিবরণী আলাদাভাবে জমা দিতে হবে।

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ফি জমা দেওয়ার নিয়ম ২০২৩

দেশের সকল মোবাইল ব্যাংকিং সিস্টেম ব্যাবহার করে আপনি একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন ফি জমা দিতে পারবেন ।

টেলিটকের মাধ্যমে কলেজে ভর্তি আবেদন ফি জমা দানের নিয়ম ২০২৩

আপনি এস এম এস মাধ্যমে টেলিটক সিম ব্যবহার করে একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন ফি জমা দিতে পারবেন । টেলিটকের মাধ্যমে কিভাবে এসএমএস দিবেনে তা বিস্তারিত নিচে চিত্র সহকারে দেওয়া হলো

একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন ফি জমাদানের নিয়ম
একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন ফি জমাদানের নিয়ম

একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন করার ওয়েবসাইট

একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন করতে আপনাকে http://xiclassadmission.gov.bd/ 

লিংকে ক্লিক করার পর আপনি ওয়েবসাইটে হোম পেজ দেখতে পাবেন এখানে আপনি Apply Online ক্লিক করে উপরে বর্ণিত নির্দেশনা অনুসরণ করে কলেজে ভর্তি আবেদন প্রক্রিয়া সম্পর্ণ করুন ।

কোন কলেজে কত পয়েন্ট লাগবে ২০২৩

এখন আমরা জানবো একাদশ শ্রেনীতে ভর্তি হতে কোন কলেজে কত পয়েন্ট লাগবে ।  আপনাদের বোঝার সুবিধার্থে সকল বিভাগ আলাদা আলাদা করে দিচ্ছি ।

ঢাকার কোন কলেজে কত পয়েন্ট লাগবে ২০২৩

District Thana EIIN College Name Shift Version Group Name Gender Min Own SQ Available
GPA GPA GPA Seat
Dhaka (out side Dhamrai 138055 AMIN MODEL TOWN COLLEGE Day Bangla Humanities Co-Edu 1.00 0.00 0.00 200
Mahanagari)
Dhaka (out side Dhamrai 138055 AMIN MODEL TOWN COLLEGE Day Bangla Science Co-Edu 2.00 0.00 0.00 75
Mahanagari)
Dhaka (out side Dhamrai 138055 AMIN MODEL TOWN COLLEGE Day Bangla Business Studies Co-Edu 2.00 0.00 0.00 100
Mahanagari)
Dhaka (out side Dhamrai 107955 BHALUM ATAUR RAHMAN KHAN COLLEGE Day Bangla Business Studies Co-Edu 2.75 0.00 0.00 150
Mahanagari)
Dhaka (out side Dhamrai 107955 BHALUM ATAUR RAHMAN KHAN COLLEGE Day Bangla Humanities Co-Edu 2.75 0.00 0.00 400
Mahanagari)
Dhaka (out side Dhamrai 107955 BHALUM ATAUR RAHMAN KHAN COLLEGE Day Bangla Science Co-Edu 3.50 0.00 0.00 75
Mahanagari)
Dhaka (out side Dhamrai 107919 DHAMRAI HARDINGE HIGH SCHOOL AND Day Bangla Science Co-Edu 4.00 3.00 0.00 150
Mahanagari) COLLEGE
Dhaka (out side Dhamrai 107919 DHAMRAI HARDINGE HIGH SCHOOL AND Day Bangla Business Studies Co-Edu 3.00 2.00 0.00 150
Mahanagari) COLLEGE
Dhaka (out side Dhamrai 107919 DHAMRAI HARDINGE HIGH SCHOOL AND Day Bangla Humanities Co-Edu 3.00 2.00 0.00 180
Mahanagari) COLLEGE
Dhaka (out side Dhamrai 138809 DHAMRAI MODEL COLLEGE Day Bangla Science Co-Edu 1.00 0.00 0.00 75
Mahanagari)
Dhaka (out side Dhamrai 138809 DHAMRAI MODEL COLLEGE Day Bangla Business Studies Co-Edu 1.00 0.00 0.00 100
Mahanagari)
Dhaka (out side Dhamrai 138809 DHAMRAI MODEL COLLEGE Day Bangla Humanities Co-Edu 1.00 0.00 0.00 250
Mahanagari)
Dhaka (out side Dhamrai 107953 GOVT. DHAMRAI COLLEGE Day Bangla Humanities Co-Edu 3.00 0.00 0.00 525
Mahanagari)
Dhaka (out side Dhamrai 107953 GOVT. DHAMRAI COLLEGE Day Bangla Business Studies Co-Edu 3.00 0.00 0.00 500
Mahanagari)
Dhaka (out side Dhamrai 107953 GOVT. DHAMRAI COLLEGE Day Bangla Science Co-Edu 4.00 0.00 0.00 250
Mahanagari)
Dhaka (out side Dhamrai 107927 JADABPUR B. M. SCHOOL AND COLLEGE Day Bangla Business Studies Co-Edu 1.00 1.00 0.00 50
Mahanagari)
Dhaka (out side Dhamrai 107927 JADABPUR B. M. SCHOOL AND COLLEGE Day Bangla Science Co-Edu 1.00 1.00 0.00 50
Mahanagari)
Dhaka (out side Dhamrai 107927 JADABPUR B. M. SCHOOL AND COLLEGE Day Bangla Humanities Co-Edu 1.00 1.00 0.00 150
Mahanagari)
Dhaka (out side Dhamrai 107954 NABAJUG COLLEGE Day Bangla Business Studies Co-Edu 2.00 0.00 0.00 60
Mahanagari)
Dhaka (out side Dhamrai 107954 NABAJUG COLLEGE Day Bangla Humanities Co-Edu 2.00 0.00 0.00 250
Mahanagari)
Dhaka (out side Dhamrai 107954 NABAJUG COLLEGE Day Bangla Science Co-Edu 2.50 0.00 0.00 50
Mahanagari)
Dhaka (out side Dhamrai 136304 RAJAPUR BEGUM ANOWARA GIRLS COLLEGE Day Bangla Business Studies Female 2.00 0.00 0.00 50
Mahanagari)
Dhaka (out side Dhamrai 136304 RAJAPUR BEGUM ANOWARA GIRLS COLLEGE Day Bangla Humanities Female 2.00 0.00 0.00 125
Mahanagari)
District Thana EIIN College Name Shift Version Group Name Gender Min Own SQ Available
GPA GPA GPA Seat
Dhaka (out side Dhamrai 107924 SUAPUR NANNAR SCHOOL AND COLLEGE Day Bangla Business Studies Co-Edu 1.00 1.00 0.00 50
Mahanagari)
Dhaka (out side Dhamrai 107924 SUAPUR NANNAR SCHOOL AND COLLEGE Day Bangla Humanities Co-Edu 1.00 1.00 0.00 150
Mahanagari)
Dhaka (out side Dhamrai 107924 SUAPUR NANNAR SCHOOL AND COLLEGE Day Bangla Science Co-Edu 1.00 1.00 0.00 100
Mahanagari)
Dhaka (out side Dohar 107994 BEGUM AYESHA PILOT GIRLS HIGH SCHOOL Day Bangla Business Studies Female 1.00 1.00 0.00 135
Mahanagari) AND COLLEGE
Dhaka (out side Dohar 107994 BEGUM AYESHA PILOT GIRLS HIGH SCHOOL Day Bangla Humanities Female 1.00 1.00 0.00 215
Mahanagari) AND COLLEGE
Dhaka (out side Dohar 108010 JOYPARA COLLEGE Day Bangla Science Co-Edu 1.00 0.00 0.00 60
Mahanagari)
Dhaka (out side Dohar 108010 JOYPARA COLLEGE Day Bangla Business Studies Co-Edu 1.00 0.00 0.00 450
Mahanagari)
Dhaka (out side Dohar 108010 JOYPARA COLLEGE Day Bangla Humanities Co-Edu 1.00 0.00 0.00 500
Mahanagari)
Dhaka (out side Dohar 139221 KOTHABARI COLLEGE Day Bangla Business Studies Co-Edu 1.00 0.00 0.00 50
Mahanagari)
Dhaka (out side Dohar 139221 KOTHABARI COLLEGE Day Bangla Humanities Co-Edu 1.00 0.00 0.00 100
Mahanagari)
Dhaka (out side Dohar 139221 KOTHABARI COLLEGE Day Bangla Science Co-Edu 1.00 0.00 0.00 50
Mahanagari)
Dhaka (out side Dohar 108011 MALIKANDA MEGHULA SCHOOL AND COLLEGE Day Bangla Humanities Co-Edu 1.00 1.00 0.00 250
Mahanagari)
Dhaka (out side Dohar 108011 MALIKANDA MEGHULA SCHOOL AND COLLEGE Day Bangla Science Co-Edu 2.00 1.00 0.00 50
Mahanagari)
Dhaka (out side Dohar 108011 MALIKANDA MEGHULA SCHOOL AND COLLEGE Day Bangla Business Studies Co-Edu 1.00 1.00 0.00 150
Mahanagari)
Dhaka (out side Dohar 108009 PADMA GOVT. COLLEGE Day Bangla Business Studies Co-Edu 2.50 0.00 0.00 300
Mahanagari)
Dhaka (out side Dohar 108009 PADMA GOVT. COLLEGE Day Bangla Science Co-Edu 3.50 0.00 0.00 75
Mahanagari)
Dhaka (out side Dohar 108009 PADMA GOVT. COLLEGE Day Bangla Humanities Co-Edu 2.50 0.00 0.00 400
Mahanagari)
Dhaka (out side Keraniganj 108074 ADHYAPAK HAMIDUR RAHMAN SCHOOL & Day Bangla Science Co-Edu 2.00 1.00 0.00 50
Mahanagari) COLLEGE
Dhaka (out side Keraniganj 108074 ADHYAPAK HAMIDUR RAHMAN SCHOOL & Day Bangla Humanities Co-Edu 2.00 1.00 0.00 100
Mahanagari) COLLEGE
Dhaka (out side Keraniganj 108074 ADHYAPAK HAMIDUR RAHMAN SCHOOL & Day Bangla Business Studies Co-Edu 2.00 1.00 0.00 75
Mahanagari) COLLEGE
Dhaka (out side Keraniganj 108085 ATI BHAWAL UCHCHA MADHAMIK BIDYALAYA Day Bangla Business Studies Co-Edu 1.00 1.00 0.00 100
Mahanagari)
Dhaka (out side Keraniganj 108085 ATI BHAWAL UCHCHA MADHAMIK BIDYALAYA Day Bangla Science Co-Edu 1.00 1.00 0.00 50
Mahanagari)
Dhaka (out side Keraniganj 108085 ATI BHAWAL UCHCHA MADHAMIK BIDYALAYA Day Bangla Humanities Co-Edu 1.00 1.00 0.00 100
Mahanagari)

 

ঢাকার কোন কলেজে কত পয়েন্ট লাগবে সে বিষয়ে বিস্তারিত Pdf File পেতে এখানে ক্লিক করুন

ঢাকা কোন কলেজে কত পয়েন্ট পিডিএফ ফাইল

কুমিল্লা কোন কলেজে কত পয়েন্ট লাগবে ২০২৩ 

আপনি যদি কুমিল্লা বোর্ডের ছাত্র/ছাত্রী হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই অপশন ।

কুমিল্লা কোন কলেজে কত পয়েন্ট পিডিএফ ফাইল 

রাজশাহী কোন কলেজে কত পয়েন্ট লাগবে ২০২৩ 

আপনি যদি রাজশাহী বোর্ডের ছাত্র/ছাত্রী হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই অপশন ।

রাজশাহী কোন কলেজে কত পয়েন্ট পিডিএফ ফাইল 

যশোর কোন কলেজে কত পয়েন্ট লাগবে ২০২৩ 

আপনি যদি যশোর বোর্ডের ছাত্র/ছাত্রী হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই অপশন ।

যশোর কোন কলেজে কত পয়েন্ট পিডিএফ ফাইল 

চট্টগ্রাম কোন কলেজে কত পয়েন্ট লাগবে ২০২৩ 

আপনি যদি চট্টগ্রাম বোর্ডের ছাত্র/ছাত্রী হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই অপশন ।

চট্টগ্রাম কোন কলেজে কত পয়েন্ট পিডিএফ ফাইল 

বরিশাল কোন কলেজে কত পয়েন্ট লাগবে ২০২৩ 

আপনি যদি বরিশাল বোর্ডের ছাত্র/ছাত্রী হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই অপশন ।

বরিশাল কোন কলেজে কত পয়েন্ট পিডিএফ ফাইল 

দিনাজপুর কোন কলেজে কত পয়েন্ট লাগবে ২০২৩ 

আপনি যদি দিনাজপুর বোর্ডের ছাত্র/ছাত্রী হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই অপশন ।

দিনাজপুর কোন কলেজে কত পয়েন্ট পিডিএফ ফাইল 

মাদ্রাসা বোর্ডে কোন কলেজে কত পয়েন্ট লাগবে ২০২৩ 

আপনি যদি মাদ্রাসা বোর্ডের ছাত্র/ছাত্রী হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই অপশন ।

মাদ্রাসা কোন কলেজে কত পয়েন্ট পিডিএফ ফাইল 

ময়মনসিং কোন কলেজে কত পয়েন্ট লাগবে ২০২৩ 

আপনি যদি ময়মনসিং বোর্ডের ছাত্র/ছাত্রী হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই অপশন ।

ময়মনসিং কোন কলেজে কত পয়েন্ট পিডিএফ ফাইল 

শেষকথাঃ

একাদশ শ্রেনীতে ভর্তি ২০২৩ নিয়ে লম্বা আলোচনা করলাম । আশা করি আপনাদের আর একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে আর কোন সংশয় নেই । তবুও যদি আপনাদের মনে ভর্তি সংক্রান্ত কোন তথ্য জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন । আমরা আপনার সমস্যাটি অতি গুরুত্বের সাথে সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ । শিক্ষামুলক যেকোন তথ্য জানতে ইডু টিউন বিডি এর সাথে থাকুন । ধন্যবাদ

See also  বিজয় দিবসের কবিতা