নৌবাহিনী তে চাকরী এর জন্য আবেদন ২০২২

হ্যালো প্রিয় ভিজিটর গণ, আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের কে আমাদের এই সাইটে আমার পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি এই বিষয় টি নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করে দেওয়া যাক।

 

আপনি যদি নৌবাহিনীতে যোগদান করতে চান কিংবা এটিই যদি আপনার স্বপ্ন হয় তাহলে আপনার কাছে সুবর্ণ একটি সুযোগ এটি। ২০২২ সালে বি-২০২২ এ নৌবাহিনী তে একাধিক প্রার্থী নিয়োগ নেওয়া হবে। এবার শুধু পুরুষ ক্যান্ডিডেট দেরই এই নিয়োগ সুযোগ দেওয়া হবে। নিচে এই চাকরি নিয়ে বিস্তারিত বলা হলো।

 

নৌবাহিনী তে নিয়োগ বিজ্ঞপ্তি

চাকরি দাতা প্রতিষ্ঠানঃ বাংলাদেশ নৌবাহিনী।

পদের নাম : নাবিক ও এমওডিসি (নৌ)।

শাখা : ডিই/ইউসি, মেডিকেল, পেট্রোলম্যান, রাইটার, স্টোর ও এমওডিসি (নৌ), কুক ও স্টুয়ার্ড, টোপাস

বয়স : ১৭-২২ বছর

আবেদনের তারিখঃ ১৭-২-২০২২ থেকে ৭-৩-২০২২

আবেদনের লিংকঃ https://joinnavy.navy.mil.bd

চাকরির নিয়োগ এর জন্য যোগ্যতা

এই নৌবাহিনী তে নাবিক পদে চাকরি এর জন্য আপনার কিছু যোগ্যতা থাকার প্রয়োজন নিম্নে সেগুলো বলা হলোঃ

১. ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল) শাখা : এসএসসি/সমমান, বিজ্ঞান বিভাগে ৩.৫০ (ন্যূনতম)। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিত থাকলে এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইন্সস্টিটিউট থেকে এ-গ্রেড থাকলে অগ্রাধিকার দেয়া হবে।

নৌবাহিনী তে চাকরী এর জন্য আবেদন ২০২২
নৌবাহিনী তে চাকরী এর জন্য আবেদন ২০২২

২. মেডিকেল শাখা : জীববিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান)/ সমমান – জিপিএ ৩.৫ (ন্যূনতম)।

৩. পেট্রোলম্যান, রাইটার, স্টোর ও এমওডিসি (নৌ) : এসএসসি/সমমান জিপিএ-৩.০ (ন্যূনতম)।

আরো পড়ুনঃ চিঠি লেখার নিয়ম

৪. কুক ও স্টুয়ার্ড শাখা : এসএসসি/সমমান জিপিএ ২.৫ (ন্যূনতম)।

৫. টোপাস : ৮ম শ্রেণি পাস।

See also  বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ৮ টি পদে ৭৮ জন কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

 

শারীরিক যোগ্যতা

১. সিম্যান (পুরুষ) এর ক্ষেত্রে উচ্চতা ৫-৬ ইঞ্চি, বুকের মাপ (৩০-৩২) ইঞ্চি

২. পেট্রোলম্যান এর ক্ষেত্রে উচ্চতা ৫-৮ ইঞ্চি, বুকের মাপ (৩০-৩২) ইঞ্চি ৩। অন্যান্য শাখার ক্ষেত্রে (কমিউনিকেশন ও টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও টোপাস উচ্চতা ৫-৪ ইঞ্চি, বুকের মাপ(৩০-৩২) ইঞ্চি (পুরুষ) ও উচ্চতা ৫-২ ইঞ্চি, বুকের মাপ(২৮-৩০)ইঞ্চি (মহিলা) ৪। এমওডিসি (নৌ) (পুরুষ) উচ্চতা ৫-৬ ইঞ্চি ।

 

বয়স ও অন্যান্য যোগ্যতা

১. বয়সসীমা ১৭-২২ বছর।

২ সাঁতার জানা বাধ্যতামূলক৷

৩. অবিবাহিত হতে হবে। (তবে তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়) ।

 

বেতন ও অন্যান্য সুবিধা

সশস্ত্র বাহিনীর বেতন অনুযায়ী বেতনক্রম অনুযায়ী মাসিক বেতন ও অন্যান্য ভাতা এবং সরকারি অন্যান্য সুবিধা প্রদান করা হবে নিয়োগপ্রাপ্তদের।

 

আবেদন এর প্রক্রিয়া

বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট https://joinnavy.navy.mil.bd এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ৭ মার্চ ২০১২।

 

তো ভিজিটর গণ আশা করি পোস্ট টি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করতে থাকুন আমাদের এই সাইট টি। আবার দেখা হবে পরবর্তী কোনো পোস্ট এ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেয।

Leave a Comment