সুইং সুপারভাইজার এর কাজ কি? সুপারভাইজারের বেতন কত?

সুইং সুপারভাইজার এর কাজ কি

 

আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ । কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন । আমিও আলহামদুল্লিহ  ভালো আছি । আর ভালো আছি বলেই তো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি টপিক নিয়ে । আজকের টপিক কি সেটা হয়তো শিরোনাম দেখেই টের পেয়ে গেছেন ।

 

হ্যা প্রিয় ভিজিটর আজকে আমরা আলোচনা করবো গার্মেন্টস সুপারভাইজার এর কাজ কি ? একজন সুইং সুপারভাইজার হিসেবে তার কি কি দায়িত্ব পালন করতে হয় । সেসব বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো ।

[box type=”shadow” align=”aligncenter” class=”” width=””]জর্ডান গার্মেন্টস ভিসা সমন্ধে বিস্তারিত জানুন [/box]

অনেকেই গার্মেন্টস এর ভিতরের পরিবেশ সমন্ধে বিস্তারিত জানেন না । কিন্তু গার্মেন্টেসে চাকরি করতে ইচ্ছুক । আর এরকম ইচ্ছুক অনেকেই প্রশ্ন করে । সুইং সুপারভাইজারের কাজ কি ? কোয়ালিটি সুপারভাইজার এর কাজ কি ? ইনপুট ম্যান এর কাজ কি ? তো আজকে আমরা গার্মেন্টেসের ভিতরের পরিবেশ তথা কোন পদের লোকের কি কাজ ? কি দায়িত্ব সব বিষয়েই আজকে কথা বলবো ইনশাআল্লাহ । তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের মুল আলোচনা

 

সুপারভাইজার কাকে বলে  ?

একটি বৃহত্তর প্রতিষ্ঠানের ছোট্ট একটি অংশ পরিচালনা কারী কে সুপারভাইজার বলে ।

 

সুইং সুপারভাইজার এর কাজ কি

এখন আমরা জানবো একজন সুপারভাইজারের দায়িত্ব ও কর্তব্য কি কি ? । একজন  গার্মেন্টস সুপারভাইজার এর কাজ তেমন কঠিন কোন কাজ নয় । একটি সুইং লাইনে সাধারণত লাইন ভেদে ২ থেকে ৩ জন সুপারভাইজার নিযুক্ত থাকেন ।

See also  ফ্লাটলক মেশিনের কাজ কি? ফ্লটলক সুইং মেশিন পরিচিতি

ওভেন গার্মেন্টস এর প্রতিটি লাইনে তিনজন করে সুপারভাইজার থাকেন । একজন ব্যাকর্পাট অংশ দেখেন একজন ফ্রন্ট পার্ট অংশ দেখেন । একজন আউটপুট দেখেন । তবে এই সিস্টেম সকল গার্মেন্টসে নেই । কোথাও কোথাও মাত্র দুইজন সুপারভাইজার দিয়ে পুরো লাইন পরিচালনা করা হয় । এ ক্ষেত্রে একজন ইনপুট ম্যান নিয়োগ করা থাকে ।

গার্মেন্টস সুপারভাইজারের কাজ কি?

আবার নীট গার্মেন্টসে ( গেঞ্জির ফ্যাক্টরি ) মাত্র একজন সুপারভাইজার দিয়ে পুরো লাইন পরিচালনা করা হয়ে থাকে । সাথে একজন ইনপুট ম্যান নিয়োগ করা থাকে ।

গার্মেন্টস সুপারভাইজার এর কাজঃ

  • লেআউট অনুযায়ী মেশিন সাজানো
  • প্রসেস অনুযায়ী মেশিনে পারফেক্ট অপারেটর বসানো
  • লাইনের কোথাও কোন মালামাল যেমন সুতা ফেব্রিক লাগলে সেটা সরবরাহ করা
  • বডি ( গার্মেন্টস ) অপারেটরদের কাছে পৌছাতে সাহায্য করা ।
  • লাইনের সমস্যা সমুহ দেখা এবং সমাধান করা ।
  • কোন মেশিন সমস্যা হলে তার জন্য মেকানিক কে ডেকে আনা  ।
  • লেভেল সরবারহ করা
  • প্রতিটি অপারেটরের প্রতি খেয়াল রাখা যে কেউ কাজে ফাকি দিচ্ছে কিনা বা কাজ করতে কারো কোন সমস্যা হচ্ছে কিনা ।
  • প্রতি ঘন্টায় লাইনের প্রোডাকশন রিপোর্ট উর্দ্ধতন কতৃপক্ষকে দেখানো ।

মোটাকথা একটি লাইন সুষ্ঠভাবে পরিচালনা করতে যা কিছু করা দরকার সেই কাজ একজন সুইং সুপারভাইজার করে থাকেন ।

 

সুইং সুপারভাইজার এর বেতন কত  ?/ গার্মেন্টস সুপারভাইজারের বেতন কত?

 

এতক্ষন তো গার্মেন্টস সুপারভাইজার এর কাজ কি সেটা জানলেন  । এখন জানুন এত এত কাজ করা এই সুইং সুপারভাইজার এর বেতন কত ?

আসলে একজন সুপারভাইজার এর বেতন একেক ফ্যাক্টরিতে একেক রকম । তবে একদম কম হলেও সুইং সুপরভাইজার এর বেতন ১৮ হাজার এর নিচে না । তবে বেশীরভাগ ক্ষেত্রে ২০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত একজন সুইং সুপারভাইজার এর বেতন ধরা হয় ।

See also  নৌবাহিনী তে চাকরী এর জন্য আবেদন ২০২২

 

একজন আর্দশ্য সুইং সুপারভাইজার হতে হলে করনীয়ঃ

 

আপনি যদি একজন দক্ষ সুইং সুপারভাইজার হতে চান তবে আপনাকে কিছু গুনের অধিকারী হতে হবে।

  1.  অল্পতেই রাগ করা যাবে না
  2.  দ্রুত সমস্যার  সঠিক সমাধান বের করতে হবে ।
  3.  অধিনস্ত কর্মীদের মনের ভাষা বুঝতে হবে
  4.  টার্গেটেড প্রোডাকশন অর্জন করতে হবে  ।
  5. সবার সাথে ভালো আচরণ করতে হবে ।

 

পড়ুন – গার্মেন্টস মেশিন পরিচিতি 

 

শেষকথাঃ

তো এই ছিল আজকের আলোচনা । আশা করি বুঝতে পেরেছেন একজন সুইং সুপারভাইজার এর কতটুকু কাজ করতে হয় গার্মেন্টস এর ভিতর । আপনি যদি একজন গার্মেন্টস কর্মী হিসেবে চাকরিতে যোগদান করতে চান । কিন্তু বুঝতেছেন না আপনি আপনি কোন সেকশনে প্রথমে ঢুকবেন । তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো , আপনি সুইং মেশিন মেকানিক হিসেবে ঢোকার চেষ্টা করুন । গার্মেন্টস সেক্টরে খবুই আরাম এবং সম্মানের চাকরি হলো সুইং মেশিন মেইনটেন্সে এর চাকরি ।

 

কিভাবে আপনি একদম   শূন্য থেকে একজন দক্ষ সুইং মেশিনে মেকানিক হবেন সে বিষয়ে খুব শিঘ্রই আমারা আমাদের এই ওয়েব সাইটে লেখা প্রকাশ করবো আশা করি পড়ে নিবেন ইনশাআল্লাহ ।

 

Leave a Comment