লোডশেডিং এর সময়সূচি
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ । প্রিয় ভিজিটর কেমন আছেন ? আশা করি ভালো আছেন । কিন্তু লোডশেডিং এর কারনে একটু অসস্থিতে আছেন বোধহয় । বরং তারচেয়ে বেশী অসস্থিতে আছেন মনে হয় লোডশেডিং এর সময়সূচি জানতে গিয়ে । অনলাইনে অনেক খোজাখুজি করেছেন কিন্তু জানতে পারছেন না আপনার এলাকার লোডশেডিং সময়সূচি । সবাই শুধু ভুলাভাল তথ্য দিয়ে দিয়ে বিভিন্ন লিংকে ক্লিক করতে বলে তাই না ?
আপনি যদি আপনার এলাকার লোডশেডিং এর সময়সূচি জানতে চান তবে পোষ্টটি মোনযোগ সহকারে পড়তে হবে ।
সূচিপত্র
লোডশেডিং এর সময়সূচিঃ
লোডশেডিং এর সময়সূচি জানতে হলে আপনাকে আগে জানতে হবে আপনি কোন প্রতিষ্ঠানের বিদ্যৎ ব্যাবহার করেন । বাংলাদেশে বেশ কয়েকটি বিদ্যুৎ সরবারাহকারী প্রতিষ্ঠান রয়েছে । যেমন পল্লী বিদ্যুৎ, ডেসকো, নেসকো, পিডিবি, বিপিডিসি ইত্যাদি । তো সবার আগে আপনার জানতে হবে আপনি কোন প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যাবহার করেন । এরপর জানতে হবে আপনি এই প্রতিষ্ঠানের কোন এড়িয়াতে অবস্থান করতেছেন । এসব তথ্য যদি আপনার কাছে থাকে এবং ঐ প্রতিষ্ঠান যদি লোডশেডিং এর শিডিউল প্রকাশ করে থাকে । তবে অবশ্যই আপনি আপনার এলাকার লোডশেডিং শিডিউল জানতে পারবেন খুব সহজেই ।
লোডশেডিং এর সময়সূচি পল্লী বিদ্যুৎ
আপনি যদি পল্লী বিদ্যুৎ এর আওয়তায় থাকেন তবে আপনাকে পল্লী বিদ্যুৎ কতিৃক ঘোষিত লোডশেডিং শিডিউল জানতে হবে । আপনার ডেসকো , নেসকো ,পিডিবি, এর লোডশেডিং শিডিউল জেনে কোন লাভ হবে না।
তো যাইহোক পল্লী বিদ্যুৎ এর লোডশেডিং শিডিউল জানার জন্য আপনাকে যেতে হবে আপনার এলাকার পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েব সাইটে । এখন ভাবতেছেন পল্লী বিদ্যুতের ওয়েব সাইট আবার পাবো কোথায় ? নো টেনশন আমি তো আছিই । আমি আপনাকে সারাদেশের পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েব সাইটের লিংক দিয়ে দিচ্ছি ।
সারা দেশের পল্লী বিদ্যুৎ সমিতির লিংক
লিংকে ক্লিক করার পর আপনার সামনে সারাদেশের পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটের লিষ্ট চলে আসবে । এখান থেকে আপনি আপনার এলাকার পল্লী বিদ্যুৎ ওয়েবসাইটে প্রবেশ করুন
উদাহরন স্বারুপ আমি বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েব সাইটে প্রবেশ করে । বাগের হাটের লোডশেডিং শিডিউল জানার চেষ্টা করবো । তাই বাগের হাট পবিসের ওপর ক্লিক করলে নিচের চিত্রের মত আসবে দেখুন
কিন্তু দুঃখের বিষয় বাগের হাট পল্লী বিদ্যুৎ সমিতির কোন শিডিউল এখনো প্রকাশ করে নি ।
তো চলুন আমরা অন্য আরেকটি পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েব সাইটে যাই ।
দেখুন এখন আমরা বগুড়া পবিসি ১ এর ওয়েব সাইটে ঢুকেছি । এবং নোটিশ বোর্ডে দেখতে পাচ্ছি তারা লোডশেডিং শিডিউল প্রকাশ করেছে । তো এখন আপনি ঐ শিডিউল এর উপর ক্লিক করে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির লোডশেডিং শিডিউল জানতে পারবেন খুব সহজেই ।
তো এভাবে আপনি দেশের যেকোন পল্লী বিদ্যুৎ সমিতির লোডশেডিং শিডিউল জানতে পারবেন খুব সহজেই ।
Desco Load Shedding S chedule
এতক্ষন তো জানলেন পল্লী বিদ্যুৎ লোডশেডিং শিডিউল দেখার সিস্টেম । কিন্তু আপনি যদি ডেসকো গ্রাহক হয়ে থাকেন তাহলে তো আপনার পল্লী বিদ্যুদতর শিডিউল দেখে আপনার কোন ফায়দা নাই । তাই আপনার কথা বিবেচনা করে আমি এখন জানাবো কিভাবে আপনি ডেসকো এর লোডশেডিং সময়সূচি জানবেন ।
ডেসকো এর লোডশেডিং সময়সূচি জানতে আপনাকে যেতে হবে ডেসকোর ওয়েবসাইটে
ডেসকো লোডশেডিং শিডিউল ডাউনলোড লিংক
এখান থেকে আপনার এলাকার লোডশেডিং সময়সূচি টি ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই ।
নেসকো এর লোডশেডিং শিডিউল
আপনি যদি নেসকো এর বিদ্যুৎ ব্যাবহার করে থাকেন তবে আপনাকে নেসকো প্রকাশিত লোডশেডিং সময়সূচি ফলো করতে হবে ।
আর নেসকোর শিডিউল পেতে তাদের ওয়েবসাইটে যেতে হবে। আমি লিংক নিচে দিয়ে দিচ্ছি ।
নেসকো লোডশেডিং সময়সূচি
লিংকে প্রবেশ করার পর দেখতে পাবেন তাদের বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তি ।
এবার আপনি এখান থেকে আপনার এলাকার শিডিউল টি ডাউনলোড করে দেখতে পারবেন ।
ডিপিডিসি লোডশেডিং এর সময়সূচি
আপনি যদি ডিপিডিস লোডশেডিং এর সময়সূচি জানতে চান তবে আপনাকে ডিপিডিসর ওয়েবসাইটে যেতে হবে ।
ডিপিডিসি লোডশেডিং শিডিউল ডাউনলোড
লিংকে ক্লিক করার পর আপনার সামনে নিচের চিত্রের মত একটি পেজ আসবে সেখানে ডিপিডিসি এর আওতাধিন সকল এলাকার লিষ্ট দেখাবে । এখান থেকে আপনার এলাকার নামের উপর ক্লিক করে দেখতে পারবেন আপনার এলাকার লোডশেডিং এর সময়সূচি ।
পড়ুন-
পল্লী বিদ্যুৎ লোডশেডিং এর সময়সূচি সিরাজগঞ্জ
শেষকথাঃ
লোডশেডিং এর সময়সূচি দেখার সিস্টেম নিয়ে অনেক কথাই বললাম । আশা করি এখন আপনি আপনার এলাকার শিডিউল নিজে নিজেই বের করতে পারবেন । তারপরও যদি না পারেন তবে কমেন্ট করে জানান চেষ্টা করবো আপনাকে হেল্প করার ।