ঝড়ের সময় পড়ার দোয়া

ঝড়ের সময় পড়ার দোয়া

 

সুপ্রিয় পাঠক বন্ধুরা । বৃষ্টি ঝড়ের সময় পড়ার কিছু উপকারি দোয়া আছে। দোয়াগুলোর উচ্চারণ, অনুবাদ এবং দোয়াগুলোর সূত্রসহ উল্লেখ করা হচ্ছে । আশা করছি আপনাদের কাজে লাগবে । ইনশাআল্লাহ । উপকৃত হলে শেয়ার করতে পারেন ।

[box type=”shadow” align=”aligncenter” class=”” width=””]পড়ুন – Ayatul Kursi Bangla আয়াতুল কুরসি বাংলা[/box]

ঝড়ের সময় পড়ার দোয়া 

 

اَللّٰهُمَّ صَيِّبًا نَافِعًا.

বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা সয়্যিবান নাফিয়ান।

অনুবাদ: হে আল্লাহ! আমরা তোমার নিকট ঐ সকল বস্তুর অনিষ্ট থেকে পানাহ চাচ্ছি, যাকে এ মেঘ বহন করে এনেছে।

(সহীহ বুখারী, হাদীস নং ১০৩২/ সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ৩৮৮৯/ সুনানে আবু দাঊদ, হাদীস নং ৫০৯৯)

 

বেশি বৃষ্টির সময় পড়ার দোয়া

 

اَللّٰهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا

বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা হাওয়া লাইনা ওলা আলাইনা ।

অনুবাদ: হে আল্লাহ! এ বৃষ্টি আমাদের আশপাশে (যেখানে প্রয়োজন) বর্ষণ করুন এবং আমাদের উপর বর্ষণ করবেন না।

(সহীহ বুখারী, হাদীস নং ১০২০/ সহীহ মুসলিম, হাদীস নং ৮৯৭)

 

প্রচন্ড ঝড়-বাতাসের সময় পড়ার দোয়া

 

اَللّٰهُمَّ اِنِّىْ اَسْاَ لُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيْهَا وَخَيْرَ مَا اُرْسِلَتْ بِهٖ وَاَعُوْذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيْهَا وَشَرِّ مَا اُرْسِلَتْ بِهٖ.

বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আস আলুকা খইরহা ওয়া খইরমা ফি হা ওয়া খইরমা উরসিলাত বিহি ,ওয়া আউযু বিকা মিন শাররহা ওয়া শাররমা ফি হা ওয়া শাররমা উরসিলাত বিহি ।

অনুবাদ: হে আল্লাহ! আমি আপনার নিকট এই বাতাসের কল্যাণ ও এর মধ্যে যা আছে তার কল্যাণ এবং যা সহ তা প্রেরিত হয়েছে তার কল্যাণ চাচ্ছি। আর আপনার কাছে এর অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি।

(সহীহ মুসলিম, হাদীস নং ৮৯৯)

 

মেঘের গর্জন শুনলে পড়ার দোয়া

 

See also  Ayatul Kursi Bangla ( আয়াতুল কুরসি বাংলা ) উচ্চারণ ,অর্থ , অনুবাদ ও ফজিলত

اَللّٰهُمَّ لاَ تَقْتُلْنَا بِغَضَبِكَ وَلَا تُهْلِكْنَا بِعَذَابِكَ وَعَافِنَا قَبْلَ ذٰلِكَ.

বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা লা তাকতুল না বিগদবিকা ,ওয়া লা তুহলিকনা বিয়াজাবিকা ,ওয়া ফিনা কবলা জালিকা ।

অনুবাদ: হে আল্লাহ! দয়া করে আপনি আমাদেরকে আপনার গযবের দ্বারা মৃত্যু দিবেন না এবং আপনার আযাব দ্বারা ধ্বংস করবেন না। বরং এর পূর্বেই আমাদেরকে শান্তি ও নিরাপত্তা দান করুন।

(সুনানে তিরমিযী, হাদীস নং ৩৪৫০/ মুসনাদে আহমাদ, হাদীস নং ৫৭৬৩)

 

আকাশ মেঘাচ্ছন্ন দেখলে পড়ার দোয়া

 

اَللّٰهُمَّ اِنَّا نَعُوْذُبِكَ مِنْ شَرِّمَا اُرْسِلَ بِهٖ.

বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিন শাররমা উরসিলাত বিহি।

 

অনুবাদ: হে আল্লাহ! আমরা আপনার নিকট ঐ সকল অনিষ্ট হতে পানাহ চাচ্ছি, যাকে এ মেঘ বহন করে এনেছে।

(সহীহ মুসলিম, হাদীস নং ৮৯৯/ সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ৩৮৮৯)

 

প্রিয় পাঠক বন্ধুরা । আরো কোন বিষয়ে দোয়া প্রয়োজন হলে কমেন্ট করেন । দ্রুত লিখে দেওয়া হবে ইনশাআল্লাহ । ভালো থাকুন । সুস্থ থাকুন । অত্র সাইটের সঙ্গে থাকুন ।

 

গ্রন্থনা: মাওলানা শরিফ আহমাদ

লেখক ও শিক্ষক

 

Leave a Comment