বিকাশ থেকে রিচার্জ করার নিয়ম ২০২৩
হ্যালো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আপনাদের কে আমাদের এই সাইটে আমার পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে বিকাশ থেকে রিচার্জ করার নিয়ম ২০২৩ এই বিষয় টি নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করে দেওয়া যাক।
সূচিপত্র
বিকাশ থেকে রিচার্জ করার নিয়ম ২০২৩
বিকাশ এখন আমাদের সব থেকে প্রয়োজনীয় একটি মোবাইল ব্যাংকিং এপ হয়ে দাড়িয়েছে। এই এপ দিয়েই বেশিরভাগ মানুষেরা মোবাইলে টাকা লেন দেন করে থাকে। বিকাশ এর আরো একটি ফিচার হলো টাকা মোবাইল রিচার্জ করা।
তো যারা নতুন বিকাশ ইউজার তারা কিন্তু জানেন না কিভাবে বিকাশ থেকে রিচার্জ করতে হয়। তো আজকে আমরা বিকাশ থেকে রিচার্জ করার নিয়ম সম্পর্কে জানবো।
এপ দিয়ে বিকাশ থেকে রিচার্জ করার নিয়ম
বিকাশ এপ দিয়ে বিকাশ থেকে রিচার্জ করার নিয়ম অনেক সহজ এবং নির্ভরযোগ্য। এখানে নাম্বার ভুল হওয়ার সম্ভাবনাও অনেক কম। তো চলুন যেনে নেই কিভাবে বিকাশ এপ দিয়ে বিকাশ থেকে রিচার্জ করার নিয়ম।
১. প্রথমে বিকাশ এপ টি ডাউনলোড করে নিন। যদি বিকাশ এপ ডাউনলোড না করা থাকে তবে ইন্সটল করে নিন এবং রেজিস্ট্রেশন বা লগ ইন করে নিবেন। এখান থেকে বিকাশ এপ ইন্সটল করে নিন।
২. এবার বিকাশ এ প্রবেশের পরে দেখুন ৩য় তে মোবাইল রিচার্জ নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করে দিন।
৩. এরপর সেখানে মোবাইল নাম্বার দিতে বলবে সেটা দিয়ে দিবেন। যদি নাম্বার কন্টাকে থাকে তবে সেখান থেকে সিলেক্ট করতে পারবেন। এবং নাম্বার কোন অপারেটরের সেটা সিলেক্ট করবেন। সাথে নাম্বার টি প্রিপেইড না পোস্টপেইড সেটা সিলেক্ট করবেন।
৪. এরপর টাকার পরিমাণ দিয়ে দিবেন।
৫. এরপর পিন দিয়ে দিবেন, এবং কনফর্ম করে দিবেন। ব্যস আপনার বিকাশ থেকে রিচার্জ করা সম্পন্ন হবে।
আরো পড়ুনঃ অনলাইনে ইনকাম পেমেন্ট বিকাশ ২০২৩
কোড দিয়ে বিকাশ থেকে রিচার্জ
কোড দিয়ে বিকাশ রিচার্জ করাটাও অনেকটাই সহজ। এর জন্য কী করতে হবে তা নিচে দিয়ে দেওয়া হলো।
১. প্রথমে মোবাইলের ডায়াল প্যাডে গিয়ে *247# ডায়াল করে দিবেন।
২. এরপর রিপ্লেতে 3 লিখে সেন্ড করবেন। সেটা মোবাইল রিচার্জ এর অপশন।
৩. এরপর নাম্বার পোস্টপেইড না প্রিপেইড সিলেক্ট করবেন সাথে নাম্বারের অপারেটর সিলেক্ট করবেন।
৪. এরপর মোবাইল নাম্বার দিয়ে দিবেন।
৫. এরপর কত টাকা রিচার্জ করবেন তা সিলেক্ট করবেন।
৬. এরপর পিন দিয়ে কনফর্ম করে দিবেন। ব্যাস আপনার বিকাশ থেকে রিচার্জ করা সম্পন্ন হবে।
শেষ কথা
তো প্রিয় বন্ধুরা আজকের এই পোস্ট এ আপনারা জানলেন, বিকাশ থেকে রিচার্জ করার নিয়ম ২০২৩, কিভাবে বিকাশ থেকে টাকা রিচার্জ করবেন ইত্যাদি সম্পর্কে। আশা করছি এই পোস্ট টি আপনাদের কাছে অনেক টা ভালো লেগেছে।
ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের। আর এরকম সব পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করতে থাকুন আমাদের এই ওয়েব সাইট টি তে। আবার দেখা হবে পরবর্তী কোনো পোস্ট এ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেয।