এস এস সি বাংলা ১ম পত্র সাজেশন ২০২৩
হ্যালো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আপনাদের কে আমাদের এই সাইটে আমার পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে এস এস সি বাংলা ১ম পত্র সাজেশন ২০২৩ এই বিষয় টি নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করে দেওয়া যাক।
আমাদের জানা মতে সর্বশেষ আপডেট অনুযায়ী এসএসসি পরিক্ষা ২০২৩ আগামী বছর (২০২৩) সালের এপ্রিল মাসে এসএসসি পরিক্ষা শুরু হবে। তো তার জন্য দেখতে গেলে খুব বেশি একটা সময় নেই পরিক্ষার্থীদের কাছে। মাত্র ৪ মাস পড়ে আছে।
তো এই ৪ মাস ভালো করলে পড়লে আপনারা আশা করি পরিক্ষায় ভালো ফলাফল করতে পারবেন। তো আপনারা নিশ্চয়ই জানেন যে আপনাদের জন্য একটি শর্ট সিলেবাস দেওয়া হয়েছে প্রতিটা সাবজেক্ট এর জন্য।
তো আজকের এই পোস্ট এ আপনাদের সাথে এস এস সি ২০২৩ এর বাংলা ১ম পত্রের শর্ট সিলেবাস এবং সাজেশন নিয়ে আলোচনা করবো।
সূচিপত্র
এস এস সি বাংলা ১ম পত্র সাজেশন ২০২৩
এস এস সি বাংলা ১ম পত্র শর্ট সিলেবাস ২০২৩
এস এস সি বাংলা ১ম পত্র শর্ট সিলেবাস ২০২৩ আপনাদের জন্য অনেক আগেই দিয়ে দেওয়া হয়েছিলো। তো অনেকেই হয়তো বা সেটা কালেক্ট করতে পারেন নি। তো আপনাদের জন্য নিচে বাংলা ১ম পত্র এর শর্ট সিলেবাস দেওয়া হলো।
এস এস সি বাংলা ১ম পত্র সাজেশন গদ্যঃ-
(১) সুভা – রবীন্দ্রনাথ ঠাকুর
(২) বইপড়া – প্রমথ চৌধুরী
(৩) আম আটির ভেপু – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
(৪) মানুষ মুহম্মদ (স) – মোহাম্মদ ওয়াজেদ আলী
(৫) নিমগাছ – বনফুল
(৬) শিক্ষা ও মনুষ্যত্ব – মোতাহের হোসেন চৌধুরী
(৭) প্রবাস বন্ধ – সৈয়দ মুজতবা আলী
(৮) মমতাদি – মানিক বন্দ্যোপাধ্যায়
(৯) একাত্তরের দিনগুলি – জাহানারা ইমাম
(১০) সাহিত্যের রূপ ও রীতি – হায়াৎ মামুদ
এস এস সি বাংলা ১ম পত্র সাজেশন পদ্যঃ-
(১) বঙ্গবাণী – আবদুল হাকিম
(২) কপোতাক্ষ নদ – মাইকেল মধুসূদন দত্ত
(৩) জীবন-সঙ্গীত – হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
(৪) মানুষ – কাজী নজরুল ইসলাম
(৫) সেই দিন এই মাঠ – জীবনানন্দ দাশ
(৬) পল্লিজননী – জসীমউদ্দীন
(৭) রানার – সুকান্ত ভট্টাচার্য
(৮) তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা – শামসুর রাহমান
(৯) আমার পরিচয় – সৈয়দ শামসুল হক
(১০) স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো – নির্মলেন্দু গুণ
এস এস সি বাংলা ১ম পত্র সাজেশন সহপাঠ (উপন্যাস):-
(১) কাকতাড়ুয়া – সেলিনা হোসেন
এস এস সি বাংলা ১ম পত্র সাজেশন সহপাঠ (নাটক):-
(১) বহিপীর – সৈয়দ ওয়ালিউল্লাহ
তো এই উক্ত বিষয়ের উপরে আপনাদের এস এস সি বাংলা ১ম পত্র পরিক্ষা হবে। এই বিষয় গুলো ভালো করে পড়লে আপনারা পরিক্ষায় কমন পাবেন বলে আশা করছি।
আরো পড়ুনঃ জিপিএফ ব্যালান্স দেখার নিয়ম ২০২৩
এস এস সি বাংলা ১ম পত্র পরিক্ষা মানবন্টন ২০২৩
এস এস সি বাংলা ১ম পত্র পরিক্ষায় আপনাদের জন্য মান বন্টন কিভাবে করা হবে হয়তো অনেকে জানেন না। তো নিচে দেখে দিন কিভাবে এস এস সি বাংলা ১ম পত্র পরিক্ষায় মান বন্টন করা হবে।
*পূর্ণমাণ – ১০০ (সেট কোড – ১০১)
*নৈবিত্তিক – ৩০ (১ × ৩০)
*সৃজনশীল – ৭০ (১০×৭)
এস এস সি বাংলা ১ম পত্র পরিক্ষায় ৪ টি বিভাগ থাকবে। “ক” বিভাগে গদ্য থেকে ৪ টি থেকে ৩ টি, “খ” বিভাগে পদ্য থেকে ৩ টি থেকে ২ টি, “গ” বিভাগে উপন্যাস থেকে ২ টি থেকে ১ টি এবং “ঘ” বিভাগে নাটক থেকে ২ টি থেকে ১ টি সৃজনশীল দিয়ে মোট ৭ টি সৃজনশীল এর প্রশ্নের উত্তর দিতে হবে।
এস এস সি বাংলা ১ম পত্র সাজেশন ২০২৩
এস এস সি বাংলা ১ম পত্র সাজেশন ২০২৩ সালের সকল টপিক নিয়ে আপনাদের সাথে আমরা প্রতিদিন একটি করে টপিক নিয়ে আলোচনা করা হবে। এর জন্য আপনাদের প্রতিদিন আমাদের এই ওয়েব সাইট এ ভিজিট করতে হবে।
আর এস এস সি বাংলা ১ম পত্র সাজেশন বলতে আপনারা যদি উপরের শর্ট সিলেবাস গুলো সঠিক ভাবে শেষ করে ফেলেন তবে আপনি খুব ভালো ভাবে পরিক্ষা দিতে পারবেন এবং এস এস সি বাংলা ১ম পত্র পরিক্ষায় অনেক কমন পাবেন।
এছাড়াও যদি আপনাদের আলাদা ভাবে কোনো সাজেশন লাগে প্রতিটা টপিক এর জন্য আলাদা আলাদা পোস্ট এ সাজেশন পাবেন। সেগুলো পাওয়ার জন্য আপনারা প্রতিদিন আমাদের এই ওয়েব সাইট এ ভিজিট করতে থাকুন।
শেষ কথা
তো প্রিয় বন্ধুরা আজকের এই পোস্ট এ আপনারা জানলেন, এস এস সি বাংলা ১ম পত্র সাজেশন ২০২৩ । আশা করছি এই পোস্ট টি আপনাদের কাছে অনেক টা ভালো লেগেছে।
ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের। আর এরকম সব পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করতে থাকুন আমাদের এই ওয়েব সাইট টি তে। আবার দেখা হবে পরবর্তী কোনো পোস্ট এ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেয।