ফ্লাটলক মেশিনের কাজ কি? ফ্লটলক সুইং মেশিন পরিচিতি

ফ্লাটলক মেশিন এর কাজ এবং পরিচিত

আসসালামু আলাইকুম প্রিয় ভিজিটর আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো পোশাক কারখানার একটি বহুল প্রচলিত মেশিন নিয়ে যার নাম ফ্লাটলক মেশিন।

ফ্লাটলক মেশিন পরিচিতঃ

 

যারা পোশাক কারখানায় কাজ করেন তারা সবাই ফ্লাটলক মেশিন চিনে থাকবেন। এটি একটি চেইন স্টিজ মেশিন।  মানে এই মেশিন দ্বারা চেইন শেলায় করা যায়। এই মেশিন বেশী ব্যাবহৃত হয় গেঞ্জির ফ্যাক্টরিতে ( নীট গার্মেন্টস).।

ফ্লাটলক মেশিন লুপার সিস্টেম মেশিন এবং এই মেশিন নিডেলের সাথে লুপার এভোডিং করে যার কারনে চেইন শেলায় হয়ে থাকে।

ফ্লাটলক মেশিনের কাজ কি? 

 

ফ্লাটলক মেশিন সাধারণত চেইন স্টিজ কাজে ব্যাবহার করা হয়।  যেমন টিশার্টের নেক টপসিনে, টি শার্টের স্লিপ হেমে, বডি হেমে ফ্লাটলক মেশিন বহুল ব্যাবহৃত হয়ে থাকে।

এছাড়াও এই মেশিন বিভিন্ন ধরনের টপসিন দিতে ব্যাবহৃত হয়ে থাকে।

ফ্লাটলক মেশিনের কাজ ভিডিও 

 

 

ফ্লাটলক মেশিনের কিছু যন্ত্রাংশের নামঃ

  • টপ কভার
  • ফেস কভার
  • সাইড কভার
  • হ্যন্ড পুলি
  • মেশিন পুলি
  • লুপার
  • লুপার এভোডিং ক্যাম
  • নিডেল বার
  • নিডেল বার ক্লাম
  • নিডেল বার কানেক্টিং
  • লুপার হোল্ডার
  • লুপার হোল্ডার শ্যাফট
  • পান
  • মেশিন থ্রেড গাইড
  • টেকআপ লিভার
  • টেকআপ লিভার পিন
  • ওয়েটক্যাম
  • নিডেল বার বুশ
  • নিডেল প্লেট
  • নিডেল প্লেট স্কু
  • মেইন ফিডডগ
  • ডিফারেন্সিয়াল ফিডডগ
  • ফিডডগ স্ক্রু
  • ফিডডগ ক্যাম
  • স্টিজ কাউন্টার
  • স্টিজ কাউন্টার লক নাট
  • নিডেল গার্ড
  • নিডেল গার্ড ক্যাম
  • টেনশন পুশ

এছাড়াও আরো অনেক যন্ত্রাংশ আছে ফ্লাটলক মেশিনে।

ফ্লাটলক মেশিন

ফ্লাটলক মেশিনে  কি নিডেল লাগে?

পোশাক কারখানার একেকে মেশিনে একেক ধরনের নিডেল লাগাতে হয়। একই নিডেল সব মেশিনে লাগানো যায় না।

See also  ওভারলক মেশিনের দাম

ফ্লাটলক মেশিনে Uy – 128 নিডেল লাগাতে হয়।

ফ্লাটলক মেশিনের কমন কিছু সমস্যাঃ

 

ফ্লাটলক মেশিনে বিভিন্ন সমস্যা দেখা যায় তার মধ্যে কমন কিছু সমস্যা হলো, সুতা কাটা, স্কিপ মারা, নিডেল ভাঙ্গা ইত্যাদী।

ফ্লাটলক মেশিনে সুতা কাটলে করনীয়ঃ

 

ফ্লাটলক মেশিনে সুতা কাটলে প্রথমে দেখবেন সুতাটি ভালো আছে কিনা। টেনশন পুশ থেকে ঠিকঠাক সুতা রিলিজ হচ্ছে কিনা।  এরপর দেখবেন নিডেল ঠিক আছে কিনা। নিডেল বাকা বা নিডেলের মাথা ঠিক আছে কিনা। নিডেল প্লেটে ঘষা খায় কিনা। টাইমিং ঠিক আছে কিনা।  যদি ঠিক না থাকে তবে ঠিক করে দিন।

এভাবে নিডেল ভাঙ্গা স্কিপ মারা এসব ঠিক করতে হলেও এই বিষয় গুলো চেক করতে হবে

পড়ুন – সুইং মেশিন পরিচিতি

শেষকথাঃ

 

ফ্লাটলক মেশিন সমন্ধে কিছু কথা বললাম। আশা করি বুঝতে পেরেছেন।  ফ্লাটলক মেশিন সমন্ধে আরো কনো কিছু জানার থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন।

Leave a Comment