সূচিপত্র
বুদ্ধিজীবী দিবস নিয়ে স্ট্যাটাস
সুপ্রিয় পাঠক । ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস । এই দিবসটি ইতিহাসের এক বেদনময় কালো অধ্যায় । কেননা এই দিনে পাকিস্তানের হানাদার বাহিনী ও তার সহযোগী রাজাকাররা সম্মিলিতভাবে পরিকল্পনা করে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে ।
বুদ্ধিজীবী দিবসের স্ট্যাটাস পড়তে ক্লিক করুন
মূলত ১৯৭১ সালের ডিসেম্বর মাসে পাকিস্তানে হানাদার বাহিনী নিজেদের নিশ্চিত পরাজয় বুঝতে পেরে বাংলাদেশ ও বাঙালি জাতিকে মেধা শূণ্য করার ষড়যন্ত্রে মেতে ওঠে । যুদ্ধজয়ী বাঙালি যেন আর কোনদিন বিশ্বে শিক্ষা দীক্ষায় ,জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে মাথা উচু করে দাঁড়াতে না পারে তার লক্ষ্যেই এই নীল নকশার বাস্তবায়ন ।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে ঘোষণা করা হয় । এবং অত্যন্ত গুরুত্বের সঙ্গে দিনটিকে উদযাপন করা হয় । শহীদ বুদ্ধিজীবী দিবসকে সামনে রেখে উক্ত দিবসের কিছু স্ট্যাটাস অল্প সময়ের মধ্যে লেখা হলো । এগুলো পড়ুন আপাতত পড়ুন । আরো প্রয়োজন হলে কমেন্ট করুন । সময় হাতে নিয়ে আকর্ষণীয় এবং চমৎকার ভাবে লিখে দেওয়া হবে ইনশাআল্লাহ।
বুদ্ধিজীবী দিবস নিয়ে স্ট্যাটাস
১. ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিবসে সকল শহীদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি । দোয়া করছি আল্লাহ যেন তাদের জান্নাতের সুউচ্চ স্থান দান করেন ।
২. হে মহান শহীদ বুদ্ধিজীবী । আমরা কোনদিন তোমাদের আত্মত্যাগ ভুলবো না। তোমরা যুগান্তরে রয়ে যাবে সকলের হৃদয়ে ।
৩.শহীদ বুদ্ধিজীবী দিবসে তাদের আত্মার মাগফেরাত কামনা করছি । এবং বুদ্ধিজীবীদের প্রেরণায় উজ্জীবিত হওয়ার শপথ করছি।
৪. ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস।
তোমরা ছিলে তোমরা আছো থাকবে চিরকাল ,
তোমাদের আদর্শে উজ্জীবিত হোক প্রতিটি সকাল ।

৫. জাতীর সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা রইলো।
বুদ্ধিজীবী দিবস নিয়ে ফেসবুক স্ট্যাটাস
১. – ঠক,ঠক
– কে ?
– স্যার একটু বাইরে আসুন। কথা আছে।
– শিক্ষাবিদ:৯৯১
– সাংবাদিক: ১৩
– চিকিৎসক: ৪৯
– আইনজীবী: ৪২
– অন্যান্য: ১৬
বাঙালি জাতির শত বছর পিছিয়ে পড়ার একটি ছোট গল্প ।
বুদ্ধিজীবি দিবসের ক্যাপশন
২. ক্ষমতার পালা বদলে মুক্তিযুদ্ধের ইতিহাস পরিবর্তন হয়েছে । শহীদ বুদ্ধিজীবীরা থাকলে আমরা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস পেতাম ।
৩. দেশদ্রোহীরা কতটা ভয়ংকর শহীদ বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে সেটা আর স্পষ্ট হয়েছে । অতএব ওদের কোন ক্ষমা নেই ।
৪. পাকিস্তানের প্রেতাত্মা রাজাকাররা শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করলেও বাংলাদেশকে এগিয়ে যাওয়া থামাতে পারেনি।
৫. জীবন দিয়ে হলেও শহীদ বুদ্ধিজীবীরা সফল । আজ এত বছর পরেও তাদের সবাই স্মরণ করছে কিন্তু রাজাকাররা ব্যর্থ । জীবিত ,মৃত সর্বাবস্থা তারা ঘৃণিত।
বুদ্ধিজীবী দিবসের স্ট্যাটাস
১. একাত্তরের শহীদ হওয়া
বুদ্ধিজীবী যারা
তাদের নিয়ে গর্ব করি
মাথার মুকুট তারা ।
২. ১৪ ডিসেম্বর মহান বুদ্ধিজীবী দিবস আজ
যুগে যুগে বুদ্ধিজীবীরা সবার মাথার তাজ।
৩. মুক্তিযোদ্ধাদের চেয়ে বুদ্ধিজীবীদের কর্মকৌশল অনন্য । কারণ যুদ্ধক্ষেত্রে তাদের ফর্মুলা অনুযায়ী এগিয়ে যাওয়া হয়েছে ।
৪. দল-মত ,ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেরই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালবাসা জানানো উচিত ।
৫. বুদ্ধিজীবীরা আজ হয়ে আছে অমর
পাকিস্তান ও রাজাকারের ভেঙ্গেছে কোমর ।