Apple iPhone 15 Pro Max price in Bangladesh 2023

Apple iPhone 15 Pro Max price in Bangladesh 2023 – iPhone 15 Pro Max Bangla Review

হ্যালো বন্ধুরা! ইডুটিউনবিডি.কম এ আপনাকে স্বাগতম। আজকে আমি হাজির হয়েছি বর্তমানে অনেক জনপ্রিয় ফোন অ্যাপল আইফোন ১৫ প্রো ম্যাক্স (Apple iPhone 15 Pro Max) এর বাংলা রিভিউ নিয়ে।

তো আজকের পোস্টে আমি আইফোন ১৫ প্রো ম্যাক্স এর বর্তমান মূল্য, লঞ্চের তারিখ, নেটওয়ার্ক, বডি, ডিসপ্লে, র‍্যাম, রম, ব্যাটারি, ক্যামেরা, ভিডিও রেকর্ডিংসহ সকল বিষয় নিয়ে বিস্তারিত ভাবে কথা বলবো। তো চলুন শুরু করা যাক আজকের রিভিউ।

Apple iPhone 15 Pro Max Full Specifications

Name Apple iPhone 15 Pro Max
Brand Apple
Model iPhone 15 Pro Max, A2849, A3105, A3106, A3108, iPhone16.2
Price 2,05,000 Taka (approximate price)

Network

আইফোন ১৫ প্রো ম্যাক্স এ আপনি 2G, 3G, 4G থেকে শুরু করে 5G পর্যন্ত নেটওয়ার্কের সুবিধা পাবেন। এছাড়া ফোনটিতে GPRS ও EDGE এনাবল করা আছে।

Network Type
GSM / CDMA / HSPA / EVDO / LTE / 5G
Network 2G
GSM 850 / 900 / 1800 / 1900 – SIM 1 & SIM 2 (Dual-SIM)
Network 3G
HSDPA 850 / 900 / 1700(AWS) / 1900 / 2100
Network 4G
LTE
Network 5G
SA/NSA/Sub6
Speed
HSPA, LTE-A, 5G
GPRS
Yes
EDGE
Yes

Apple iPhone 15 Pro Max Launch Date

আইফোন ১৫ প্রো ম্যাক্স লঞ্চ করা হয় ২২ সেপ্টেম্বরে। বিশ্বের প্রায় অনেক দেশে এই দিন লঞ্চ করা হয় এটি।

See also  লোডশেডিং শিডিউল সিলেট Pdf Download করুন।
Launch Announcement
2023, September
Launch Date
Available. Released 2023, September 22

Body

Apple iPhone 15 Pro Max এর বডি ডিটেইলস অ্যাপলের আগের ফোনগুলোর চেয়ে আলাদা। প্রধান পরিবর্তনটি হল আইফোন ১৫ প্রো ম্যাক্স এর ওজন পূর্বের ফোনগুলোর চেয়ে কম। ফোনটির ওজন ২২১ গ্রাম। আর ফোনটি পুরোটাই টাইটেনিয়াম দিয়ে তৈরি।

এখানে আপনি সিম ব্যবহার করতে চাইলে ন্যানো সিম অথবা ই-সিম ব্যবহার করতে হবে।

Body Dimensions
159.9 x 76.7 x 8.3 mm (6.30 x 3.02 x 0.33 in)
Body Weight
221 g
Build
Glass Front (Corning-made Glass), Glass Back (Corning-made Glass), Titanium Frame (Grade 5)
Network Sim
Nano-SIM and eSIM

Platform

আইফোন ১৫ প্রো ম্যাক্স এ iOS 17 অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। চিপসেট হিসেবে ফোনটিতে আছে Apple A17 Pro. যেটা অ্যাপলের সবচেয়ে শক্তিশালী প্রসেসর। এছাড়া সিপিইউ হিসেবে Hexa Core সিপিইউ ব্যবহার করা হয়েছে।

Operating System
iOS
OS Version
17
Chipset
Apple A17 Pro (3 nm)
CPU
Hexa-core (2x + 4x)
GPU
Apple GPU (6-core graphics)

Audio & Connectivity

Apple iPhone 15 Pro Max এর অন্যতম একটি পরিবর্তন হলো ফোনটিতে এই প্রথমবার USB Type-C 3.0 পোর্ট ব্যবহার করা হয়েছে। যা খুবই ভালো একটি পরিবর্তন। এবং অনেক গ্রাহক বেশ কিছুদিন ধরেই চাচ্ছিল যেন USB Type-C 3.0 পোর্ট খুব তাড়াতাড়ি আইফোনে ব্যবহার করা হয়।

USB Type C port in iPhone 15 Pro Max
USB Type C port

এছাড়াও ফোনটিতে রয়েছে জিপিএস সিস্টেম। তবে ফোনটিতে ৩.৫ মিলিমিটারের কোনো জ্যাক নেই। পাশাপাশি Fm Radio এরও সুবিধা নেই বললেই চলে।

WiFi
Wi-Fi 802.11 a/b/g/n/ac/6e, dual-band, Hotspot
Bluetooth
5.3, A2DP, LE
NFC
Yes
USB
USB Type-C 3.0, DisplayPort
GPS
Yes with a GPS
Audio
Yes
Loudspeaker
Yes with Stereo Speakers
3.5mm Jack
No
Fm Radio
No

Apple iPhone 15 Pro Max এর Display

আইফোন ১৫ প্রো ম্যাক্স এ LTPO Super Retina XDR OLED সুপার-ডুপার ডিসপ্লে। ডিসপ্লের সাইজ হল ৬.৭ ইঞ্চি এবং ক্ষেত্রফল প্রায় ১১০ বর্গসেমি। ডিসপ্লে প্রটেকশন হিসেবে Ceramic Shield Glass ব্যবহার করা হয়েছে।

See also  Degree 1st year result 2022

এছাড়া ডিসপ্লের ঘনত্ব 460 ppi এবং Resolution হল ১২৯০x২৭৯৬ পিক্সেল। আশা করি ডিসপ্লে সম্পর্কে ধারনা পেয়েছেন।

Display Type
LTPO Super Retina XDR OLED, 120Hz, HDR10, Dolby Vision, 1000 nits (typ), 2000 nits (HBM)
Display Size
6.7 inches, 110.2 cm²
Display Resolution
1290 x 2796 pixels, 19.5:9 ratio
Display Multitouch
Yes
Display Density
460 ppi
Display Screen Protection
Ceramic Shield Glass

Apple iPhone 15 Pro Max এর RAM ROM

Apple iPhone 15 Pro Max এ আপনি পাবেন ৮ জিবি র‍্যাম। ইন্টারনাল মেমোরি হিসেবে পাবেন ২৫৬ জিবি, ৫১২ জিবি, ১ টেরাবাইট রম। তবে এই ফোনে আপনি কোনো এক্সটারনাল মেমোরি বা SD Card ব্যবহার করতে পারবেন না।

Internal Memory (ROM)
256 GB, 512 GB, 1 TB
External Memory (SD Card)
No
RAM
8 GB

Apple iPhone 15 Pro Max এর Camera

Apple iPhone 15 Pro Max এর প্রাইমারি বা পিছনের ক্যামেরা হিসেবে আগের মতোই ট্রিপল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৪৮ মেগাপিক্সেল এর Wide ক্যামেরা। ১২ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স (5X অপটিক্যাল জুম) এবং আরেকটি ১২ মেগাপিক্সেলের Ultra Wide ক্যামেরা।

Primary Camera (Rear Camera)
Triple: 48 MP (wide)
12 MP (periscope telephoto), 5X Optical Zoom
12 MP (ultrawide)
TOF 3D LiDAR scanner (depth)
Secondary Camera (Front Camera)
12 MP (wide)
SL 3D (depth/biometrics sensor)
Camera Features
HDR (photo/panorama), Dual-LED Dual-tone Flash
Video Recording
4K@24/25/30/60fps, 1080p@25/30/60/120/240fps

ফ্রন্ট বা সামনের ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ৪৮ মেগাপিক্সেল এর Wide ক্যামেরা। আর 4k ভিডিও রেকর্ডিং তো পাচ্ছেনই! (4k সর্বোচ্চ 60fps এবং 1080p সর্বোচ্চ 240fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন।)

Apple iPhone 15 Pro Max এর Battery

ফোনটিতে নন-রিমুভেবল Li-Ion Battery ব্যবহৃত হয়েছে। ব্যাটারির ক্যাপাসিটি হলো ৪৪২২ মিলি অ্যাম্পিয়ার। এবং ফাস্ট চার্জিং এর গড় ধরা হয়েছে ৩০ মিনিটে ৫০%।

See also  সিরাজউদ্দৌলা নাটকের সৃজনশীল প্রশ্ন উত্তর
Battery Type
Non-removable Li-Ion Battery
Battery Capacity
4422 mAh
Charging
Wired, 50% in 30 min (advertised)

Apple iPhone 15 Pro Max এর Features & Colors

আগেই বলেছি আইফোন ১৫ প্রো ম্যাক্স পুরো ফোনটাই টাইটেনিয়াম নামক ধাতু দিয়ে তৈরি। এই ফোনটি আপনি পেয়ে যাবেন কালো, সাদা, নীল ও ন্যাচারাল টাইটেনিয়াম ভ্যারিয়েন্টে।

ফোনটিতে যেসব সেন্সর ব্যবহৃত হয়েছে তার মধ্যে অন্যতম হল- ফেইস আইডি, Accelerometer, কম্পাস, ব্যারোমিটার ইত্যাদি। এছাড়া ফোনটিতে আপনি স্যাটেলাইট থেকে সুবিধা পাবেন – এমন একটি ফিচার আছে।

Body Color
Black Titanium, White Titanium, Blue Titanium, Natural Titanium
Sensors
Face ID, accelerometer, gyro, proximity, compass, barometer
Messaging
Yes
Other Features
Ultra Wideband 2 (UWB) Support.
Emergency SOS via Satellite (SMS sending/receiving).
15W Wireless (MagSafe).
7.5W Wireless (Qi).

iPhone 15 Pro Max এর কয়েকটি ভালো দিক

১. নতুন ‘Action Button’ অ্যাড করা হয়েছে। এই বাটনটি অ্যাপলের আগের কোনো ফোনে ছিল না। বাটনটি ইউজাররা ইচ্ছামতো কাস্টমআইজ করে ব্যবহার করতে পারবে। যেমন- টর্চ লাইট অন বা অফ, কল রিসিভ বাটন, সাইলেন্ট করা ইত্যাদি।

২. ফোনটি টাইটেনিয়াম নামক শক্তিশালী ধাতু দিয়ে তৈরি করা হয়েছে। যা ফোনটিকে আরও মজবুত করে তুলেছে।

৩. ফোনটি আগের অন্যান্য ফোনের তুলনায় হালকা। ফলে বহন করতে আরামদায়ক মনে হয়।

৪. ফোনটির অন্যতম একটি পরিবর্তন হলো ফোনটিতে এই প্রথমবার USB Type-C 3.0 পোর্ট ব্যবহার করা হয়েছে।

৫. চিপসেট হিসেবে ফোনটিতে আছে Apple A17 Pro. যেটা অ্যাপলের সবচেয়ে শক্তিশালী প্রসেসর।

৬. ফোনটিতে আপনি স্যাটেলাইট থেকে সুবিধা পাবেন – এমন একটি ফিচার আছে।

iPhone 15 Pro Max এর কয়েকটি খারাপ দিক

১. ফ্রন্ট বা সামনের ক্যামেরার কোনো পরিবর্তন আনা হয়নি। আগের ফোনগুলোর মতোই আছে।

২. ফোনটির দাম সামান্য কমাতে পারতো। আগের ফোনগুলোর তুলনায় দাম একটু বেশিই।

৩. ১২৮ জিবি ভ্যারিয়েন্ট না থাকা।

শেষকথা

তো বন্ধুরা উপরে iPhone 15 Pro Max (আইফোন ১৫ প্রো ম্যাক্স) সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।

মোবাইল রিভিউ সম্পর্কিত আরো অনেক পোস্ট এই ওয়েবসাইটে দেওয়া আছে। আপনারা সেই মোবাইল রিভিউ পোস্ট গুলো দেখতে পারেন। ধন্যবাদ আমাদের সাইটের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।

Leave a Comment