বিমান টিকেট কাউন্টার ফোন নাম্বার
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ । কেমন আছেন ? আশা করি ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি । আজকে আপনাদের সাথে কথা বলবো বিমান টিকেট কাউন্টার ফোন নাম্বার নিয়ে। ইতিপূবে আমরা অনলাইনে বিমানের টিকে কাটার নিয়ম নিয়ে কথা বলেছি । আপনি যদি ঘরে বসে ঝামেলাহীন ভাবে air ticket booking করতে চান তাহলে সেই পোষ্ট টি পড়তে পারেন ।
পড়ুন – অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম ২০২৩
সূচিপত্র
বিমানের টিকেট কাউন্টার ফোন নাম্বার
এখন থেকে আপনি চাইলে ঘরে বসে শুধু মাত্র ফোন করেই বিমানের টিকেট ক্রয় করতে পারবেন । বাংলাদেশ বিমানের টিকেট কাউন্টার ফোন নাম্বার – ফোন: +880 2 8901600 অথবা সরাসরি ফোন করুন ০১৭৭৭-৭১৫৬১৩ এই নাম্বারে ।
তবে ফোন করে বিমানের টিকেট কাটার পর টিকেট চেক করে নেওয়া ভালো । এখন অনলাইনে বিমানের টিকেট চেক করা যায় । আপনি যদি অনলাইনে বিমানের টিকেট চেক করার নিয়ম না জানেন তাহলে আমাদের এই পোষ্ট টি পড়তে পারেন ।
পোষ্ট লিংক – অনলাইনে বিমানের টিকেট চেক করার নিয়ম
বিমানের টিকেট কাটার এপস
তবে আমার মতে ফোন করে টিকেট ক্রয় করার চেয়ে নিজ হাতে নিজের টিকেট ক্রয় করা ভালো এবং নিরাপদ । কারন আপনি ঘরে বসেই নিরাপদে এপস এর মাধ্যমে বিমানের টিকেট কাটতে পারছেন । যেমন আপনি বিকাশ এপস এর মাধ্যমেই কিন্তু যেকোন বিমানের টিকেট ক্রয় করতে পারবেন ।
এছাড়াও আপনি অনেক ওয়েব সাইট আছে সেসব সাইট থেকে আপনি যে কোন এয়ার লাইন্স এর টিকেট বুকিং করতে পারবেন ।
online air ticket bd
অনলাইনে online air ticket bd বুকিং দিতে হলে আপনাকে বিকাশ এপস বা বিভিন্ন এয়ার লাইন্স এর ওয়েবসাইটে গিয়ে online air ticket bd বুকিং দিতে পারবেন।
জনপ্রিয় কিছু এয়ার টিকেট বুকিং সাইট লিংক
- https://www.gozayaan.com/
- https://booking.biman-airlines.com/dx/BGDX/#/home
- https://sharetrip.net/airline/
- https://flightexpert.com/
শেষকথাঃ
বিমান টিকেট কাউন্টার ফোন নাম্বার লেখাটি এখানেই শেষ করতে চাচ্ছি । আশা করি আপনার কাঙ্খিত তথ্য পেয়ে গেছেন। এরপরও যদি আপনার এয়ার টিকেট , ভিসা, ফ্লাইট তথ্য জানার প্রয়োজন হয় । তাহলে আপনি আমাদের কমেন্ট করতে পারেন । চেষ্টা করবো আপনাকে সঠিক তথ্য দিয়ে সহযোগীতা করার ইনশাআল্লাহ ।