কাতার থেকে বাংলাদেশের দূরত্ব কত কিলোমিটার ?
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ । প্রিয় কাতার প্রবাসী ভাই ও বন্ধুরা আশা করি ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ । আল্লাহর রহমতে ভালো আছি । আজকে আমি কথা বলবো । কাতার থেকে বাংলাদেশের দূরত্ব কত কিলোমিটার এই প্রশ্নটি নিয়ে ।
প্রতিদিন অনেকেই গুগলে সার্চ করেন , কাতার থেকে বাংলাদেশের দূরত্ব কত ? বাংলাদেশ থেকে কাতার এর দূরত্ব কত ? কাতার কোন মহাদেশে অবস্থিত ? কাতার কত বর্গকিলোমিটার ? কাতার আয়তন ও অবস্থান । কাতার শহর । কাতার থেকে বাংলাদেশ থেকে কত সময় লাগে ? কাতার কোন মহাদেশে অবস্থিত ? কাতার কেমন দেশ ? কাতর বিষয়ে কম সব প্রশ্নের উত্তর দিতেই আজকের এই পোষ্ট ।
সূচিপত্র
কাতার কেমন দেশ ?
কাতার একটি মুসলিম দেশে । কাতার পারস্য উপসাগরের একটি দেশ। এটি আরব উপদ্বীপের পূর্ব উপকূল থেকে উত্তর দিকে প্রসারিত কাতার উপদ্বীপে অবস্থিত। কাতারের দক্ষিণে সৌদি আরব, এবং এর পশ্চিমে দ্বীপরাষ্ট্র বাহরাইন অবস্থিত। আরব উপদ্বীপের মত কাতারও একটি উত্তপ্ত ও শুষ্ক মরু এলাকা।
আপনি পড়তে পারেন
কাতার এয়ারলাইন্স টিকেট চেক করার নিয়ম
কাতার থেকে বাংলাদেশের দূরত্ব কত ?
কাতার থেকে বাংলাদেশের দূরত্ব কত সেটা এখন জানাবো । কাতার থেকে বাংলাদেশের দূরত্ব হলো ৩,৯৫১ কিলোমিটার । বাংলাদেশ থেকে কাতারের দূরত্ব ৩,৯৫১ কিলোমিটার ।
কাতার আইডি চেক করুন আপনার মোবাইল দিয়ে ২ মিনিটে
কাতার ভিসা চেক করার নিয়ম ২০২২ বিস্তারিত
অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম
কাতার কোন মহাদেশে অবস্থিত ?
মধ্যপ্রাচ্যের দেশ কাতার এশিয়া মহাদেশে অবস্থিত ।
কাতার কত বর্গকিলোমিটার ?
কাতারের মোট আয়তন ১১,৪৩৭ কিলোমিটার
কাতার আয়তন ও অবস্থান
কাতারের আয়তন ১১,৪৩৭ কিলোমিটার । কাতার একটি মুসলিম দেশে । কাতার পারস্য উপসাগরের একটি দেশ। এটি আরব উপদ্বীপের পূর্ব উপকূল থেকে উত্তর দিকে প্রসারিত কাতার উপদ্বীপে অবস্থিত। কাতারের দক্ষিণে সৌদি আরব, এবং এর পশ্চিমে দ্বীপরাষ্ট্র বাহরাইন অবস্থিত। আরব উপদ্বীপের মত কাতারও একটি উত্তপ্ত ও শুষ্ক মরু এলাকা।
কাতার থেকে বাংলাদেশ থেকে কত সময় লাগে ?
কাতার থেকে বাংলাদেশের দূরত্ব কত সেটা তো জানলেন । এখন প্রশ্ন হলো কাতার থেকে বাংলাদেশে আসতে কত সময় লাগে ? কাতার থেকে বাংলাদেশে আসতে মোটামুটি ৫/৬ ঘন্টা লাগে ।
কাতার থেকে বাংলাদেশের দূরত্ব কত কিলোমিটার জানুন ভিডিওতে
শেষ কথাঃ
আসলে এক কথায় কাতার থেকে বাংলাদেশের দূরত্ব কত কিলোমিটার ? এটা বলা যেত । কিন্তু আপনাদের উপকারের জন্য আরো কিছু তথ্য শেয়ার করলাম । আশা করি উপকৃত হবেন । আজকের মত আলোচনা এখানেই শেষ করতে চাচ্ছি । ভালো থাকবেন সুস্থ থাকবেন । আমাদের সাথেই থাকবেন । ধন্যবাদ ।