ফেসবুক প্রোফাইল লক করার নিয়ম

ফেসবুক প্রোফাইল লক করার নিয়ম

 

হ্যালো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আপনাদের কে আমাদের এই সাইটে আমার পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে ফেসবুক প্রোফাইল লক করার নিয়ম এই বিষয় টি নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করে দেওয়া যাক।

 

ফেসবুক প্রোফাইল লক করার নিয়ম

 

এখন প্রায় সবাই ফেসবুক ব্যবহার করে। কেননা ফেসবুক এর মাধ্যমেই আমরা বেশির ভাগ যোগাযোগ এর কাজ স্থাপন করে থাকি। আর এই ফেসবুক ব্যবহার করতে হলে আমাদের একটি ফেসবুক আইডি এর প্রয়োজন হয়।

আর এই আইডি কে আবার প্রোফাইল ও বলা হয়। আর এই ফেসবুক প্রোফাইল এ প্রোফাইল পিক, কভার পিক, পোস্ট ইত্যাদি আপলোড করা যায়। আবার স্টোরি ও রিল ও আপলোড করা যায়।

অনেক সময় আমরা চাই যে আমাদের পোস্ট গুলো আমাদের ফেসবুক পোস্ট গুলো ফেসবুক ফ্রেন্ড ছাড়া আর কেউ না দেখতে পায়। তো অনেকেই এটা চান। এটা অনেকেই করতে পারে না। তবে এটি করা অনেকটা সহজ। এটি করার জন্য আমাদের ফেসবুক প্রোফাইল লক করতে হয়। তবে অনেকেই ফেসবুক প্রোফাইল লক করার নিয়ম টি জানেন না।

তাই আজকের এই পোস্ট এ ফেসবুক প্রোফাইল লক করার নিয়ম টি আপনাদের সাথে শেয়ার করবো। যারা ফেসবুক প্রোফাইল লক করার নিয়ম টা জানেন না তারা পোস্ট টি ভালো করে পড়বেন।

 

ফেসবুক প্রোফাইল লক করলে কী হবে

 

See also  সেরা ভয়েস চেঞ্জ করার সফটওয়্যার 2024

অনেকেই আবার জানে না যে, ফেসবুক প্রোফাইল লক করা হলে কী কী হবে। যারা যানেন না তারা নিচে দেখে নিন ফেসবুক প্রোফাইল লক করলে কী কী হবে।

১. আপনার করা পোস্ট আপনার ফেসবুক ফ্রেন্ড ছাড়া কেউ দেখতে পানে না।

২. আপনার আপলোড করা প্রোফাইল ছবি ফুল সাইজে আপনার ফেসবুক ফ্রেন্ড ছাড়া কেউ দেখতে পাবে না।

 

ফেসবুক প্রোফাইল লক করার নিয়ম
ফেসবুক প্রোফাইল লক করার নিয়ম

ফেসবুক প্রোফাইল লক করার নিয়ম

 

ফেসবুক প্রোফাইল লক করার নিয়ম ২ ভাবে আছে। এর মধ্য ফেসবুক প্রোফাইল লক করার নিয়ম এর ১ম নিয়মটি হলো ফেসবুক এপ (চাইলে লাইট এপ ও ব্যবহার করতে পারেন) আর আরেকটি উপায় হলো ওয়েব সাইট এর মাধ্যমে (কম্পিউটারের জন্য)। তো নিচে আমরা দুইটি উপায় সম্পর্কেই জানবো।

 

ফেসবুক এপ দিয়ে ফেসবুক প্রোফাইল লক করার নিয়ম

 

ফেসবুক এপ দিয়ে ফেসবুক প্রোফাইল লক করা নিয়ম অনেক সহজ। এর জন্য আপনাদের শুধু মোবাইল এ ডাটা কানেকশন এবং ফেসবুক এপ এর দরকার হবে। নিচে নিয়ম টি দিয়ে দিচ্ছি।

১. প্রথমে ফেসবুক এপটি ওপেন করুন।

২. এবার নিজের প্রোফাইল আইকন এ ক্লিক করে নিজের প্রোফাইল এ চলে যান।

৩. এবার প্রোফাইল এ দেখুন সেখানে একটি 3dot মেনু আছে। সেখানে ক্লিক করে দিবেন।

৪. এবার সেখানে অনেক গুলো মেনু পাবেন, সেখান থেকে Lock Profile এ ক্লিক করে দিবেন।

৫. এবার আপনার সামনে একটা ইন্টারফেজ আসবে। সেখান থেকে নিচের দিকে Lock Your Profile নামে একটা অপশন পাবেন সেখানে ক্লিক করে দিবেন। ব্যাস আপনার ফেসবুক প্রোফাইল লক হয়ে যাবে।

 

আরো পড়ুনঃ ফেসবুক গ্রুপ বড় করার নিয়ম।

 

ওয়েব সাইট দিয়ে ফেসবুক প্রোফাইল লক করার নিয়ম

 

ফেসবুক ওয়েব সাইট দিয়েও ফেসবুক প্রোফাইল লক করা নিয়ম অনেক সহজ। এর জন্য আপনাদের শুধু মোবাইল এ ডাটা কানেকশন এবং ফেসবুক ওয়েব সাইট এর দরকার হবে। নিচে নিয়ম টি দিয়ে দিচ্ছি।

See also  এন্টিভাইরাস কি? মোবাইলের জন্য সেরা ৭ টি এন্টিভাইরাস সফটওয়্যার

১. প্রথমে ফেসবুক ওয়েব সাইট টি ওপেন করুন। এর জন্য Facebook.com এখানে ক্লিক করতে পারেন।

২. এবার নিজের প্রোফাইল আইকন এ ক্লিক করে নিজের প্রোফাইল এ চলে যান।

৩. এবার প্রোফাইল এ দেখুন সেখানে একটি 3dot মেনু আছে। সেখানে ক্লিক করে দিবেন।

৪. এবার সেখানে অনেক গুলো মেনু পাবেন, সেখান থেকে Lock Profile এ ক্লিক করে দিবেন।

৫. এবার আপনার সামনে একটা ইন্টারফেজ আসবে। সেখান থেকে নিচের দিকে Lock Your Profile নামে একটা অপশন পাবেন সেখানে ক্লিক করে দিবেন। ব্যাস আপনার ফেসবুক প্রোফাইল লক হয়ে যাবে।

 

শেষ কথা

 

তো প্রিয় বন্ধুরা আজকের এই পোস্ট এ আপনারা জানলেন, ফেসবুক প্রোফাইল লক করার নিয়ম সম্পর্কে। আশা করছি এই পোস্ট টি আপনাদের কাছে অনেক টা ভালো লেগেছে।

ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের। আর এরকম সব পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করতে থাকুন আমাদের এই ওয়েব সাইট টি তে। আবার দেখা হবে পরবর্তী কোনো পোস্ট এ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেয।

 

Leave a Comment