দাখিল রেজাল্ট দেখার নিয়ম ২০২২
আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ । কেমন আছেনি প্রিয় মাদ্রসা শিক্ষার্থী বন্ধুরা । আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন । তবে ভালা থাকলেও একটু বোধ হয় টেনশনে আছেন দাখিল রেজাল্ট নিয়ে । কি হয় না হয় । যাইহোক আমি ধরে নিচ্ছি আপনি দাখিল রেজাল্ট রিলেটেড তথ্য জানতে আগ্রহী । আপনার মনে নানা বিধি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যেমনম দাখিল পরিক্ষার রেজাল্ট ২০২২ কবে দিবে ? আলিম রেজাল্ট কিভাবে দেখবো । এসএমএস এর মাধ্যমে দাখিল পরিক্ষার রেজাল্ট দেখার নিয়ম কি ? মার্কশীট সহ দাখিল রেজাল্ট বের করার নিয়ম সহ দাখিল রেজাল্ট রিলেটেড আরো যত প্রশ্ন আছে ।
হ্যা বন্ধুরা আপনার সব প্রশ্নের উত্তর আমার কাছে আছে । আমি আজকে জানাবো কিভাবে আপনি দাখিল রেজাল্ট দেখতে পারবেন ঘরে বসে । তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের আলোচনা দাখিল রেজাল্ট দেখার নিয়ম ।
সূচিপত্র
দাখিল রেজাল্ট দেখার নিয়ম
দাখিল রেজাল্ট দেখার নিয়ম একদম সহজ আপনি এই http://www.educationboardresults.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করুন । এবং আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজাল্ট সার্চ করুন । না বুঝলে এই পোষ্টটি পুরোটা পড়ুন ।
দাখিল রেজাল্ট ২০২২ কবে দিবে ?
কিছুদনি আগে সমাপ্ত দাখিল পরিক্ষার রেজাল্ট অতি শিগ্রই প্রকাশিত হবে । তবে কবে নাগাদ প্রকাশিত হবে এ বিষয়ে বোর্ড কতৃপক্ষ এখনো কিছু জানায় নি । সাধারণত পরিক্ষা শেষ হবার ৬০ দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করা নিয়ম । সে হিসবে বলতে পারি দাখিল পরিক্ষার রেজাল্ট আগামী মাসের ১ম সপ্তাহে দেবে ইনশাআল্লাহ ।
দাখিল রেজাল্ট ২০২২ কিভাবে দেখবোঃ
অনেকেই প্রশ্ন করেন ভাই দাখিল পরিক্ষার রেজাল্ট কিভাবে দেখবো । আমি সেই ভাইদের বলতে চাই আপনি দাখিল পরিক্ষার রেজাল্ট দুইভাবে দেখতে পারেন
১। অনলাইনের মাধ্যমে
২ অফলাইনের মাধ্যমে
অনলাইনে দাখিল পরিক্ষার রেজাল্ট দেখার নিয়মঃ
অনলাইনের মাধ্যমে দাখিল রেজাল্ট আবার আপনি দুটি ওয়েব সাইটের মাধ্যমে দেখতে পারবেন । একটিতে আপনি রোল নং রেজিষ্টশেন নাম্বার দিয়ে দেখেতে হয় । আরেকটি ওয়েব সাইটে শুধু মাত্র রেজিষ্টশেন নাম্বার দিয়ে রেজাল্ট দেখা যায় ।
এস এস সি রেজাল্ট ২০২২ কবে দিবে জানতে ক্লিক করুন
তো আমরা প্রথম ওয়েব সাইট দিয়েই রেজাল্ট দেখার ট্রাই করি দেখি ।
দাখিল পরিক্ষার রেজাল্ট দেখতে এই লিংকে প্রবেশ করুন । প্রবেশ করার পর নিচের চিত্রের মত আসবে ।
এরকম একটি চিত্র আসার পর আপনি
Examination: এর ঘরে SSC/ALIM সিলেক্ট করুন
Year: এর স্থানে ২০২২ সিলেক্ট করুন ।
Board: মাদ্রাসা সিলেক্ট করুন
Roll : আপনার রোল নং দিন
Reg: No: আপনার রেজিষ্টেশন দিন
7 + 5 = দুটি সংখ্যার যোগফল লিখুন । না বুঝলে নিচের চিত্র ফলো করুন ।
সকল তথ্য সঠিকভাবে ফিলাপ করার পর সাবমিটে ক্লিক করুন ।
এবার আপনার রেজাল্ট দেখুন ।
অনলাইনের মাধ্যমে রেজাল্ট দেখার ১ পদ্ধতি শেষ হলো এবার চলুন অন্য ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখে আসি ।
[box type=”shadow” align=”aligncenter” class=”” width=””]আলিম রেজাল্ট দেখার নিয়ম[/box]
শুধু রোল নাম্বার দিয়ে দাখিল রেজাল্ট দেখার নিয়ম ২০২২
শুধু মাত্র রোল নং দিয়ে দাখিল পরিক্ষার রেজাল্ট দেখতে চাইলে আপনাকে প্রথমে eboardresults.com এই ওয়েব সাইটে প্রবেশ করতে হবে । প্রবেশ করলে নিচের চিত্রের মত আসবে
এবার আপনি প্রয়োজনীয় তথ্য দিয়ে ফিল্ড গুলি পুরন করুন ।
সব কিছু ঠিকঠাক পুরন হলে Get Result ক্লিক করুন । ব্যাস পেয়ে যান আপনার কাঙ্খিত রেজাল্ট ।
মোটামুটি এই ছিল অনলাইনের মাধ্যমে দাখিল রেজাল্ট দেখার নিয়ম ।
এখন আমরা জানবো অফলাইন মানে ইন্টারনেট ছাড়া শুধুমাত্র মোবাইলের মাধ্যমে এসএমএস করে আলিম রেজাল্ট দেখবো ।
এস এম এস এর মাধ্যমে দাখিল রেজাল্ট দেখার নিয়ম ২০২২
এস এম এস এর মাধ্যমেও খুব সহজে ঘরে বসে দাখিল রেজাল্ট দেখতে পারবেন । এর জন্য আপনাকে মোবাইলের মেসেজ অপশেন গিয়ে টাইপ করতে হবে । পরিক্ষার নাম স্পেস বোর্ডের নাম স্পেস আপনার রোল স্পেস পরিক্ষার সাল এবং পাঠিয়ে দিবে হবে ১৬২২২ নাম্বারে ।
এস এম এর নমুনা
ALIM MAD 153576 2021
মাদ্রাসা ভিত্তিক রেজাল্ট দেখার নিয়ম
আপনি চাইলে পুরো মাদ্রাসা সকল ছাত্র/ছাত্রীদের রেজাল্ট এক সাথে ডাউনলোড করে দেখতে পারবেন । তার জন্য প্রথমে আপনাকে eboardresults.com এই ওয়েব সাইটে প্রবেশ করতে হবে । প্রবেশ করলে নিচের চিত্রের মত আসবে
এবার সব তথ্য ফিলাপ করার পর Result Type: institution Result সিলেক্ট করুন । এবং মাদ্রাসার Ein দিয়ে গেট রেজাল্ট এ ক্লিক করুন । আশা করি পেয়ে গেছেন আপনার রেজাল্ট । এভাবে আপনি একটি কেন্দ্র ভিত্তিক রেজাল্ট জেলা ভিত্তিক রেজাল্ট দেখতে পরবেন খুব সহজেই ।
শেষকথাঃ
আলিম রেজাল্ট দেখার নিয়ম নিয়ে আনেক কথা হলো । আশা করি আপনাদের ভালো লেগেছে । রেজাল্ট দেখতে যদি কোন সমস্যা হয় তবে আমাদের কে কমেন্ট এর মাধ্যমে জানাতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদের সমস্যা সমাধান করার ইনশাআল্লাহ । আজকের মত এখানেই শেষ করছি ।সামনে আবার দেখা হবে ভিন্ন কোন টপিকে ততক্ষন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ইডু টিউন বিডির সাথেই থাকুন ।