ফ্রি ব্লগিং কোর্স করে ঘরে বসে আয় করুন লাখ টাকা
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ । কেমন আছেন প্রিয় বন্ধুরা । আশা করি ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ।
আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি । অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে । সেটি হলো ব্লগিং কোর্স । প্রতিদিন অনলাইনে অফলাইনে অনেকেই আমাকে বলেন ভাই আপনার কাছে ব্লগিং কোর্স করতে চাই । কিন্তু আমার সময়ের অভাবে কাওকে সেভাবে কোর্স করানো হয় না ।
ইদানিং লক্ষ্য করেছি এই ব্লগিং শেখার আগ্রহ নিয়ে অনেকেই গুগলে সার্চ করে blogging course, ব্লগিং শিখতে চাই , ব্লগিং কিভাবে শিখবো ? ব্লগিং শিখে কিভাবে আয় করা যায়। এরকম ব্লগিং শিখতে আগ্রহ প্রকাশ করে অনেকেই ভালো মেন্টর খুজতেছেন ।
[box type=”info” align=”aligncenter” class=”” width=””]অনলাইনে ইনকাম করার সঠিক গাইড লাইন পড়ুন[/box]
তো সবার কথা চিন্তা করে আমি সিধান্ত নিয়েছি । ফ্রিতে আপনাদের কে আমি এই সাইটের মাধ্যমে লিখে এবং প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে স্ক্রিনশর্ট দিয়ে একটি ব্লগিং কোর্স চালু করবো । এবং সবচেয়ে মজার বিষয় হলো এই সম্পূর্ন কোর্সটি হবে একদম ফ্রি । একদম ফ্রিতে আপনি বাংলা ভাষায় ব্লগিং শিখে আয় করতে পারবেন ।
এছাড়াও আপনি একদম ফ্রিতে সরাসরি আমার সাপোর্ট পাবেন । তবে সাপোর্ট পেতে হলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আপনার সমস্যার কথা জানাতে হবে । আমি আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ।
সূচিপত্র
Free Blogging Course ফ্রি ব্লগিং কোর্স মডিউল
কোর্স নিয়ে অনেক কথাই বললাম । এবার আসি ব্লগিং কোর্সে কি কি শেখানো হবে । আপনারা আমার এই ফ্রি ব্লগিং থেকে কি কি শিখতে পারবেন সেটাই এখন জানাবো ।
[box type=”success” align=”aligncenter” class=”” width=””]ব্লগিং শিখতে হলে ধৈর্য্য থাকা খুবই জরুরী [/box]
আমাদের এই ব্লগিং কোর্সে আপনি ব্লগিং কি ? ব্লগিং কিভাবে করতে হয় ? ব্লগিং থেকে ইনকাম করা পর্যন্ত যত কিছু শেখা দরকার সবই শিখিয়ে দেবার চেষ্টা করবো ইনশাআল্লাহ ।
[box type=”success” align=”aligncenter” class=”” width=””]ব্লগিং থেকে অল্প সময়ে ভালো পরিমান ইনকাম করতে এবং পরিপূর্ণভাবে ব্লগিং শিখতে আপনাকে তিনটি বিষয়ে খুবই অভিজ্ঞ হতে হবে ।[/box]
১। আপনাকে ভালোভাবে এসইও ( SEO ) জানতে হবে ।
২। কন্টেন্ট রাইটিং জানতে হবে ।
৩। ওয়েবসাইট বেসিক কাস্টমাইজেশন জানতে হবে ।
যেহেতু আমি কথা দিয়েছি আপনাদের পরিপূর্ণভাবে ব্লগিং শেখাবো এবং ইনকাম পর্যন্ত নিয়ে যাব। তাই আমি আমাদের এই ফ্রি ব্লগিং কোর্স মডিউলে এই তিনটি পার্ট নিয়েই বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ ।
ফ্রি ব্লগিং কোর্স মডিউল
১। ব্লগিং কি ? ব্লগিং কিভাবে শুরু করা যায় ?
২। ব্লগিং এর সুবিধা অসুবিধা ।
৩ । ব্লগিং করে কত টাকা আয় করা যায় ?
৪। ব্লগিং এর জন্য নিশ সিলেকশন
৫। ডোমেইন হোস্টিং ক্রয় । ডোমেইন হোস্টিং কেনার আগে যে বিষয়গুলি চেক করা দরকার দরকার
৬ । ডোমেইন হোস্টিং কানেক্ট করা
৭ । ওয়ার্ডপ্রেস ইন্সটল করা
৮ । ওয়ার্ডপ্রেস বেসিক পরিচিতি
৯ । গুগল এডসেন্স ফ্রেন্ডলি ফ্রি থিম ইন্সটল
১০ । ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন
১১। কিওয়ার্ড রিসার্চ A To Z
১২ । কম্পিটিটর রিসার্চ A To Z
১৩। কন্টেন্ট রাইটিং করার নিয়ম
১৪ । কিভাবে কন্টেন্ট লিখলে দ্রুত গুগলের টপ পজিশনে যাবে
১৫। পোষ্টের হেডিং সাব হেডিং ব্যাবহারের নিয়ম
১৬ । ভয়েস টাইপিং করার নিয়ম । কম সময়ে কিভাবে ভয়েস দিয়ে কন্টেন্ট লিখবেন সেটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবার চেষ্টা করবো ইনশাআল্লাহ ।
১৭ । পোষ্ট ইন্ডেক্স কেন হয় না ?
১৮ । দ্রুত পোষ্ট ইন্ডেক্স করার সিস্টেম
১৯ । স্যোশাল শেয়ার কেন করবো ? স্যোশাল শেয়ার করার নিয়ম
২০ । গুগল নিউজ কি ? কিভাবে গুগল নিউজ দ্রুত এপ্রুভাল পাবেন
২১ । গুগল এডসেন্স এর জন্য সাইট রেডি করা
২২। গুগল এডসেন্স আবেদন করার সঠিক নিয়ম
২৩ । দ্রুত গুগল এডসেন্স পাওয়ার উপায়
২৪ । গুগল এডসেন্স রিজেক্ট করার কারন
২৫ । এডসেন্স রিজেক্ট করা সাইট কিভাবে এপ্রুভাল নিবেন
২৬ ।গুগল এডসেন্স থেকে ইনকাম বাড়ানোর উপায়
২৮ । গুগল সার্চকনসোল পরিচিতি ।
২৯। গুগল এনালিটিক্স পরিচিতি
ফ্রি ব্লগিং কোর্স করার জন্য শর্ত
আমাদের এই ব্লগিং কোর্স সবাই করতে পারবেন না । কাদের জন্য এই কোর্স আর কারা করতে পারবেন না তা নিচে বলা হলো
[box type=”error” align=”aligncenter” class=”” width=””]কারা এই কোর্স করতে পারবেন না ![/box]
- যারা একদম অলস
- যারা সহজেই হতাশ হয়ে যায়
- যারা কাজ শেখার আগেই ডলারের ধান্ধা করে
- যারা সব জায়গায় দুই নাম্বারি পথ খুঁজে বেড়ায়
[box type=”success” align=”aligncenter” class=”” width=””]কাদের জন্য এই কোর্স ?[/box]
- যারা ব্লগিং থেকে সত্যিই ভালো পরিমান আয় করতে চায়
- যারা পরিশ্রমী
- যারা সহজেই হাল ছাড়ে না
- যারা স্কিল ডেভেলপমেন্ট করতে আগ্রহী ।
প্রশ্নঃ ব্লগিং কোর্স করে ইনকাম করা যাবে কি ?
উত্তরঃ আপনি যদি আমার গাইডলাইন ফলো করে কাজ করেন তাহলে আমি বলবো আল্লাহ রিজিকে রাখলে আপনি অবশ্যই ব্লগিং থেকে ভালো পরিমান টাকা ইনকাম করতে পারবেন ।
প্রশ্নঃ ব্লগিং কোর্স করে ইনকাম করতে কতদিন লাগবে ?
উত্তরঃ আসলে এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া পসিবল না । আপনি যত দ্রুত কাজ শিখতে পারবেন ততো তাড়াতাড়ি ব্লগিং থেকে ইনকাম করতে পারবেন ।
[box type=”shadow” align=”aligncenter” class=”” width=””]দ্রুত গুগল এডসেন্স পাওয়ার কার্যকরি উপায়[/box]
প্রশ্নঃ ব্লগিং শুরু করতে কত টাকা খরচ হতে পারে ?
উত্তরঃ ব্লগিং শুরু করতে তেমন কোন টাকা পয়সা খরচ হয় না । শুধু ডোমেইন হোস্টিং কেনার যা টাকা তাই লাগবে
প্রশ্নঃ দৈনিক কত ঘন্টা সময় দিলে ব্লগিং করা যাবে ?
উত্তরঃ আপনি দৈনিক যদি ৩ ঘন্টা সময় দিতে পারেন তাহলেই আপনি স্বল্প পরিসরে ব্লগিং করে ভালো টাকা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ ।
ব্লগিং কোর্স করে কত টাকা আয় করতে পারবো ?
এই প্রশ্নের উত্তর একদম ডিফিকাল্ড । আপনি যত ভালো ব্লগ বানাতে পাড়বেন । যতি বেশী ভিজিটর আপনার ব্লগে আসবে ততো বেশী পরিমান ইনকাম করতে পারবেন ।
অসলে ব্লগিং এর ইনকাম অনেক কিছুর উপর নির্ভর করে । আপনার নিশ । আপনার টার্গেটেড দেশ । আপনার ভিজিটর এই সব কিছু মিলিয়েই আপনার ইনকাম টা আসে । কাজেই স্পেসিপিকভাবে বলা যায়না যে ঠিক কত টাকা আসবে । তবে ভালো মানের একটি ব্লগ থেকে অনাআসে মাসে ১ লাখ + টাকা ইনকাম করা যাবে ইনশাআল্লাহ ।
ব্লগিং কোর্স করে কোথাও ঠেকে গেল আমার সাপোর্ট কিভাবে পাবেন ?
আপনি আমাদের এই কোর্স প্রাক্টিস করতে গিয়ে কোথাও যদি আটকে যান বা কোন কিছু যদি না বুঝে থাকেন । তাহলে আপনি বিগিনার ব্লগার ফোরাম বিডিতে পোষ্ট করতে পারেন । অথবা আমার আমার তৈরী পাবলিক গ্রুপে আপনার সমস্যা লিখে পোষ্ট করতে পারেন । আমি চেষ্টা করবো সমস্যার সমাধান দেবার ।
ব্লগিং কোর্স ভিডিও
আসলে এইখানে আমার তৈরী একটি ভিডিও দেওয়া দরকার ছিল । কিন্তু নানা সিমাবদ্ধতার কারনে আমি আপাতত ভিডিও রেকোর্ড কারতে পারতেছিনা । তাই যাষ্ট ফরমেটিং রক্ষার জন্য এই ভিডিও দিলাম । যদি ভিডিও থেকে অনেক উপকৃত হবেন আপনারা ।
শেষকথাঃ
আজকে মুলত ব্লগিং কোর্স এ কি শেখাবো কি কি শেখাবো না । এসব নিয়ে কথা বললাম । বলা চলে হালকাভাবে ব্লগিং গাইড দিলাম । এর পরের পোষ্ট থেকে ব্লগিং কোর্স মডিউল অনুযায়ী ধারাবহিক আর্টিকেল প্রকাশিত হবে । ওহ আরেকটি কথা বলতে ভুলে গিয়েছিলাম সেটা হলো । কোর্স মডিউল পড়ে আপনারা মতামত জানাবেন এই মডিউলে আরো কি কি বিষয় এড করলে আপনাদের সুবিধা হয় । তাহলে আমি সেই সমস্থ বিষয় এড করবো ।
আমার জন্য দোয়া করবেন বেশী বেশী । আমি যেন আপনাদের কে ভালোভাবে শিখিয়ে আপনার ইনকামের পথে উঠিয়ে দিতে পারি। আজকের লেখা এখানেই শেষ করতে চাচ্ছি । ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করছি। আবারো ধন্যবাদ সবাই কে ।