যুম এপ এ প্রোফাইল পিকচার দেওয়ার নিয়ম

 

হ্যালো প্রিয় ভিজিটর গণ, আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের কে আমাদের এই সাইটে আমার পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে যুম এপ এ অনলাইন ক্লাসের সময় প্রোফাইল ফটো কিভাবে দিবো এই বিষয় টি নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করে দেওয়া যাক।

 

যুম এপ টি অনলাইন মিটিং করার জন্য তৈরি করা হলেও বর্তমানে করোনা পরিস্থিতির জন্য এই যুম এপ টি এখন অনলাইন ক্লাসে রুপান্তরিত হয়েছে। এখন করোনার সময় আমাদের ঘরে বসে যুম এপ এ ক্লাস করতে হচ্ছে। তো আমরা মাঝে মাঝে দেখি কয়েক জন স্টুডেন্ট রা তাদের প্রোফাইল পিক দিয়ে রেখেছে। কিন্তু আমাদের টাই রয়েছে একটি বোরিং ইউজার পিক দেওয়া।

মাঝে মাঝে মনে হয় যদি আমিও এটা চেঞ্জ করে নিজের পছন্দের পিক দিতে পারতাম। তো আর আফসোস নয় এবার আপনিও পারবেন যুম এপ এ প্রোফাইল পিক দিতে৷ এর জন্য আপনাকে কয়েকটি নিয়ম ফলো করতে হবে যা নিচে বলা হলো।

যুম এপ প্রোফাইল পিক
যুম এপ প্রোফাইল পিক

যুম এপ এ প্রোফাইল পিক দেওয়ার নিয়ম

 

১. প্রথমে গুগল প্লে স্টোর কিংবা এই লিংক এই ক্লিক করে যুম এপ টি ডাউনলোড করে নিন।

২. এবার যুম এপ টি খুলুন।

এখানে কিছু কথা আছে, আপনারা যুম এপ এ ক্লাস ২ ভাবে করতে পারবেন। আইডি খুলে আইড ছাড়া। তো আইডি ছাড়া আপনারা এমনিতে যেভাবে ক্লাস করে সেটা। আর আইডি খুললে আপনারা পাবেন অনেক ফিচার, তার মধ্য একটি হলো প্রোফাইল পিক। তো এবার আগে দেখে নিন কিভাবে আইডি খুলতে হয়।

 

যুম এপ এ আইডি খোলার নিয়ম

 

•প্রথমে sign up এ ক্লিক করতে হবে।

•এরপর আপনার জন্ম তারিখ, মাস ও বছর সিলেক্ট করতে হবে।

See also  বিদ্রোহী কবিতার বহুনির্বাচনী প্রশ্নের উত্তর

•তারপরে আপনার ইমেইল অ্যাড্রেস, ফার্স্ট নেইম, লাস্ট নেইম দিয়ে সাইনআপ এ ক্লিক করতে হবে।

•এখন চলে যাবেন আপনার ইমেইলে।

•দেখবেন জুম থেকে একটি মেইল এসেছে সেখানে গিয়ে Active Account এ ক্লিক করতে হবে।

•ক্লিক করার পর একটি অপশন আসবে আপনি যদি কোন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাইন আপ করেন তাহলে Yes দিবেন না হলে No দিয়ে continue-তে ক্লিক করবেন।

•এরপরে Password এবং Confirm Password দিবেন। আপনার পাসওয়ার্ড অবশ্যই আট ডিজিট এর হতে হবে, এতে ইংরেজি বড় হাতের অক্ষর ও ছোট হাতের অক্ষর এবং সংখ্যা থাকতে হবে।

•এখন Continue তে ক্লিক করবেন ব্যাস আপনার কাজ শেষ।

•বাকি অপশন গুলো স্কিপ করে যেতে পারেন।

তো আইডি খোলা হয়ে গেলে, আপনারা আইডিতে লগ ইন করে কিভাবে যুম এপ এ প্রোফাইল পিক দিবেন সেই নিয়ম ফলো করুন।

৩. এবার অনেক অপশন পাবেন। সেখান থেকে নিচের দিকের সেটিংস এ ক্লিক করুন।

৪. এবার সেখানে উপরের দিকে বেসিক নামক অপশন পাবেন সেখানে ক্লিক দিন।

৫. এবার প্রোফাইল পিকচার এ ক্লিক করে প্রোফাইল পিক সিলেক্ট করে দিন।

ব্যস প্রোফাইল পিক দেওয়া হয়ে গেলো যুম আইডি তে। এবার কিভাবে এই আইডি দিয়ে ক্লাসের সময় জয়েন হবে সেটা জানতে নিচের অংশ পড়ুন।

 

আরো পড়ুনঃ এইচএসসি রেজাল্ট SMS এর মাধ্যমে দেখার নিয়ম

নিজের যুম এপ আইডি দিয়ে ক্লাসে জয়েন

১. এপ এ ঢুকে সাইন ইন করে নিবেন।

২. দেখবেন লেখা আছে Join সেখানে ক্লিক দিবেন।

৩. এবার সাধারণ দের মতো করে ক্লাসে জয়েন হয়ে যান। দেখতে পাবেন আপনার প্রোফাইল পিক শো করছে যখন আপনার ক্যামেরা অফ থাকছে।

 

তো ভিজিটর গণ আশা করি পোস্ট টি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করতে থাকুন আমাদের এই সাইট টি। আবার দেখা হবে পরবর্তী কোনো পোস্ট এ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেয।

See also  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির নিয়ম ২০২২

Leave a Comment