স্বপ্নে সুরা ইখলাস পড়লে কি হয়?
সুপ্রিয় পাঠক । আপনার মনে হয়তো প্রশ্ন এসেছে স্বপ্নে সূরা ইখলাস পড়লে কি হয় ? অথবা কেউ আপনাকে এই প্রশ্নটি করেছেন । নিজের জ্ঞানের সমৃদ্ধি এবং অন্যকে জানানোর লক্ষ্যে উত্তরটি আপনার জেনে রাখা প্রয়োজন । তাই এখানে অত্যন্ত সংক্ষেপে উক্ত বিষয়ে আলোকপাত করা হলো ।
সূচিপত্র
সুরা ইখলাসের পরিচয়:
পবিত্র কুরআনের ১১২ নাম্বার সূরা হলো সূরা ইখলাস। এটি মক্কায় নাযিল হয়েছে । এই সুরাটিতে চারটি আয়াত এবং একটি রুকু রয়েছে । এই সূরার মধ্যে মহান আল্লাহ তাআলার পরিচয় ক্লিয়ার করা হয়েছে । যা অন্যান্য সূরাগুলোতে করা হয়নি । এজন্য এ সূরা তাওহীদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ।
সুরা ইখলাসের ফজিলত:
সূরা ইখলাসের অসংখ্য ফজিলত আছে । আছে রুকইয়া করার অনেক নিয়ম । এখানে সংক্ষেপে সূরা ইখলাছের দুটি ফজিলত উল্লেখ করা হলো ।
১. হযরত আবু সাঈদ খুদরি রাদিআল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত । জনৈক ব্যক্তি অন্য ব্যক্তিকে রাতে বারবার সূরা ইখলাস পড়তে শুনেছেন । অতঃপর সকালে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ বিষয়টি অবহিত করা হলো । নবী কারীম সাল্লাল্লাহু ওয়া সাল্লাম তখন বলেন, ওই সত্তার শপথ ! যার কুদরতের হাতে আমার জীবন । অবশ্যই এই সূরা কোরআন মাজিদের এক-তৃতীয়াংশের সমান । ( সহীহ বুখারী, হাদীস নং ৫০১৩,আবু দাউদ, হাদীস নং ১৪৬১)
সুরা ইখলাস সম্পর্কে হাদিস
২. হযরত মুয়াজ ইবনে আনাস জুহানী রাদিয়াল্লাহু তা’আলা আনহু বলেন , নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সূরা কুলহু আল্লাহু আহাদ দশবার পড়বে আল্লাহ তা’আলা তার জন্য জান্নাতে একটি প্রসাদ নির্মাণ করবেন । এ কথা শুনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তা’আলা আনহু বললেন তাহলে তো আমরা অনেক প্রসাদের অধিকারী হয়ে যাব । (অর্থাৎ অধিকারে এই সূরা পাঠ করব । ফলে আল্লাহ আমাদের অনেক প্রসাদ দান করবেন । ) রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আল্লাহ তায়ালার দান আরো প্রশস্ত, আরো উৎকৃষ্ট । ( মুসনাদে আহমদ, হাদীস নং ১৫৬১০)
স্বপ্নে সুরা ইখলাস পড়লে কি হয়?
স্বপ্ন প্রধানত তিন কারণে হয়ে থাকে ।
১. আল্লাহর পক্ষ থেকে ।
২. শয়তানের পক্ষ থেকে ।
৩. শারীরিক অসুস্থতা বা সামাজিক কারণে ।
যদি স্বপ্নের মাধ্যমে কোরআন-সুন্নাহের বাইরে গিয়ে কোন বিষয়ের নির্দেশ দেয়া হয় তাহলে এটি শয়তান এর পক্ষ থেকে হয়েছে বলে বুঝে নিতে হবে ।
পড়ুন – স্বপ্নে আয়াতুল কুরসি পড়লে কি হয়
শারীরিক অসুস্থতা বা সামাজিক বিভিন্ন কারণে দুঃস্বপ্ন দেখার কোনো ব্যাখ্যা নেই । আর হ্যাঁ যদি স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে এর ব্যাখ্যা আছে । বিজ্ঞ আলেম ওলামাগণই ব্যাখ্যা দিতে পারেন । তাই ব্যাখ্যা জানতে হলে তাদের কাছে যাওয়া প্রয়োজন ।
এবার আসুন মূল প্রসঙ্গে স্বপ্নে সুরা ইখলাস পাঠ করতে দেখলে কি হয় ? মূলত উক্ত বিষয়ে কোরআন এবং হাদীসে স্পষ্ট কোন নির্দেশনা নেই । তাই পৃথিবী বিখ্যাত স্বপ্নের ব্যাখ্যাকার আল্লামা ইবনে সিরিন রহ: এর মতামত উল্লেখ করা হলো । তিনি লিখেছেন, স্বপ্নের সূরা ইখলাস পড়তে দেখা ভালো । তার মনের আশা পূরণ হতে পারে। তিনি খ্যাতি অর্জন করতে পারেন । জীবন যাপন চমৎকার হতে পারে ।
আবার অনেককে বলতে শোনা যায় যে , আল্লাহর প্রিয় বান্দারা মৃত্যুর আগে সুরা ইখলাস বেশি পড়েন। স্বপ্নে সুরা ইখলাস পড়তে দেখেন । এটি ঈমান নিয়ে মারা যাওয়ার লক্ষণ।
আল্লাহ তা’আলা ভালো জানেন ।
সুরা ইখলাস আরবী
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ .قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ – اللَّهُ الصَّمَدُ – لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ – وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ.
সুরা ইখলাস উচ্চারণ:
কুলহু আল্লাহু আহাদ । আল্লাহুস সমাদ । লাম ইয়ালিদ ওয়া লামউলাদ । ওয়া ইয়া কুল্লাহু কুফু ওয়ান আহাদ ।
শেষকথাঃ
স্বপ্নে সুরা ইখলাস পড়লে কি হয়? এই শিরোনামের আজকের লেখা এখানেই শেষ করছি। আশা করছি আজকের এই লেখা থেকে আপনারা উপকৃত হবেন। ভালো থাকুন সুস্থ থাকুন। আমাদের সাথেই থাকুন