হ্যালো প্রিয় ভিজিটর গণ, আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের কে আমাদের এই সাইটে আমার পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে বেফাক পরিক্ষার রেজাল্ট দেখার নিয়ম এই বিষয় টি নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করে দেওয়া যাক।
বাংলাদেশ কাওমী মাদরাসা তথা বেকাফ পরিক্ষার রেজাল্ট দেখার জন্য অনেকেই উদগ্রীব হয়ে রয়েছেন। আজকে আপনাদের সাথে আমি এই বেফাক পরিক্ষার রেজাল্ট কিভাবে দেখবেন সেই বিষয়টি নিয়েই আলোচনা করবো।
সূচিপত্র
বেফাক পরিক্ষার রেজাল্ট কিভাবে দেখবো
বেফাক পরিক্ষার রেজাল্ট আপনারা দেখতে পারবেন খুব সহজেই। আমরা সর্বদা চাই আপনারা যেন সহজেই যে কোনো কিছু সম্পর্কে জানতে পারেন। তাই আমি আজকে আপনাদের এই বেফাক পরিক্ষার রেজাল্ট কিভাবে দেখবেন সেই বিষয় টি ক্লিয়ার করে দিবো।
বেফাক পরিক্ষার রেজাল্ট কতভাবে দেখা যায়
সাধারণত বেফাক পরিক্ষার রেজাল্ট ২ ভাবে দেখা যায়। সেগুলো হলোঃ
১. ইন্টারনেট এর মাধ্যমে,
২. এসএমএস এর মাধ্যমে,
তো আজকে এই দুই টি বিষয়ই আপনাদের ক্লিয়ার করে দিবো।
ইন্টারনেট থেকে বেফাক পরিক্ষার রেজাল্ট দেখার নিয়ম
ইন্টারনেট তথা ওয়েব সাইট থেকে বেফাক পরিক্ষার রেজাল্ট দেখার জন্য নিচের বলা রুলস গুলো ফলো করুনঃ
১. প্রথমেই আপনারা বাংলাদেশ কাওমী মাদ্রাসা তথা বেফাক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েব সাইট Wifaqresult.com টি তে চলে যান।
২. এবার সেখানে গেলে আপনাদের কাছে কিছু তথ্য চাইবে।
সেখানে ১ম বক্সে আপনার পরিক্ষার সাল দিবেন।
২য় বক্সে বিভাগ/ ক্যাটেগরি সিলেক্ট করবেন
৩য় বক্সে রোল নাম্বার দিবেন।
৩. সব দেওয়া হয়ে গেলে “দাখিল” বাটনে ক্লিক করে দিবেন।
৪. এবার আপনারা আপনাদের কাঙ্খিত রেজাল্ট দেখতে পারবেন।
আরো পড়ুনঃ ভালো ছাত্র হওয়ার উপায়
এসএমএস এর মাধ্যমে বেফাক পরিক্ষার রেজাল্ট দেখার নিয়ম
এসএমএস এর মাধ্যমেও বেফাক পরিক্ষার রেজাল্ট খুব সহজেই দেখা যায়। এর জন্য নিচের বলা রুলস ফলো করুনঃ
১. প্রথমে ফোনের মেসেজ অপশনে যান।
২. এবার মেসেজে নিচের দেওয়া রুলস অনুযায়ী মেসেজ লিখুন।
BEFAQ মারহালার প্রথম অক্ষর রোল নম্বর এবং পাঠিয়ে দিন 9933 নম্বরে (যে কোন সিম থেকে)
উদাহরণঃ BEFAQ T 23657 → Send 9933
ব্যস এতটুকু করলেই হবে। সব ঠিক থাকলে পরবর্তী এসএমএস এ তারা রিপ্লেতে আপনার রেজাল্ট পাঠিয়ে দিবে।
সকল মারহালার প্রথম অক্ষর
অনেকে সকল মারহালার প্রথম অক্ষর জানেন না। তাদের জন্য নিচে এগুলো দেওয়া হলোঃ
তাকমিল (Takmil) – T
ফজিলত (Fazilat) – F
সানাবিয়া উলইয়া (Sanabia) – S
মুতাওয়াসসিতাহ (Mutawassitah) – M
ইবতিদাইয়্যাহ (Ibtidaiyah) – I
হিফযুল কুরআন (Hifzul Quran) – H
ইলমুত তাজবীদ ওয়াল কিরাআত (Qira) – Q
তো ভিজিটর গণ আশা করি পোস্ট টি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করতে থাকুন আমাদের এই সাইট টি। আবার দেখা হবে পরবর্তী কোনো পোস্ট এ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেয।