সুইং সুপারভাইজার এর কাজ কি
আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ । কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন । আমিও আলহামদুল্লিহ ভালো আছি । আর ভালো আছি বলেই তো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি টপিক নিয়ে । আজকের টপিক কি সেটা হয়তো শিরোনাম দেখেই টের পেয়ে গেছেন ।
হ্যা প্রিয় ভিজিটর আজকে আমরা আলোচনা করবো গার্মেন্টস সুপারভাইজার এর কাজ কি ? একজন সুইং সুপারভাইজার হিসেবে তার কি কি দায়িত্ব পালন করতে হয় । সেসব বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো ।
[box type=”shadow” align=”aligncenter” class=”” width=””]জর্ডান গার্মেন্টস ভিসা সমন্ধে বিস্তারিত জানুন [/box]
অনেকেই গার্মেন্টস এর ভিতরের পরিবেশ সমন্ধে বিস্তারিত জানেন না । কিন্তু গার্মেন্টেসে চাকরি করতে ইচ্ছুক । আর এরকম ইচ্ছুক অনেকেই প্রশ্ন করে । সুইং সুপারভাইজারের কাজ কি ? কোয়ালিটি সুপারভাইজার এর কাজ কি ? ইনপুট ম্যান এর কাজ কি ? তো আজকে আমরা গার্মেন্টেসের ভিতরের পরিবেশ তথা কোন পদের লোকের কি কাজ ? কি দায়িত্ব সব বিষয়েই আজকে কথা বলবো ইনশাআল্লাহ । তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের মুল আলোচনা
সূচিপত্র
সুপারভাইজার কাকে বলে ?
একটি বৃহত্তর প্রতিষ্ঠানের ছোট্ট একটি অংশ পরিচালনা কারী কে সুপারভাইজার বলে ।
সুইং সুপারভাইজার এর কাজ কি
এখন আমরা জানবো একজন সুপারভাইজারের দায়িত্ব ও কর্তব্য কি কি ? । একজন গার্মেন্টস সুপারভাইজার এর কাজ তেমন কঠিন কোন কাজ নয় । একটি সুইং লাইনে সাধারণত লাইন ভেদে ২ থেকে ৩ জন সুপারভাইজার নিযুক্ত থাকেন ।
ওভেন গার্মেন্টস এর প্রতিটি লাইনে তিনজন করে সুপারভাইজার থাকেন । একজন ব্যাকর্পাট অংশ দেখেন একজন ফ্রন্ট পার্ট অংশ দেখেন । একজন আউটপুট দেখেন । তবে এই সিস্টেম সকল গার্মেন্টসে নেই । কোথাও কোথাও মাত্র দুইজন সুপারভাইজার দিয়ে পুরো লাইন পরিচালনা করা হয় । এ ক্ষেত্রে একজন ইনপুট ম্যান নিয়োগ করা থাকে ।
আবার নীট গার্মেন্টসে ( গেঞ্জির ফ্যাক্টরি ) মাত্র একজন সুপারভাইজার দিয়ে পুরো লাইন পরিচালনা করা হয়ে থাকে । সাথে একজন ইনপুট ম্যান নিয়োগ করা থাকে ।
গার্মেন্টস সুপারভাইজার এর কাজঃ
- লেআউট অনুযায়ী মেশিন সাজানো
- প্রসেস অনুযায়ী মেশিনে পারফেক্ট অপারেটর বসানো
- লাইনের কোথাও কোন মালামাল যেমন সুতা ফেব্রিক লাগলে সেটা সরবরাহ করা
- বডি ( গার্মেন্টস ) অপারেটরদের কাছে পৌছাতে সাহায্য করা ।
- লাইনের সমস্যা সমুহ দেখা এবং সমাধান করা ।
- কোন মেশিন সমস্যা হলে তার জন্য মেকানিক কে ডেকে আনা ।
- লেভেল সরবারহ করা
- প্রতিটি অপারেটরের প্রতি খেয়াল রাখা যে কেউ কাজে ফাকি দিচ্ছে কিনা বা কাজ করতে কারো কোন সমস্যা হচ্ছে কিনা ।
- প্রতি ঘন্টায় লাইনের প্রোডাকশন রিপোর্ট উর্দ্ধতন কতৃপক্ষকে দেখানো ।
মোটাকথা একটি লাইন সুষ্ঠভাবে পরিচালনা করতে যা কিছু করা দরকার সেই কাজ একজন সুইং সুপারভাইজার করে থাকেন ।
সুইং সুপারভাইজার এর বেতন কত ?/ গার্মেন্টস সুপারভাইজারের বেতন কত?
এতক্ষন তো গার্মেন্টস সুপারভাইজার এর কাজ কি সেটা জানলেন । এখন জানুন এত এত কাজ করা এই সুইং সুপারভাইজার এর বেতন কত ?
আসলে একজন সুপারভাইজার এর বেতন একেক ফ্যাক্টরিতে একেক রকম । তবে একদম কম হলেও সুইং সুপরভাইজার এর বেতন ১৮ হাজার এর নিচে না । তবে বেশীরভাগ ক্ষেত্রে ২০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত একজন সুইং সুপারভাইজার এর বেতন ধরা হয় ।
একজন আর্দশ্য সুইং সুপারভাইজার হতে হলে করনীয়ঃ
আপনি যদি একজন দক্ষ সুইং সুপারভাইজার হতে চান তবে আপনাকে কিছু গুনের অধিকারী হতে হবে।
- অল্পতেই রাগ করা যাবে না
- দ্রুত সমস্যার সঠিক সমাধান বের করতে হবে ।
- অধিনস্ত কর্মীদের মনের ভাষা বুঝতে হবে
- টার্গেটেড প্রোডাকশন অর্জন করতে হবে ।
- সবার সাথে ভালো আচরণ করতে হবে ।
পড়ুন – গার্মেন্টস মেশিন পরিচিতি
শেষকথাঃ
তো এই ছিল আজকের আলোচনা । আশা করি বুঝতে পেরেছেন একজন সুইং সুপারভাইজার এর কতটুকু কাজ করতে হয় গার্মেন্টস এর ভিতর । আপনি যদি একজন গার্মেন্টস কর্মী হিসেবে চাকরিতে যোগদান করতে চান । কিন্তু বুঝতেছেন না আপনি আপনি কোন সেকশনে প্রথমে ঢুকবেন । তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো , আপনি সুইং মেশিন মেকানিক হিসেবে ঢোকার চেষ্টা করুন । গার্মেন্টস সেক্টরে খবুই আরাম এবং সম্মানের চাকরি হলো সুইং মেশিন মেইনটেন্সে এর চাকরি ।
কিভাবে আপনি একদম শূন্য থেকে একজন দক্ষ সুইং মেশিনে মেকানিক হবেন সে বিষয়ে খুব শিঘ্রই আমারা আমাদের এই ওয়েব সাইটে লেখা প্রকাশ করবো আশা করি পড়ে নিবেন ইনশাআল্লাহ ।