ডিগ্রি রেজাল্ট দেখার নিয়ম 2022 [ মার্কশীট সহ ] ১ম, ২য়,৩য় বর্ষের ডিগ্রি রেজাল্ট

ডিগ্রি রেজাল্ট দেখার নিয়ম

আসসালামু আলাইকুম ওয়া রহমাতু্ল্লাহ । প্রিয় ডিগ্রি রেজাল্ট প্রত্যাশি শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছেন । আশা করি ভালো আছেন । আজকে আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে লিখতে বসেছি । আজকে আমরা শিখবো ডিগ্রি রেজাল্ট দেখার নিয়ম । আজকের পোষ্ট পুরো টা পড়লে আপনি জানতে পারবেন কিভাবে ঘরে বসে আপনি নিজে নিজেই আপনার ডিগ্রি রেজাল্ট বের করতে পারবেন ।

 

ডিগ্রি রেজাল্ট প্রকাশিত হবার পর , অনেকেই নিজে নিজে অনলাইনের মাধ্যমে রেজাল্ট বের না করতে পেরে বিভিন্ন কম্পিউটারের দোকানে গিয়ে রেজাল্ট জানতে হয় । এতে করে আপনার সময় এবং টাকা খরচ হয় । অনেক সময় রেজাল্ট নিতে লম্বা লাইনও দিতে হয় ।

 

এসকল সমস্যার কথা বিবেচনা করে আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনি ঘরে বসে নিজে নিজেই ডিগ্রি রেজাল্ট দেখতে পারবেন । কোন টাকা পয়সা ছাড়া [highlight color=”green”]মোবাইল দিয়ে ডিগ্রি রেজাল্ট দেখার নিয়ম[/highlight] জানতে পারবেন । তবে এর জন্য আপনাকে আজকের এই পোষ্ট শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে ।

 

ডিগ্রি রেজাল্ট দেখার নিয়ম ২০২২

 

আপনি যদি ঘরে বসে ডিগ্রি রেজাল্ট দেখতে চান  । তবে সেটা সম্ভব । আপনি দুটি উপায়ে ডিগ্রি রেজাল্ট দেখতে পারবেন । একটি হল অনলাইনে [highlight color=”orange”]ডিগ্রি রেজাল্ট দেখার নিয়ম[/highlight] । অন্যটি হলো অফ লাইনে ডিগ্রি রেজাল্ট দেখার নিয়ম । আমি এই পোষ্টে দুুটি নিয়ম নিয়েই একদম হাতে ধরে শিখিয়ে দেব ।

See also  বেফাক পরিক্ষা এর রেজাল্ট দেখার নিয়ম

 

অনলাইনের মাধ্যমে যদি আপনি ডিগ্রি রেজাল্ট দেখতে চান তবে আপনার কম্পিউটার বা একটি স্মার্টফোন লাগবে । এবং তাতে ইন্টারনেট কানেকশন লাগবে । আর যদি আপনি অনলাইনে রেজাল্ট দেখা ঝামেলা মনে করেন তবে আপনি অফলাইনেও ডিগ্রি রেজাল্ট দেখতে পারবেন । এর জন্য আপনার কম্পিউটার বা স্মার্টফোন লাগবে না । আপনার হাতে থাকা যেকোন বাটন ফোন দিয়েও ডিগ্রি রেজাল্ট দেখতে পারবেন খুব সহজে

Read Also- গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান পরিক্ষার রুটিন

 ডিগ্রি ১ম বর্ষের  রেজাল্ট দেখার নিয়মঃ

 

অনলাইনে ডিগ্রি রেজাল্ট দেখা একদম সহজ । তবে এর জন্য আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রবেশ করতে হবে । চিন্তা নাই কিভাবে কি করবেন সব আপনি বিস্তারিত স্ক্রিনর্শট দিয়ে বুঝিয়ে দেব ।

ডিগ্রি রেজাল্ট দেখতে প্রথমে আপনি এই লিংকে প্রবেশ করুন । লিংকে প্রবেশ করলে নিচের মত একটি চিত্র  আসবে ।

[box type=”error” align=”aligncenter” class=”” width=””]সর্তকতাঃ লিংকে প্রবেশ করার আগে এই পোষ্টটি পুরপুরি পড়ুন । না হলে রেজাল্ট দেখার নিয়ম বুঝবেন না [/box]

ডিগ্রি রেজাল্ট দেখার নিয়ম

এবার আপনি এখান থেকে ডিগ্রি সিলেক্ট করুন নিচের চিত্র ফল করুন

ডিগ্রি সিলেক্ট করুন

 

ডিগ্রি সিলেক্ট করার পর নিচের মত চিত্র আসবে ।

 

আপনার বর্ষ সিলেক্ট করুন

এখানে দেখতে পাবেন ১ম বর্ষ থেকে শুরু করে ডিগ্রি পাশ কোর্সের সকল বর্ষ দেওয়া আছে এখান থেকে আপনি যে বর্ষের রেজাল্ট দেখতে চান সেটা সিলেক্ট করুন । না বুঝতে নিচের চিত্র ফলো করুন

ডিগ্রি রেজাল্ট দেখার নিয়ম

এবার এখান থেকে আপনি আপনার রেজাল্ট দেখতে পারবেন । এখানে Registraion এর ঘরে আপনার রেজিষ্টেশন নাম্বার লিখুন এবং Exam. Year: এর ঘরে আপনার পরিক্ষার সাল লিখুন ।এখন FH ক্যাপচা টা পুরন করুন  । এবং সার্চ  রেজাল্ট এ ক্লিক করুন । ক্লিক করার সাথে সাথেই পেয়ে যাবেন আপনার ডিগ্রি রেজাল্ট  মার্কশীট সহ ।  নিচের চিত্র দেখুন বুঝতে সুবিধা হবে ।

See also  ডিগ্রি ১ম বর্ষের  রেজাল্ট দেখার নিয়ম ২০২২

 

ডিগ্রি রেজাল্ট দেখুন

 

[box type=”shadow” align=”aligncenter” class=”” width=””] Nu Notice Board আজকের নোটিশ দেখুন [/box]

মোবাইলে ডিগ্রি রেজাল্ট দেখার নিয়ম ২০২২

 

এতক্ষণ  ডিগ্রি রেজাল্ট দেখার নিয়ম যেভাবে দেখালাম। এরকম ভাবে যদি আপনি রেজাল্ট বের করতে না পারেন। আপনার কাছে যদি কম্পিউটার বা স্মার্টফোন না থাকে,  তাহলে আপনি আরো সহজে অনলাইনের সাহায্য ছাড়াই আপনার যেকোন মোবাইল থেকেই ডিগ্রি রেজাল্ট বের করতে পারবেন।

 

[box type=”shadow” align=”aligncenter” class=”” width=””]প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষার রেজাল্ট দেখনু[/box]

 

এরজন্য আপনাকে আপনার মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে। এবং লিখতে হবে NU স্পেস DEG স্পেস আপনার রোল নাম্বার। লেখা শেষ হলে পাঠাতে হবে 16222 এই নাম্বারে। একটু অপেক্ষা করুন মেসেজের মাধ্যমে জানিয়ে দেবে আপনার রেজাল্ট

[box type=”warning” align=”aligncenter” class=”” width=””]মেসেজ পাঠানোর সময় অবশ্যই আপনার ব্যালান্সে ২.৫০ পয়সা থাকতে হবে। [/box]

 

মোবাইলে রেজাল্ট দেখার কোড

NU DEG 1235879 পাঠাতে হবে 16222

না বুঝলে নিচের নমুনা চিত্র ফলো করুন।

 

মোবাইলে ডিগ্রি রেজাল্ট দেখার নিয়ম

 

ডিগ্রি ১ম বর্ষের রেজাল্ট দেখার নিয়ম ২০২২

 

উপরের আলোচনা যদি মনোযোগ দিয়ে পড়ে থাকেন।  তবে আমার মনে হয়না নতুন করে আবার ডিগ্রি ১ম বর্ষের রেজাল্ট দেখতে নিয়ম আপনাকে জানাতে হবে। তারপরও সকলের সুবিধার্থে আলাদা আলাদা ভাবে ডিগ্রি ১ম ২য় ৩য় বর্ষের রেজাল্ট দেখার নিয়ম জানাবো।

 

ডিগ্রি প্রথম বর্ষ রেজাল্ট দেখার নিয়মঃ

  • প্রথমে https://nu.ac.bd/result এই ঠিকানায় চলে যান
  • এরপর ডিগ্রি সিলেক্ট করুন
  • এরপর 1st Year সিলেক্ট করুন
  • এরপর প্রয়োজনীয় তথ্য দিন
  • এরপর সার্চ রেজাল্টে ক্লিক করুন

ব্যাস পেয়ে গেলেন আপনার আমলনামা!

 

[box type=”shadow” align=”aligncenter” class=”” width=””] ডিগ্রি প্রথম বর্ষ রেজাল্ট দেখার লিংক [/box]

ডিগ্রি ২য় বর্ষ রেজাল্ট দেখার নিয়ম ২০২২

 

আপনি যদি ডিগ্রি ২ বর্ষের রেজাল্ট দেখতে চান তবে আপনিও এই নিয়মে ডিগ্রি ২য় বর্ষের রেজাল্ট বের করতে পারবেন।

See also  SSC Result check online with full marksheet । All Education Board – এসএসসি রেজাল্ট দেখুন ফুল মার্কশীটসহ

ডিগ্রি ২য় বর্ষের রেজাল্ট দেখার নিয়মঃ

 

  • প্রথমে https://nu.ac.bd/result এই ঠিকানায় চলে যান
  • এরপর ডিগ্রি সিলেক্ট করুন
  • এরপর 2nd Year সিলেক্ট করুন
  • এরপর প্রয়োজনীয় তথ্য দিন
  • এরপর সার্চ রেজাল্টে ক্লিক করুন

ব্যাস পেয়ে গেলেন আপনার ডিগ্রি ফলাফল!

 

ডিগ্রি ৩য় বর্ষের রেজাল্ট দেখার নিয়ম ২০২২

 

আপনি যদি Degree 3rd Years এর স্টুডেন হন। তবে আপনি চাইলে আমার দেখানো পদ্ধতি অনুসরন করে ডিগ্রি ৩য় বর্ষের রেজাল্ট বের করতে পারবেন ইনশাআল্লাহ।

Degree 3rd Year Result  2022

 

  • প্রথমে https://nu.ac.bd/result এই ঠিকানায় চলে যান
  • এরপর ডিগ্রি সিলেক্ট করুন
  • এরপর 3rd Year সিলেক্ট করুন
  • এরপর প্রয়োজনীয় তথ্য দিন
  • এরপর সার্চ রেজাল্টে ক্লিক করুন

এই তো  পেয়ে গেলেন আপনার ডিগ্রি ৩য় বর্ষের রেজাল্ট!

Degree Consolidated Result 2022 দেখার নিয়মঃ

 

আপনি চাইলে একই পদ্ধতিতে degree consolidated result ও দেখতে পারবেন। তবে এই রেজাল্ট বের করতে আপনার রোল নাম্বারও লাগবে।

 

Degree Consolidated Result দেখার নিয়মঃ

  • প্রথমে https://nu.ac.bd/result এই ঠিকানায় চলে যান
  • এরপর ডিগ্রি সিলেক্ট করুন
  • এরপর consolidated সিলেক্ট করুন
  • এরপর প্রয়োজনীয় তথ্য দিন
  • এরপর সার্চ রেজাল্টে ক্লিক করুন

দেখুন পেয়ে গেলেন আপনার consolidated এর রেজাল্ট। 

 

Bachelor Degree (Pass) Subsidiary Result দেখার নিয়ম ২০২২

 

এভাবে degree Bachelor Degree (Pass) Subsidiary Result  দেখতে পারবেন।

 

Bachelor Degree (Pass) Subsidiary Result দেখার নিয়ম

 

  • প্রথমে https://nu.ac.bd/result এই ঠিকানায় চলে যান
  • এরপর ডিগ্রি সিলেক্ট করুন
  • এরপর Degree(Subs.) সিলেক্ট করুন
  • এরপর প্রয়োজনীয় তথ্য দিন
  • এরপর সার্চ রেজাল্টে ক্লিক করুন

বের হয়ে গেলো আপনার Degree(Subs.) এর রেজাল্ট।

 

শেষ কথাঃ

 

তো এই ছিলো ডিগ্রি রেজাল্ট দেখার নিয়ম নিয়ে আজকের লেখা। চেষ্টা করেছি আমার সর্বচ্চটুকু দিয়ে আপনাদের বোঝানোর। আশা করি বোঝাতে পেরেছি।  এরপরও যদি রেজাল্ট দেখতে সমস্যা ফিল করেন তবে। আমাদের কমেন্ট করে জানাতে পারেন।  আমরা চেষ্টা করবো আপনাকে হেল্প করার। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি  আগামীতে দেখা হবে ভিন্ন কোন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন Edutunebd  এর সাথে থাকুন।

[box type=”success” align=”aligncenter” class=”” width=””]ডিগ্রি রেজাল্ট দেখার লিংক[/box]

Leave a Comment