হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের কে আমাদের এই সাইটে আমার পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার এই বিষয় টি নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করে দেওয়া যাক।
ফ্রি ফায়ার! হ্যা বন্ধুরা ফ্রি ফায়ার গেম সম্পর্কে জানে না এমন কেউ এই বাংলাদেশ তো বাদই দিলাম পুরো পৃথিবীতে এমন কেউ নেই বোধ হয়। ফ্রি ফায়ার একটি রয়েল ব্যাটেল অনলাইন গেম। ফ্রি ফায়ার সম্পর্কে আপনাদের আর কী জানাবো। আপনারা মনে হয় আমার থেকে বেশিই জানেন এই সম্পর্কে।
সূচিপত্র
ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার কি
যাই হোক আজকের টপিক ফ্রি ফায়ার নয় বরং ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার এই টপিক টি নিয়ে। জ্বী ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার নিয়েই আজকের এই পোস্ট। আপনারা হয়ত অনেকেই ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার সম্পর্কে জানেন। এই বছরের মার্চের শুরুর দিক দিয়ে এটির আগমন ঘটে।
তো যাই হোক ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার নামে ফ্রি ফায়ার একটি সার্ভার লঞ্চ করে। আর এই সার্ভার এ অগ্রিম কিছু গেমারকে সুগোগ করে দিয়েছে। এই সার্ভার পেতে হলে আপনাকে ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার এ রেজিষ্ট্রেশন করতে হবে। তো কীভাবে করবেন এটি এই বিষয় নিয়েই আজকের এই পোস্ট টি।
free fire advance server
ফ্রি ফায়ার প্রথমেই কিছু গেমারদেক কে অগ্রিম অনুমতি দিয়েছে। আসলে কিছু সংখ্যক প্লেয়ার যারা ফ্রি ফায়ার লাইভ স্ট্রিমিং করে কিংবা ফ্রি ফায়ার গেম এর সাথে বেশ ভালো ভাবে জড়িয়ে আছে তাদেরকেই মূলত ফ্রি ফায়ার এই সুযোগ করে দিয়েছে।
এর কারণ হলো ফ্রি ফায়ার টিম উক্ত সার্ভার কে ভালোভাবে পর্যবেক্ষণ করছে। কেননা তারা চাইছে একটি ক্লিন সার্ভার সবার জন্য উপহার দিতে। এর জন্য কয়েকজন কে দিয়ে এই জিনিসটি পরিক্ষা করে নিচ্ছে ফ্রি ফায়ার টিম।
ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার 2022
আমরা কিন্তু উপরে ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার এর সম্পর্কে অনেকটাই জেনে গেছি। কিন্তু সেখানে কিভাবে লগ ইন করতে হয় সে সম্পর্কে পুরো পুরি জানি না।
তো চলুন এবার আমরা দেখে নেই কিভাবে ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার এ কিভাবে রেজিষ্ট্রেশন করতে হবে এবং এক্টিভেশন কোড পাবেন সেটা সম্পর্কে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার ডাউনলোড
ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার এ রেজিষ্ট্রেশন করতে হলে আপনাকে অ্যাডভান্স সার্ভার এর একটি এপ ডাউনলোড করতে হবে। এই এপ টি আপনারা নিচের লিংক থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
Free Fire Advance Server |
---|
|
ডাউনলোড করার পর অবশ্যই এই এপ টি আপনারা মোবাইল এ ইন্সটল করে নিবেন। আর ইন্সটল এর সময় কোনো পার্মিশন চাইলে এলাও করে দিবেন।
ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার আপডেট
CS-র্যাঙ্কড সিজন (ক্ল্যাশ স্কোয়াড) শেষ হওয়ার আগের দিন বা সেই দিনেই ফ্রি ফায়ার নতুন আপডেট প্রকাশ করবে। ব্যবহারকারীরা পরবর্তীতে OB37 ভার্সনে প্রকাশের তারিখও ভবিষ্যদ্বাণী করে ফেলেছে। এটি অনুমান করা হচ্ছিলো যে পরবর্তী ফ্রি ফায়ার আপডেট টি ১ই নভেম্বরে আসবে। কারণ CS-র্যাঙ্কড সিজনটি 16ই নভেম্বর, 2022-এ শেষ হবে৷
তবে এটা বলতেই হচ্ছে ভবিষ্যৎবাণী কিন্তু সঠিক হয়েছে। কেননা ১ই নভেম্বরেই ফ্রি ফায়ার এর এডভান্স সার্ভার এর আপডেট আসবে। এবং সকল প্লেয়াররাই এতে অংশ নিতে পারবেন আর সাথে কিছু রিওয়ার্ড ও পাবেন।
আরো পড়ুনঃ জ্বরের এন্টিবায়োটিক ট্যাবলেট এর নাম
ফ্রি ফায়ার প্রথমেই কিছু গেমারদেক কে অগ্রিম অনুমতি দিয়েছে। আসলে কিছু সংখ্যক প্লেয়ার যারা ফ্রি ফায়ার লাইভ স্ট্রিমিং করে কিংবা ফ্রি ফায়ার গেম এর সাথে বেশ ভালো ভাবে জড়িয়ে আছে তাদেরকেই মূলত ফ্রি ফায়ার এই সুযোগ করে দিয়েছে।
এর কারণ হলো ফ্রি ফায়ার টিম উক্ত সার্ভার কে ভালোভাবে পর্যবেক্ষণ করছে। কেননা তারা চাইছে একটি ক্লিন সার্ভার সবার জন্য উপহার দিতে। এর জন্য কয়েকজন কে দিয়ে এই জিনিসটি পরিক্ষা করে নিচ্ছে ফ্রি ফায়ার টিম।
ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার 2022
আমরা কিন্তু উপরে ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার এর সম্পর্কে অনেকটাই জেনে গেছি। কিন্তু সেখানে কিভাবে লগ ইন করতে হয় সে সম্পর্কে পুরো পুরি জানি না।
তো চলুন এবার আমরা দেখে নেই কিভাবে ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার এ কিভাবে রেজিষ্ট্রেশন করতে হবে এবং এক্টিভেশন কোড পাবেন সেটা সম্পর্কে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
ফ্রি ফায়ার প্রথমেই কিছু গেমারদেক কে অগ্রিম অনুমতি দিয়েছে। আসলে কিছু সংখ্যক প্লেয়ার যারা ফ্রি ফায়ার লাইভ স্ট্রিমিং করে কিংবা ফ্রি ফায়ার গেম এর সাথে বেশ ভালো ভাবে জড়িয়ে আছে তাদেরকেই মূলত ফ্রি ফায়ার এই সুযোগ করে দিয়েছে।
এর কারণ হলো ফ্রি ফায়ার টিম উক্ত সার্ভার কে ভালোভাবে পর্যবেক্ষণ করছে। কেননা তারা চাইছে একটি ক্লিন সার্ভার সবার জন্য উপহার দিতে। এর জন্য কয়েকজন কে দিয়ে এই জিনিসটি পরিক্ষা করে নিচ্ছে ফ্রি ফায়ার টিম।
ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার 2022
আমরা কিন্তু উপরে ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার এর সম্পর্কে অনেকটাই জেনে গেছি। কিন্তু সেখানে কিভাবে লগ ইন করতে হয় সে সম্পর্কে পুরো পুরি জানি না।
তো চলুন এবার আমরা দেখে নেই কিভাবে ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার এ কিভাবে রেজিষ্ট্রেশন করতে হবে এবং এক্টিভেশন কোড পাবেন সেটা সম্পর্কে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার রেজিষ্ট্রেশন
ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার এ রেজিষ্ট্রেশন করার জন্য আপনারা নিচের বলা স্টেপ গুলো আপনারা ফলো করুন।
১. প্রথমে ff-advance.ff.garena.com এই লিংক এ চলে যান আপনারা।
২. এরপর FF Advance এর ওয়েবসাইট খুলে যাবে আপনার ফোন এর স্ক্রিনে।
৩. এবার আপনি “Log In with Facebook” বোতামটি দেখতে পাবেন সেখানে ক্লিক করে দিন।
৪. এবার আপনেক সার্ভার চুজ করতে করবে। আপনারা যেকোনো “ইন্দোনেশিয়া সার্ভার” দিয়ে লগইন করুন। এই আপডেটটি প্রথমে ইন্দোনেশিয়া সার্ভারে আসবে তাই আমি রিকোমান্ড করবো ইন্দোনেশিয়ার সার্ভার দিয়েই আপনারা লগ ইন করুন।
৫. আর ভিপিএন এর জন্য যেকোনো ভিপিএন প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইন্দোনেশিয়ার সার্ভার চুজ করে নিবেন।
৬. এরপর আপনাকে আপনার সকল তথ্য, মানে নাম, ইমেইল, মোবাইল নাম্বার দিতে বলবে। সেগুলো দিয়ে “Join Now” বাটনে ক্লিক করে দিবেন।
Free fire advance server list
নিচে কিছু ফ্রি ফায়ার এন্ডভান্স সার্ভার এর লিস্ট দেওয়া হলোঃ-
• Europe server
• Indonesia Server
• Brazil server
• Indian Server
• Russia Server
• Taiwan Server
• Bangladesh server
• Vietnam server
• Mexico Sever
• Thailand server
• Malaysia server
• Middle East Server
• Pakistan server
ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার কোড
ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার এক্টিভ করার জন্য আপনার একটি এক্টিভেশন কোড এর দরকার হবে। এটা কোথায় পাবেন? আরেহ চিন্তা কইরেন নাহ। আমার এই পোস্ট এই আপনারা সেগুলো পেয়ে যাবেন। নিচে আমি কয়েকটি ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার এক্টিভেশন কোড দিয়ে দিচ্ছি।
CODE 1: MGYPMWO59O3OCEQB (New)
CODE 2: 2UT140DL1VBGLNSQ (New)
CODE 3: XEZEYO05JJGOVZ9Z (New)
CODE 4: JS15VZSSCTZPZPPN (New)
CODE 5: 01C5BU16HWO8Z1OD
CODE 6: 2OTIQSI7RWR2QUHU
CODE 7: XHVES9EF99BNZEYO
CODE 8: 2W7E3H47J07TPYIP
CODE 9: 8ILYQGDQDZNJZK7J
CODE 10: MGGTOWK0VLNQNS5T
CODE 11: DLQIRRFYEIE5PGHO
এই কোড গুলো ব্যবহার করে আপনারা ফ্রি ফায়ার এর এডভান্স সার্ভার এ লগ ইন করে রিওয়ার্ড পেতে পারেন। তবে এগুলো কিভাবে রিডিম করবেন? এগুলো রিডিম করার জন্য উপর থেকে যে এপ ডাউনলোড করলেন সেটায় ঢুকুন যদি লগ ইন করতে বলে তবে উপরের আইডি দিয়ে লগ ইন করে এই কোড গুলো ব্যবহার করুন।
এই কোড গুলো ব্যবহার করে আপনারা ফ্রি ফায়ার এর এডভান্স সার্ভার এ লগ ইন করে রিওয়ার্ড পেতে পারেন। তবে এগুলো কিভাবে রিডিম করবেন? এগুলো রিডিম করার জন্য উপর থেকে যে এপ ডাউনলোড করলেন সেটায় ঢুকুন যদি লগ ইন করতে বলে তবে উপরের আইডি দিয়ে লগ ইন করে এই কোড গুলো ব্যবহার করুন।
এখান থেকে আপনারা যে কোনো কোড ব্যবহারে ১০০০ থেকে ৩০০০ টি ডায়মন্ড পাবেন। আর কোড একবারই ব্যবহার করতে পারবেন।
তো এভাবেই কিন্তু আপনারা ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার এর ফ্রি তে রেজিষ্ট্রেশন করতে পারবেন। আবার এর পাশাপাশি কোড এর সাহায্য রিওয়ার্ড ও পেতে পারেন।
তো এভাবেই কিন্তু আপনারা ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার এর ফ্রি তে রেজিষ্ট্রেশন করতে পারবেন।
তো ভিউয়ার্স আশা করছি এই পোস্ট টি আপনাদের কাছে অনেক টা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের। আর এরকম সব পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করতে থাকুন আমাদের এই ওয়েব সাইট টি। আবার দেখা হবে পরবর্তী কোনো পোস্ট এ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেয।