এস এস সি ইংরেজি ২য় পত্র সাজেশন ২০২৩
হ্যালো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আপনাদের কে আমাদের এই সাইটে আমার পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে এস এস সি ইংরেজি ২য় পত্র সাজেশন ২০২৩ এই বিষয় টি নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করে দেওয়া যাক।
আমাদের জানা মতে সর্বশেষ আপডেট অনুযায়ী এসএসসি পরিক্ষা ২০২৩ আগামী বছর (২০২৩) সালের এপ্রিল মাসে এসএসসি পরিক্ষা শুরু হবে। তো তার জন্য দেখতে গেলে খুব বেশি একটা সময় নেই পরিক্ষার্থীদের কাছে। মাত্র ৪ মাস পড়ে আছে।
তো এই ৪ মাস ভালো করলে পড়লে আপনারা আশা করি পরিক্ষায় ভালো ফলাফল করতে পারবেন। তো আপনারা নিশ্চয়ই জানেন যে আপনাদের জন্য একটি শর্ট সিলেবাস দেওয়া হয়েছে প্রতিটা সাবজেক্ট এর জন্য।
তো আজকের এই পোস্ট এ আপনাদের সাথে এস এস সি ২০২৩ এর ইংরেজি ২য় পত্র সাজেশন নিয়ে আলোচনা করবো।
সূচিপত্র
এস এস সি ইংরেজি ২য় পত্র সাজেশন ২০২৩
আপনাদের জন্য আজকের আমাদের এই আর্টিকেল এ এস এস সি ইংরেজি ২য় পত্র সাজেশন নিয়ে আলোচনা করা হবে।
এস এস সি ইংরেজি ২য় পত্র পরিক্ষা মানবন্টন ২০২৩
এস এস সি ইংরেজি ২য় পত্র পরিক্ষায় আপনাদের জন্য মান বন্টন কিভাবে করা হবে হয়তো অনেকে জানেন না। তো নিচে দেখে দিন কিভাবে এস এস সি ইংরেজি ২য় পত্র পরিক্ষায় মান বন্টন করা হবে।
➤ ফিলিং গ্যাপ ক্লু ছাড়া – ৫ নাম্বার
➤ ফিলং গ্যাপ ক্লু ছাড়া (২) – ৫ নাম্বার
➤ সাবস্টিটিউশন টেবিল – ৬ নাম্বার
➤ রাইট ফর্ম অফ ভার্ব – ১০ নাম্বার
➤ চেঞ্জিং সেনটেনস – ১০ নাম্বার
➤ কম্পিলিটিং সেনটেনস – ৫ নাম্বার
➤ সার্ফিক্স, প্রিফক্স – ৭ নাম্বার
➤ ট্যাগ কোয়েশ্চেন – ৭ নাম্বার
➤ পানচুয়েশন – ৫ নাম্বার
➤ সিভি – ১৫ নাম্বার
➤ ফরমাল লেটার – ১০ নাম্বার
➤ প্যারাগ্রাফ – ১৫ নাম্বার
এভাবে এস এস সি ইংরেজি ২য় পত্র পরিক্ষা ১০০ মার্কস এর হবে। সম্পূর্ণ আগের মতোই এস এস সি পরিক্ষা হবে ২০২৩ সালে। আর পরিক্ষার জন্য দেওয়া হবে ৩ ঘন্টা। যার মধ্য উক্ত বিষয় গুলো লিখতে হবে।
এস এস সি ইংরেজি ২য় পত্র সাজেশন
এস এস সি ইংরেজি ২য় পত্র সাজেশন ২০২৩ আপনাদের জন্য নিম্নে দিয়ে দেওয়া হলো। সেগুলো আপনারা যদি সঠিক ভাবে শেষ করতে পারেন। তাহলে আপনারা এস এস ইংরেজি ২য় পত্র পরিক্ষায় কমন পাবেন ইনশাআল্লাহ।
আরো পড়ুনঃ এস এস সি ইংরেজি ১ম পত্র সাজেশন।
এস এস সি ইংরেজি ২য় পত্র সাজেশন ২০২৩
এস এস সি ইংরেজি ২য় পত্র সাজেশন আপনাদের জন্য নিম্নে দেওয়া হলো। আশা করি সেগুলো আপনারা ভালো করে পড়লে পরিক্ষায় ভালো ফলাফল করতে পারবেন। নিম্নে সেগুলো দেওয়া হলো।
এস এস সি ইংরেজি ২য় পত্র Grammar Part সাজেশন
এস এস সি ইংরেজি ২য় পত্র পরিক্ষায় কমন আসতে এমন কোনো একটি বা কয়েকটি Grammar part দেওয়া সম্ভব নয়। কেননা সেগুলো পরিক্ষায় কমন নাও আসতে পারে। তাই আপনাদের উচিত গ্রামার পার্ট এর সব টপিক গুলো ভালো করে নিয়ম অনুযায়ী রুলস অনুসারে পড়া।
তবে হয়ত এই ৩-৪ মাসে সেগুলো সম্ভব না অনেকের পক্ষে। তবে আপনারা বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অনুসারে যদি সকল গ্রামার পার্ট গুলোর সলভ করতে থাকেন তবে অনেকটা কমন পাবেন। এর জন্য আমি বলবো ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত সকল বোর্ড এর গ্রামার পার্ট গুলো পড়ে নিবেন।
এর ফলে আশা করা যায় অনেকটা কমন পাবেন পরিক্ষায়। তবে আমি বলবো এই কয়েক দিন এ কষ্ট হলে গ্রামার পার্ট গুলো ভালো করে একজন দক্ষ শিক্ষক দ্বারা সেগুলো পড়ে নেওয়া। এতে পরিক্ষায় ভালো ফলাফল করতে পারবেন।
এস এস সি ইংরেজি ২য় পত্র সাজেশন Paragraph
এস এস সি ইংরেজি ২য় পত্র পরিক্ষায় কমন আসতে পারে এমন কিছু paragraph এর নাম নিচে দেওয়া হলো। আশা করি সেগুলো আপনারা পড়লে ইংরেজি ২য় পত্র পরিক্ষায় অনেকটা কমন পাবেন।
a) Tree plantation
b ) Deforestation
c) Environment pollution
d) Load shedding
e ) Global warming
f ) Early rising
g) Awinter morning
h) Traffic jam
i) A School library
j) School magazine
k) Book fair
L) Astreet hawker
m) Arainy day
n) A tea stall
o) Mobile phone
p) Air Pollution
q) Water Pollution
r) Covid 19
t) Computer
এস এস সি ইংরেজি ২য় পত্র সাজেশন Formal Letter
এস এস সি ইংরেজি ম পত্র পরিক্ষায় কমন আসতে পারে এমন কিছু formal letter নিচে দেওয়া হলো। আশা করি সেগুলো আপনারা পড়লে ইংরেজি ২য় পত্র পরিক্ষায় অনেকটা কমন পাবেন।
1. Write a letter to your friend about, prize giving ceremony was held in your school.
2. Write an email to your friend condoling him / her on his / her father’s death.
3. Write an email to her describing the importance of physical exercise.
4. Write a letter to your friend describing how you celebrated the Pahela Boishakh last week.
5. Write a letter to your father informing him of your mother’s illness.
6. Write a letter to your friend congratulating him on his brilliant result.
7. Write an letter to your foreign friend telling him/her about Bangladesh Nature and her people.
8. Write an letter to your friend about the importance of games and sports.
9. Write a letter to your friend about your preparation for the coming SSC examination.
10. Write a letter to your friend telling him/ her about the importance of reading newspaper.
এগুলো ছাড়াও আরো অনেক গুলো ইমপর্টেন্ট ফরমাল লেটার আছে যেগুলো আপনারা আপনাদের শিক্ষকদের সহায়তায় পেয়ে যাবেন।
এস এস সি ইংরেজি ২য় পত্র সাজেশন CV
এস এস সি ইংরেজি ২য় পত্র পরিক্ষায় কমন আসতে পারে এমন কিছু CV রাইটিং এর নাম নিচে দেওয়া হলো। আশা করি সেগুলো আপনারা পড়লে ইংরেজি ২য় পত্র পরিক্ষায় অনেকটা কমন পাবেন।
a) For the post of an Assistant English Teacher
b) For the post of a computer operator / programmar
c) For the post of an account officer
d) For the post of a librarian
e) For the post of a medical representative.
এছাড়াও আপনাদের একটি কথা বলে রাখি। সিভি লেখার নিয়ম সর্বদা একই থাকে। আর লেখা গুলো ও সেইম থাকে। শুধু কোন প্রতিষ্ঠান, কোন পোস্ট এবং কোন সংবাদ পত্র হতে এনাউসমেন্ট পাওয়া হয় সেগুলোর নাম চেঞ্জ হয়। আর তারিখ এবং প্রশ্ন অনুযায়ী লেখকের নাম চেঞ্জ হয়।
আর সিভি এর ইনফর্মেশন পেজ এ পোস্ট অনুযায়ী ডিগ্রি গুলো চেঞ্জ হয় এবং প্রশ্ন অনুযায়ী নাম পরিবর্তন হতে পারে।
এস এস সি ইংরেজি ২য় পত্র সাজেশন ২০২৩ সালের সকল টপিক নিয়ে আপনাদের সাথে আমরা প্রতিদিন একটি করে টপিক নিয়ে আলোচনা করা হবে। এর জন্য আপনাদের প্রতিদিন আমাদের এই ওয়েব সাইট এ ভিজিট করতে হবে।
আর এস এস সি ইংরেজি ২য় পত্র সাজেশন বলতে আপনারা যদি উপরের সাজেশন গুলো সঠিক ভাবে শেষ করে ফেলেন তবে আপনি খুব ভালো ভাবে পরিক্ষা দিতে পারবেন এবং এস এস সি ইংরেজি ২য় পত্র পরিক্ষায় অনেক কমন পাবেন।
এছাড়াও যদি আপনাদের আলাদা ভাবে কোনো সাজেশন লাগে প্রতিটা টপিক এর জন্য আলাদা আলাদা পোস্ট এ সাজেশন পাবেন। সেগুলো পাওয়ার জন্য আপনারা প্রতিদিন আমাদের এই ওয়েব সাইট এ ভিজিট করতে থাকুন।
শেষ কথা
তো প্রিয় বন্ধুরা আজকের এই পোস্ট এ আপনারা জানলেন, এস এস সি ইংরেজি ২য় পত্র সাজেশন ২০২৩ । আশা করছি এই পোস্ট টি আপনাদের কাছে অনেক টা ভালো লেগেছে।
ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের। আর এরকম সব পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করতে থাকুন আমাদের এই ওয়েব সাইট টি তে। আবার দেখা হবে পরবর্তী কোনো পোস্ট এ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেয।