ডিজিটাল বাংলাদেশ কুইজ প্রতিযোগিতার প্রশ্ন , রেজিষ্ট্রেশন ,ফলাফল সহ বিস্তারিত নিয়ম জানুন
ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে শুরু হয়েছে । ডিজটাল বাংলাদেশ কুইজ প্রতিযোগীতা । আজকের পোষ্টে আমরা জানবো ডিজটাল বাংলাদেশ কুইজ প্রতিযোগিতার নিয়ম কানুন , কুইজ রেজিষ্ট্রশন করার নিয়ম । কুইজ প্রতিযোগীতার প্রশ্ন সহ নানা বিষয় নিয়ে কথা বলবো ।
সূচিপত্র
ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২
সরকার ১২ ডিসেম্বর ৬ষ্ট জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করতে যাচ্ছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ উপলক্ষে এক সংবাদ সম্মেলন করা হয় ।
ডিজিটাল বাংলাদেশ কুইজ রেজিষ্ট্রেশন
২৬ নভেম্বর ২০২২ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে ডিজিটাল বাংলাদেশ কুইজ (quiz.digitalbangladesh.gov.bd) নিবন্ধন করা যাবে।
ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করতে পারবে
বয়স অনুযায়ী নিম্নোক্ত তিনটি গ্রুপে ৮-তদুর্ধ্ব বছর বয়সী সকল বাংলাদেশী নাগরিক অংশগ্রহণ করতে পারবে
- – গ্রুপ কঃ ৮-১২ বছর
- – গ্রুপ খঃ ১৩-১৮ বছর
- – গ্রুপ গঃ ১৯-তদুর্ধ্ব বছর
অনলাইন কুইজ প্রতিযোগিতার সময়
উল্লেখিত তারিখে সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে যে কোনো সময় কুইজ শুরু করা যাবে। কুইজ শুরু করার পর একজন প্রতিযোগী পরবর্তী ২১ মিনিট সময় পাবে।
- – গ্রুপ কঃ ২৯ নভেম্বর
- – গ্রুপ খঃ ০১ ডিসেম্বর
- – গ্রুপ গঃ ০২ ডিসেম্বর
ডিজিটাল বাংলাদেশ কুইজ প্রতিযোগিতার প্রশ্ন
ডিজিটাল বাংলাদেশ কুইজ প্রতিযোগিতার প্রশ্ন যে সব বিষয়ের উপর হবে তা এখন বলে দিচ্ছি আমি ।
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ, মুজিববর্ষ
- মুক্তিযুদ্ধ, স্বাধীনতার সূবর্ণজয়ন্তী,নির্বাচনী ইশতেহার, ভিশন ২০২১, ২০৪১ এবং ডেল্টা প্ল্যান ২১০০
- ডিজিটাল বাংলাদেশ দিবস, ডিজিটাল বাংলাদেশ রূপকল্প, ডিজিটাল বাংলাদেশের চার স্তম্ভ, সকল ই-সেবা
- বাংলাদেশের অর্জনসহ প্রভৃতি বিষয় থেকে প্রশ্ন নির্ধারণ করা হবে।
এসকল বিষয়ের উপর ধারনা থাকলেই এর মধ্যে থেকেই প্রশ্ন হবে ।
ডিজিটাল বাংলাদেশ কুইজ প্রতিযোগিতার নিয়মাবলী
- একজন প্রতিযোগী একবারই অংশগ্রহণ করতে পারবেন।
- প্রত্যেকের জন্য বরাদ্দকৃত সময় ২১ মিনিট।
- সকল প্রশ্নের মান সমান (১ নম্বর)।
- সকল প্রশ্নের উত্তরের জন্য চারটি বিকল্প থেকে একটি সঠিক উত্তর বাছাই করতে হবে (এমসিকিউ)।
- কম সময়ে সর্বোচ্চ সংখ্যক সঠিক উত্তরদাতা থেকে বিজয়ী নির্বাচন করা হবে।
- চূড়ান্ত বিজয়ীদের ক্ষেত্রে বয়স যাচাই সাপেক্ষে পুরস্কার প্রদান করা হবে।ভুল/মিথ্যা তথ্য দিয়ে অংশগ্রহণ করলে তাকে প্রতিযোগিতা থেকে বাতিল বলে গণ্য করা হবে।
- প্রতিযোগিতা বাস্তবায়নের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তি ও পরিবারবর্গ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।
ডিজিটাল বাংলাদেশ কুইজ প্রতিযোগিতার ফলাফল ও পুরুষ্কার
তিনটি গ্রুপের (ক, খ, গ) প্রত্যেকটিতে ৭জন করে সর্বমোট ২১জনকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হবে।
- ১ম পুরস্কারঃ ল্যাপটপ কোর আই ৭, ১০ জেনারেশন
- ২য় পুরস্কারঃ ল্যাপটপ কোর আই ৭, ৮ জেনারেশন
- ৩য় পুরস্কারঃ ল্যাপটপ কোর আই ৫, ১০ জেনারেশন
- ৪র্থ পুরস্কারঃ ল্যাপটপ কোর আই ৩, ১০ জেনারেশন
- ৫ম-৭ম পুরস্কারঃ স্মার্ট ফোন
ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে কুইজ প্রতিযোগীতা নিয়ে কিছু কমন প্রশ্ন উত্তর
ডিজিটাল বাংলাদেশ দিবস অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২২ এ অংশগ্রহণের জন্য লগইন করতে হবে কি?
উত্তরঃ হ্যাঁ। আপনি যে গ্রুপে নিবন্ধন করেছেন, যেমন:
গ্রুপ ক: ২৯ নভেম্বর, গ্রুপ খ: ০১ ডিসেম্বর ২০২২, এবং গ্রুপ গ: ০২ ডিসেম্বর ২০২২, সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে যে কোনো ২১ মিনিট সময়ের জন্য লগইন করে কুইজে অংশগ্রহণ করতে হবে।
ডিজিটাল বাংলাদেশ দিবস অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২২ এ অংশগ্রহণ করতে হলে প্রোফাইল সম্পাদন (আপডেট) করতে হবে?
উত্তরঃ হ্যাঁ। কুইজে অংশগ্রহণ করতে হলে আবশ্যিকভাবে কুইজ শুরু হওয়ার পূর্বে আপনাকে প্রোফাইল সম্পাদন করতে হবে। অন্যথায় কুইজে অংশগ্রহণ করতে পারবেন না।
ডিজিটাল বাংলাদেশ দিবস অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২২ কিভাবে শুরু করতে হবে?
উত্তরঃ লগইন করার পর ‘কুইজ শুরু করুন’ বাটনে ক্লিক করে কুইজ শুরু করতে পারবেন।
ডিজিটাল বাংলাদেশ দিবস অনলাইন কুইজ কিভাবে শেষ করবো?
উত্তরঃ কুইজ-এর জন্য নির্ধারিত সময় অতিবাহিত হলে স্বয়ংক্রিয়ভাবে কুইজ শেষ হবে অথবা আপনি চাইলে ‘সাবমিট করুন’ বাটনে ক্লিক করে শেষ করতে পারবেন।
ডিজিটাল বাংলাদেশ দিবস অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২২ এ পুনরায় অংশগ্রহণ করতে পারবো কিনা?
উত্তরঃ না। আপনি একবার কুইজে অংশগ্রহণ করার পর পুনরায় অংশগ্রহণ করতে পারবেন না।
কুইজে অংশগ্রহণের পূর্বে করণীয় বিষয় কী?
উত্তরঃ ক। ইন্টারনেট সংযোগ এবং ডিভাইস (মোবাইল/ল্যাপটপ/কম্পিউটার/ট্যাব) সঠিকভাবে কাজ করছে কিনা চেক করে নিন। প্রয়োজনে বিকল্প ডিভাইস ও ইন্টারনেট সংযোগ এর ব্যবস্থা রাখুন।
খ। কুইজ প্ল্যাটফর্মে (https://quiz.digitalbangladesh.gov.bd) সঠিকভাবে লগইন করতে পারছেন কিনা যাচাই করে নিন।
গ। প্রোফাইল আপডেট সম্পন্ন করেছেন কিনা নিশ্চিত হয়ে নিন।
কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের নিমিত্ত ‘কুইজ শুরু করুন’ কখন দেখা যাবে?
উত্তরঃ কুইজ প্রতিযোগিতা যখন শুরু হবে অর্থাৎ গ্রুপ ক: ২৯ নভেম্বর, গ্রুপ খ: ০১ ডিসেম্বর ২০২২, এবং গ্রুপ গ: ০২ ডিসেম্বর ২০২২, সন্ধ্যা ০৭:০০টায় লগইন করার পর দেখা যাবে।
পড়ুন – ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে বক্তব্য
সার্টিফিকেট কিভাবে পাওয়া যাবে?
উত্তরঃ কুইজ সম্পন্ন হবার পর নির্ধারিত সময়ে নিজ নিজ প্রোফাইল থেকে সার্টিফিকেট ডাউনলোড করা যাবে। শুধুমাত্র যারা কুইজে অংশগ্রহণ করবে তারাই সার্টিফিকেট পাবেন।
ডিজিটাল বাংলাদেশ দিবস কুইজ প্রতিযোগিতায় কয়টি প্রশ্ন থাকবে?
উত্তরঃ সকল গ্রুপে ১০০টি করে প্রশ্ন থাকবে।
কুইজ শুরু করার পর সময় গণনা কিভাবে শুরু হবে?
উত্তরঃ ‘কুইজ শুরু করুন’ বাটনে ক্লিক করা মাত্রই সময় গণনা শুরু হয়ে যাবে।
সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে যেকোনো সময় কি কুইজে প্রবেশ করা যাবে?
উত্তরঃ হ্যাঁ। সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে যেকোন সময় কুইজে অংশ নেওয়া যাবে।
কুইজের রেজাল্ট কোথায় পাওয়া যাবে?
উত্তরঃ ১২ ডিসেম্বর ২০২২, ডিজিটাল বাংলাদেশ দিবস-এ বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবং পরবর্তীতে digitalbangldesh.gov.bd, ICT Division এবং DoICT এর ওয়েবসাইট ও ফেসবুক পেইজে শেয়ার করা হবে।
কুইজে একই পরিবারের একাধিক ব্যক্তি অংশ নিতে পারবে?
উত্তরঃ নিবন্ধনের প্রেক্ষিতে সকলেই কুইজে অংশ নিতে পারবে।
কুইজে কোন নেগেটিভ মার্ক রয়েছে কিনা?
উত্তরঃ না।
পরীক্ষার লিংক কি সকল গ্রুপের জন্য একই নাকি ভিন্ন ভিন্ন?
উত্তরঃ একই।
নিবন্ধনের সময় তথ্য ভুল থাকলে সংশোধনের প্রক্রিয়া কী?
গ্রুপ, নিবন্ধনে ব্যবহৃত নাম, মোবাইল নাম্বার ও জন্ম তারিখ সংশোধন করা যাবে না। বাকি সকল তথ্য প্রোফাইলে লগ ইন করে পরিবর্তন করা যাবে।
লগইন পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় কী?
উত্তরঃ পাসওয়ার্ড ভুলে গেছেন? লগইন পেইজে ‘পুনরুদ্ধার করুন’ বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে পাসওয়ার্ড পুনরুদ্ধার করা যাবে।
কুইজের জন্য কোন অ্যান্ড্রয়েড অ্যাপস আছে কী?
উত্তরঃ হ্যাঁ, আছে। যদি আপনি ওয়েবসাইট দিয়ে অ্যাক্সেস করতে সমস্যা হয়, তাহলে ওয়েবসাইটের নিচের দিকে অ্যান্ড্রয়েড অ্যাপস টি ডাউনলোড করে ইনস্টল করে নিন।
শেষকথাঃ
ডিজিটাল বাংলাদেশ কুইজ প্রতিযোগিতার প্রশ্ন , রেজিষ্ট্রেশন ,ফলাফল সহ বিস্তারিত নিয়ম নিয়ে অনেক কথা বললাম । আশা করি আপনাদের ভালো লেগেছে । আজকের মত এখানেই শেষ করছি । ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ ।