শেখ রাসেল কবিতা ২০২২

শেখ রাসেল কবিতা ২০২২

শেখ রাসেল দিবস কবে?

 

১৮ অক্টোবর পালিত হবে শেখ রাসেল দিবস ২০২২ । এই দিবসকে ঘিরে দেশজুড়ে করা হবে অনেক আয়োজন । পালিত হবে নানা কর্মসূচি ।

কোথাও বসবে ছড়া কবিতা পাঠের আসর । সেই আসরে শামিল হয়েছেন তরুণ কবি শরিফ আহমাদ । তিনি ব্যস্ততার মাঝেও অল্প সময়ের ভিতরে দ্রুত কয়েকটি ছড়া কবিতা লিখে দিয়েছেন ।

শেখ রাসেল এর জীবনবৃত্তান্ত

 

মূলত শেখ রাসেল তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকা অঞ্চলের ধানমন্ডিতে ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবনে ১৮ অক্টোবর ১৯৬৪ সালে জন্ম গ্রহণ করেন । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার প্রিয় লেখক খ্যাতিমান দার্শনিক নোবেল বিজয়ী বার্ট্রান্ড রাসেলের নামানুসারে এবং বেগম ফজিলাতুন নেসার গুরুত্বপূর্ণ ভূমিকা পরিবারের নতুন সদস্যর নাম রাখেন শেখ রাসেল ।

শেখ রাসেল কবিতা ২০২২

 

শৈশব কাল থেকে প্রাণবন্ত দুরন্ত রাসেল ছিল অতি আদরের । পাঁচ ভাই মনের মধ্যে রাসেল সর্বকনিষ্ঠ । শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল ।

Read Also – শেখ রাসেল দিবস উপলক্ষে শপথ বাক্য

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ এই পুত্র শেখ রাসেলকে ১৯৭৫ সালে সেনা অভ্যুত্থানের সময় সপরিবারে তাকেও শহীদ করা হয় । এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। হৃদয়বিদারক ।

See also  Traffic Jam প্যারাগ্রাফ সকল ক্লাসের জন্য

 

তার স্মরণে প্রতি বছর আয়োজন করা হয় শেখ রাসেল দিবস । ধন্য ও সার্থক হোক এই দিবসটি ।

শেখ রাসেল কবিতা ২০২২

 

বেহেস্তের ফুল
শরিফ আহমাদ

রাসেল তুমি স্বপ্নে বিভোর
বেহেস্তের এক ফুল
তোমার সাথে অন্য কারো
হয় না কোন তুল ।

তুমি ছিলে সোনার ছেলে
কলজে ছেঁড়া ধন‌
দেশ প্রকৃতির জন্য তোমার
পাগল ছিল মন ।

তোমার বুকে স্বপ্ন ছিল
করবে বিশ্ব জয়
স্বপ্ন তোমার সত্য হলো
একটু মিথ্যে নয় ।

দেশ মহাদেশ চিনে তোমায়
জানে তোমার নাম
তোমার নামে হাজার মানুষ
যায় করে সংগ্রাম।

শেখ রাসেল ছড়া  ২০২২

শেখ রাসেলের হাসি
শরিফ আহমাদ

শেখ রাসেলের হাসি–
মিষ্টি ছিল
দিষটি ছিল
লাল সবুজের দিগন্তে চারপাশ-ই
দারুণ ছিল হাসি ‌‌।

শেখ রাসেলের জন্য ফোটে
হাজারো ফুল গাছে
শেখ রাসেলের জন্য সবার
দরদ বুকে আছে ।

শেখ রাসেলের স্মৃতি-
ফিরে আসে
নীড়ে আসে
জন্ম দিবস উপলক্ষের কৃতি
দেখায় সবাই প্রীতি ‌।

শেখ রাসেল কবিতা ২০২২

 

উর্ধ্বে রাখা আসন
শরিফ আহমাদ

ওরা ছিল বড্ডো নিঠুর
ছিল জুলুমবাজ
ইতিহাসের পাতায় ওরা
খুব ঘৃণিত আজ ।

ওরা কারা ?শেখ পরিবার
যারা করে হত্যা
নেই মানবিক সত্তা ।

দেয়নি ছেড়ে ফুলের শিশু
শেখ রাসেলকে বাদ
আকাশ থেকে কেড়ে নিতে
কেউ পারে কি চাঁদ ?

শেখ পরিবার টিকে আছে
দেশ করে যায় শাসন
উর্ধ্বে রাখা আসন ।

শেখ রাসেল কবিতা ২০২২

একটি সোনার ছেলে
শরিফ আহমাদ

শেখ পরিবার আলোকিত করে
একটি ছেলের জন্ম হলো
মা ফজিলাতুন নেসার উদরে ।

নাম রাখা হয় প্রিয় ব্যক্তির নামে
শেখ রাসেল দুরন্ত কিশোর
বেড়ে ওঠে বাংলার শহর-গ্রামে ।

সবাই তাকে চিনে বাসে ভালো
সুনাম খ্যাতি যায় ছড়িয়ে
নিজে নিজে ছড়ায় জ্ঞানের আলো ।

See also  কাতার ভিসা চেক করার নিয়ম ২০২৩ বিস্তারিত

হঠাৎ তাকে দুশমন নিলো কেড়ে
তার স্মরণে সবাই কাঁদে
ঐ খুনিদের কেউ দেবে কি ছেড়ে ?

শেখ রাসেল দিবস উপলক্ষে ছড়া কবিতা  প্রতিযোগীতা

 

বাংলাদেশের প্রাণ
শরিফ আহমাদ

সন্ত্রাসীরা হামলা করে
বাসায়
জাতির পিতার তাজা রক্ত
ভাসায়–
রক্তে ভেজে মাটি এবং ঘাস
পড়ে থাকে বাইরে ঘরে লাশ ।

ছোট্ট রাসেল মহা বিপদ
দেখে
নিজের মাকে উঠে তখন
ডেকে-
কিন্তু একি ভাগ্যের ঘটে হাল
মার সাথে তার রক্ত ঝরে লাল।

শেখ পরিবার শহীদ করে
ওরা
রাখতে চায়নি স্বচ্ছ ফুলের
তোড়া
ওরা জান্নাত থেকে ছড়ায় ঘ্রাণ
শেখ পরিবার বাংলাদেশের প্রাণ।

শেখ রাসেল কবিতা ২০২২

শেষ কথাঃ

 

শেখ রাসেল দিবস উপলক্ষে কবিতা। শেখ রাসেল দিবস উপলক্ষে ছড়া কবিতা প্রতিযোগীতায় আপনারা চাইলে এই ছড়াগুলি জমা দিতে পারেন।  আজকের মত এখানেই শেষ করছি। ভালো থাকবেন সুস্থ থাকবেন।  আমাদের সাথে থাকবেন

 

 

ট্যাগঃ

শেখ রাসেল কবিতা ২০২২

শেখ রাসেল কবিতা ২০২২

শেখ রাসেল কবিতা ২০২২

শেখ রাসেল কবিতা ২০২২

শেখ রাসেল কবিতা ২০২২

শেখ রাসেল কবিতা ২০২২

শেখ রাসেল কবিতা ২০২২

শেখ রাসেল কবিতা ২০২২

Leave a Comment