আজকের লোডশেডিং এর সময়সূচি জানার উপায়

লোডশেডিং এর সময়সূচি

 

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ । প্রিয় ভিজিটর কেমন আছেন ? আশা করি ভালো আছেন । কিন্তু লোডশেডিং এর কারনে একটু অসস্থিতে আছেন বোধহয় । বরং তারচেয়ে বেশী অসস্থিতে আছেন মনে হয় লোডশেডিং এর সময়সূচি জানতে গিয়ে । অনলাইনে অনেক খোজাখুজি করেছেন কিন্তু জানতে পারছেন না আপনার এলাকার লোডশেডিং সময়সূচি । সবাই শুধু ভুলাভাল তথ্য দিয়ে দিয়ে বিভিন্ন লিংকে ক্লিক করতে বলে  তাই না ?

আপনি যদি আপনার এলাকার লোডশেডিং এর সময়সূচি জানতে চান তবে পোষ্টটি মোনযোগ সহকারে পড়তে হবে ।

 

লোডশেডিং এর সময়সূচিঃ 

 

লোডশেডিং এর সময়সূচি জানতে হলে আপনাকে আগে জানতে হবে আপনি কোন প্রতিষ্ঠানের বিদ্যৎ ব্যাবহার করেন । বাংলাদেশে বেশ কয়েকটি বিদ্যুৎ সরবারাহকারী প্রতিষ্ঠান রয়েছে । যেমন পল্লী বিদ্যুৎ, ডেসকো, নেসকো, পিডিবি, বিপিডিসি ইত্যাদি । তো সবার আগে আপনার জানতে হবে আপনি কোন প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যাবহার করেন । এরপর জানতে হবে আপনি এই প্রতিষ্ঠানের কোন এড়িয়াতে অবস্থান করতেছেন । এসব তথ্য যদি আপনার কাছে থাকে এবং ঐ প্রতিষ্ঠান যদি লোডশেডিং  এর শিডিউল প্রকাশ করে থাকে । তবে অবশ্যই আপনি আপনার এলাকার লোডশেডিং শিডিউল জানতে পারবেন খুব সহজেই ।

 

লোডশেডিং এর সময়সূচি পল্লী বিদ্যুৎ

 

আপনি যদি পল্লী বিদ্যুৎ এর আওয়তায় থাকেন তবে আপনাকে পল্লী বিদ্যুৎ কতিৃক ঘোষিত লোডশেডিং শিডিউল জানতে হবে । আপনার ডেসকো , নেসকো ,পিডিবি, এর লোডশেডিং শিডিউল জেনে কোন লাভ হবে না।

See also  আমলকি খাওয়ার নিয়ম ও উপকারিতা

তো যাইহোক পল্লী বিদ্যুৎ এর লোডশেডিং শিডিউল জানার জন্য আপনাকে যেতে হবে আপনার এলাকার পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েব সাইটে । এখন ভাবতেছেন পল্লী বিদ্যুতের ওয়েব সাইট আবার পাবো কোথায় ? নো টেনশন আমি তো আছিই । আমি আপনাকে সারাদেশের পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েব সাইটের লিংক দিয়ে দিচ্ছি ।

 

সারা দেশের পল্লী বিদ্যুৎ সমিতির লিংক

লিংকে ক্লিক করার পর আপনার সামনে সারাদেশের পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটের লিষ্ট চলে আসবে । এখান থেকে আপনি আপনার এলাকার পল্লী বিদ্যুৎ ওয়েবসাইটে প্রবেশ করুন

 

 

পল্লী বিদ্যুৎ লোডশেডিং এর সময়সূচি
পল্লী বিদ্যুৎ লোডশেডিং এর সময়সূচি

উদাহরন স্বারুপ আমি বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েব সাইটে প্রবেশ করে । বাগের হাটের লোডশেডিং শিডিউল জানার চেষ্টা করবো । তাই বাগের হাট পবিসের ওপর ক্লিক করলে নিচের চিত্রের মত আসবে দেখুন

 

বাগের হাট পল্লী বিদ্যুৎ সমিতি
বাগের হাট পল্লী বিদ্যুৎ সমিতি

 

কিন্তু দুঃখের বিষয় বাগের হাট পল্লী বিদ্যুৎ সমিতির কোন শিডিউল এখনো প্রকাশ করে নি ।

তো চলুন আমরা অন্য আরেকটি পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েব সাইটে যাই ।

 

বগুড়া পবিস ১
বগুড়া পবিস ১

 

দেখুন এখন আমরা বগুড়া পবিসি ১ এর ওয়েব সাইটে ঢুকেছি । এবং নোটিশ বোর্ডে দেখতে পাচ্ছি তারা লোডশেডিং শিডিউল প্রকাশ করেছে । তো এখন আপনি ঐ শিডিউল এর উপর ক্লিক করে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির লোডশেডিং শিডিউল জানতে পারবেন খুব সহজেই ।

 

পল্লী বিদ্যুৎ লোডশেডিং এর সময়সূচি বগুড়া
পল্লী বিদ্যুৎ লোডশেডিং এর সময়সূচি বগুড়া

 

তো এভাবে আপনি দেশের যেকোন পল্লী বিদ্যুৎ সমিতির লোডশেডিং শিডিউল জানতে পারবেন খুব সহজেই ।

 

Desco Load Shedding S chedule

এতক্ষন তো জানলেন পল্লী বিদ্যুৎ লোডশেডিং শিডিউল দেখার সিস্টেম । কিন্তু আপনি যদি ডেসকো গ্রাহক হয়ে থাকেন তাহলে তো আপনার পল্লী বিদ্যুদতর শিডিউল দেখে আপনার কোন ফায়দা নাই । তাই আপনার কথা বিবেচনা করে আমি এখন জানাবো কিভাবে আপনি ডেসকো এর লোডশেডিং সময়সূচি জানবেন ।

See also  লোডশেডিং শিডিউল এলাকা ভিত্তিক ২০২২

 

ডেসকো এর লোডশেডিং সময়সূচি জানতে আপনাকে যেতে হবে ডেসকোর ওয়েবসাইটে

ডেসকো লোডশেডিং শিডিউল ডাউনলোড লিংক

 

Load Shedding Schedule - ডেসকো
Load Shedding Schedule – ডেসকো

 

এখান থেকে আপনার এলাকার লোডশেডিং সময়সূচি টি ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই ।

 

নেসকো এর লোডশেডিং শিডিউল 

 

আপনি যদি নেসকো এর বিদ্যুৎ ব্যাবহার করে থাকেন তবে আপনাকে নেসকো প্রকাশিত লোডশেডিং সময়সূচি ফলো করতে হবে ।

আর নেসকোর শিডিউল পেতে তাদের ওয়েবসাইটে যেতে হবে। আমি লিংক নিচে দিয়ে দিচ্ছি ।

নেসকো লোডশেডিং সময়সূচি

 

লিংকে প্রবেশ করার পর দেখতে পাবেন তাদের বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তি ।

 

নেসকো শিডিউল

এবার আপনি এখান থেকে  আপনার এলাকার শিডিউল টি ডাউনলোড করে দেখতে পারবেন ।

 

ডিপিডিসি লোডশেডিং এর সময়সূচি 

 

আপনি যদি ডিপিডিস লোডশেডিং এর সময়সূচি জানতে চান তবে আপনাকে ডিপিডিসর ওয়েবসাইটে যেতে হবে ।

 

ডিপিডিসি লোডশেডিং শিডিউল ডাউনলোড

 

লিংকে ক্লিক করার পর আপনার সামনে নিচের চিত্রের মত একটি পেজ আসবে সেখানে ডিপিডিসি এর আওতাধিন সকল এলাকার লিষ্ট দেখাবে । এখান থেকে আপনার এলাকার নামের উপর ক্লিক করে দেখতে পারবেন আপনার এলাকার লোডশেডিং এর সময়সূচি ।

ডিপিডিসি লোডশেডিং শিডিউল
ডিপিডিসি লোডশেডিং শিডিউল

 

 

পড়ুন- 

লোডশেডিং এর সময়সূচি 

পল্লী বিদ্যুৎ লোডশেডিং এর সময়সূচি সিরাজগঞ্জ

শেষকথাঃ

 

লোডশেডিং এর সময়সূচি দেখার সিস্টেম নিয়ে অনেক কথাই বললাম । আশা করি এখন আপনি আপনার এলাকার শিডিউল নিজে নিজেই বের করতে পারবেন । তারপরও যদি না পারেন তবে কমেন্ট করে জানান চেষ্টা করবো আপনাকে হেল্প করার ।

 

 

Leave a Comment