সুইং মেশিন মেইনটেন্যান্স বিস্তারিত

সুইং মেশিন মেইনটেন্যান্স

আসসালামু আলাইকুম প্রিয় ভিজিটর। কেমন আছেন? আশা করি ভালো আছেন।আজকে কথা বলবো সুইং মেশিন মেইনটেন্যান্স নিয়ে। গার্মেন্টস মেশিন মেইন্টেনেন্স কি? কিভাবে মেইনটেনঢান্স এর কাজ করবেন? কিভাবে একজন দক্ষ সুইং মেশিন মেকানিক্স হবেন। এসব নিয়েই আজকের আলোচনা।।
আজকে পুরো আলোচনাটি লিখেছেন দেশের সুনামধন্য পোশাক কারখানায় কাজ করা একজন সিনিয়র সুইং মেশিন মেকানিক । কথা না বাড়িয়ে চলুন শুরু করি মুল আলোচনা।।

[box type=”shadow” align=”aligncenter” class=”” width=””]গার্মেন্টস চাকরি কোন পদে কত বেতন? জানতে ক্লিত করুন[/box]

সুইং মেশিন মেইনটেন্যান্স

 

সুইং মেশিন মেইনটেন্যান্স বলতে গার্মেন্টসে ব্যবহৃত বিভিন্ন ধরনের মেশিন রক্ষণাবেক্ষণ বোঝায়।। মেশিন মেরামত থেকে শুরু করে আইডল মেশিন সাজানো গোছানো সহ ফ্যাক্টরিতে চলা সকল মেশিন দেখাশোনা করে থাকে সুইং মেশিন মেইনটেন্যান্স সেকশন।

সুইং মেশিন মেরামত

 

গার্মেন্টসে বিভিন্ন ধরনের মেশিন চলে। একটি পোশাক তৈরী করতে কমপক্ষে ৫/৬ প্রকার মেশিনের প্রয়োজন হয়। এই সমস্যা মেশিন পোশাক সেলাইয়ের জন্য প্রস্তুত করে থাকে সুইং মেশিন মেইনটেন্যান্স বিভাগ। শুধু মেশিন প্রস্তুতই নয়। লাইনে চলা সকল মেশিন নষ্ট হলে সেটাও দ্রুত মেরামত করে সুইং মেশিন মেইনটেন্যান্স এর লোকজন।

 

সুইং মেশিন মেইনটেন্যান্স এর দক্ষতা ও যোগ্যতা

 

সুইং মেশিন মেইনটেন্যান্স এর একজন জনশক্তি হিসবে কাজ করতে চাইলে তার প্রথম দক্ষতা থাকা চাই সুইং মেশিন মেরামত দক্ষতা। এরপর আসে শিক্ষাগত যোগ্যতা। এখন বর্তমানে কাজে দক্ষতা থাকলে সর্বনিম্ন ৮ম শ্রেনী পাশে সুইং মেশিন মেইন্টেনেন্স বিভাগে চাকরির সুযোগ পেয়ে থাকে।

গার্মেন্টসে সুইং মেশিন মেইনটেন্যান্স চাকরিতে সুবিধা

গার্মেন্টসে বিভিন্ন পদবীর কর্মচারী কর্মকর্তা থাকে। সবারই কম বেশী পরিশ্রম এবং মানষিক কষ্ট আছে। একমাত্র সুইং মেশিন মেইন্টেনেন্স বিভাগে কর্মরত সকল কর্মকর্তারা অন্য সবার থেকে তুলনামূলক আরামে কাজ করতে পারে।। একজন সুইং মেশিন মেকানিক্স এর সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা থেকে ৪০ হাজার পর্যন্ত। এরপর যতো পদন্নোতি হবে ততো বেতন বাড়বে।

কিভাবে একজন দক্ষ সুইং মেশিন মেইনটেন্যান্স এর জনবল হবেন?

 

যে কেউ চাইলেই সুইং মেশিন মেইন্টেনেন্স এ চাকরি নিতে পারে না। সুইং মেশিন মেইন্টেনেন্স এর জব পেতে হলে দরকার সুইং মেশিন মেরামত করার দক্ষতা।

আপনি যদি একদম নতুন হয়ে থাকেন। সুইং মেশিন মেরামত করার কোন দক্ষতা না থাকে তাহলে আপনাকে প্রথমে দরকার দক্ষতা অর্জন করতে হবে।

সুইং মেশিন মেরামত দক্ষতা দুইভাবে অর্জন করতে পারেন।
১। যোকোন গার্মেন্টসে সুইং মেশিন মেইনটেন্যান্স হেল্পার হিসেবে জয়েন করা
২। ভালো কোন সুইং মেশিন মেইনটেন্যান্স ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে কাজ শেখা।

তবে প্রথম নাম্বার অপশন হেল্পার হিসেবে জয়েন করা বর্তমানে প্রায় অসম্ভব। এখন সুইং মেশিন মেকানিক্স হেল্পার হিসেবে নিয়োগ হয়না তেমন।

আপনি যদি সত্যিই সুইং মেশিন মেইন্টেনেন্স এ চাকরি করতে চান তাহলে আপনাকে ভালো কোন ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে কাজ শিখতে হবে। আপনি যদি ঢাকার ভিতরে অবস্থান করেন তাহলে কাজ শিখার জন্য আমি হেল্প করতে পারবো। আমার হটসএপ নাম্বার 01833026674।

আর যদি ঢাকার বাহিরে থাকেন তাহলে আপনার আশেপাশে দেখুন ভালো কোন মেকানিক্স ট্রেনিং সেন্টার পান কিনা। সবচেয়ে ভালো হয় গার্মেন্টসে সুইং মেকানিক হেল্পার হিসেবে জয়েন করতে পারলে।

শেষকথাঃ

সুইং মেশিন মেইনটেন্যান্স নিয়ে বিস্তারিত কথা বললাম আশা করি বুঝতে পেরেছেন। এরপরও যদি কোন প্রশ্ন থাকলে তাহলে আমাকে হটসএপ বা কমেন্টে জানাতে পারেন যথাসাধ্য চেষ্টা করবো সাহায্য করার। আজকের মত এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা

Leave a Comment