জর্ডান গার্মেন্টস ভিসা ২০২৩ , জর্ডান পুরুষ ভিসা বিস্তারিত জানুন
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ । কেমন আছেন প্রিয় ভিজিটর । আশা করি ভালো আছেন । আমিও আলহামদুল্লিহা ভালো আছি । আজকে কথা বলবো জর্ডান গার্মেন্ট ভিসা নিয়ে । আজকের পোষ্টে কথা বলবো জর্ডান পুরুষ ভিসা নিয়ে ইনশাআল্লাহ । মোট কথা আজকের পুরো আর্টিকেল জুরেই থাকবে কিভাবে আপনি জর্ডান যাবেন । কত খরচ হবে । জর্ডান গার্মেন্ট ভিসায় বেতন কত পাবেন ।
মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান। বাংলাদেশের নারী পোশাককর্মীদের জন্য নিরাপদ গন্তব্য হিসেবে পরিচিতি পেয়েছে দেশটি। বাংলাদেশ থেকে প্রতি সপ্তাহে দেশটিতে ৩০০ জন করে পোশাক খাতের কর্মী যাচ্ছেন। বছরে গড়ে সংখ্যাটি দাঁড়ায় প্রায় ১৫ হাজার। আর যাওয়ার খরচ নামমাত্র বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনায় দেশটিতে যেতে পারছেন দক্ষ নারী ও পুরুষ কর্মীরা। গত ৩০ জুন পর্যন্ত বোয়েসেলের মাধ্যমে ৮২ হাজার ৬৬৮ জন কর্মী জর্ডানে গেছেন। এর মধ্যে ৮১ হাজার ৭৬৬ জন নারী এবং ৯০২ জন পুরুষ কর্মী। তাঁরা জর্ডানের প্রায় ৪০টি পোশাক কারখানায় কর্মরত আছেন।
[box type=”shadow” align=”aligncenter” class=”” width=””]পড়ুন – কানাডা যাওয়ার সহজ উপায় বেতন ২ লাখ [/box]
জর্ডানে যেসব বাংলাদেশি কাজ করছেন, তাঁদের বেশির ভাগই তৈরি পোশাক খাতে কর্মরত। ২০১০ সাল থেকে জর্ডানে বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হয়। গত অর্থবছরে জর্ডানের ৪০টি কোম্পানিতে প্রায় ১৫ হাজার দক্ষ নারী পোশাককর্মী পাঠানো হয়েছে। ভবিষ্যতে দেশটিতে বাংলাদেশি কর্মীদের সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে।
সূচিপত্র
জর্ডান গার্মেন্টস ভিসা ২০২৩ যোগ্যতা
সাধারণত কম দক্ষতা ও উচ্চ দক্ষতাসম্পন্ন পদে কর্মী নেওয়া হয়। কম দক্ষতার পদগুলোর মধ্যে রয়েছে মেশিন অপারেটর, কোয়ালিটি কন্ট্রোলার ও চেকার। এই তিন পদে শিক্ষাগত যোগ্যতা তেমন লাগে না। শুধু কাজের অভিজ্ঞতা থাকতে হয়। উচ্চ দক্ষতার পদগুলো হলো সুপারভাইজার, লাইন ম্যানেজার, মেকানিক, প্রোডাকশন সুপারভাইজার ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার। এসব পদে ন্যূনতম যোগ্যতা এসএসসি পাস থেকে স্নাতক–স্নাতকোত্তর পর্যন্ত। এ ছাড়া চাহিদামতো কাজের অভিজ্ঞতা থাকতে হয়।
জর্ডান পুরুষ ভিসা ২০২৩
জর্ডানে পোশাক কারখানায় পুরুষ কর্মী নিয়োগ দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান । বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) এর মাধ্যমে প্রতি সপ্তাহেই পুরুষ কর্মী নিচ্ছে জর্ডান । আপনারা যে কেউ চাইলেই সরাসরি সাক্ষাৎকার দিয়ে জর্ডান গার্মেন্ট ভিসায় পাড়ি জমাতে পারেন জর্ডান ।
জর্ডান গার্মেন্টস ভিসায় বেতন কত ?
জর্ডানের ন্যূনতম মজুরি বাংলাদেশের কারখানাগুলোর ন্যূনতম মজুরির প্রায় দ্বিগুণ। বোয়েসেলের উপমহাব্যবস্থাপক নূর আহমেদ প্রথম আলোকে বলেন, কম দক্ষতার পদগুলোয় মাসিক ন্যূনতম বেতন ১৭ থেকে ২৫ হাজার টাকা। ওভারটাইমের সুযোগ রয়েছে। এ ছাড়া থাকা, খাওয়া ও চিকিৎসা ফ্রি। কর্মীদের আসা–যাওয়ার বিমানভাড়াও নিয়োগকারী প্রতিষ্ঠান দেয়। কর্মীদের জন্য বিমা–সুবিধাও রয়েছে। উচ্চ দক্ষতার পদগুলোয় বেতন ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। প্রতিষ্ঠানভেদে আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারণ করা হয়।
[box type=”shadow” align=”aligncenter” class=”” width=””]পড়ুন – গার্মেন্টস চাকরি বেতন কত ?[/box]
জর্ডানের ক্ল্যাসিক ফ্যাশনে দীর্ঘদিন প্রোডাকশন ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন মো. রফিকুল ইসলাম। বর্তমানে সেখানকার আরেকটি প্রতিষ্ঠান নিডেল ক্রাফটে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন তিনি। প্রথম আলোকে তিনি বলেন, সাধারণ পোশাককর্মীদের চাকরির শুরুতেই বেতন ১৭ হাজার টাকা। এ ছাড়া ওভারটাইমসহ মাসে ২৭ থেকে ২৮ হাজার টাকা পর্যন্ত আয় করেন অনেকে। থাকা ও খাওয়া কোম্পানি দেয়, তাই কর্মীরা যা বেতন পান, চাইলে পুরোটা সঞ্চয় করতে পারেন।
জর্ডান গার্মেন্টস ভিসা ২০২২ খরচ কত ?
বোয়েসেলের উপমহাব্যবস্থাপক নূর আহমেদ বলেন, নির্বাচিত কর্মীদের মেডিকেল ফি ১০০০ টাকা ও ফিঙ্গারপ্রিন্টের ফি ২২০ টাকা দিতে হয়। বোয়েসেলের মাধ্যমে সাধারণ কর্মীদের জর্ডানে যেতে এর বাইরে কোনো টাকা খরচ নেই। তবে শুধু উচ্চ দক্ষতাসম্পন্ন কিছু পদে অতিরিক্ত খরচ কর্মীকে বহন করতে হয়।
জর্ডান গার্মেন্টস ভিসা খরচ নিয়ে বিস্তারিত চার্ট আকারা দেওয়া হলো
BOESL SERVICE CHARGE
Category | বিমান ভাড়া যদি কম্পানী বহন করে তাহলে খরচ হবে | ||||||
Rate of Service Charge in (BDT) | VAT (15%) | Wage Earners Welfare Fee | Smart Card | Data Entry Fee | Total | Total in USD* | |
Semi-Skilled
| 26,400/- | 3,960/- | 3,500/- | 250/- | 200/- | 34,310/- | 409 $ |
Skilled | 42,000/- | 6,300/- | 3,500/- | 250/- | 200/- | 52,250/- | 623 $ |
Professional | 72,000/- | 10,800/- | 3,500/- | 250/- | 200/- | 86,750/- | 1,034 $ |
Female Garment Workers only | 12,000/- | 1,800/- | 3,500/- | 250/- | 200/- | 17,750/- | 212 $ |
Category | বিমান ভাড়া যদি কম্পানী বহন করে তাহলে খরচ হবে | ||||||
Rate of Service Charge in (BDT) | VAT (15%) | Wage Earners Welfare Fee | Smart Card | Data Entry Fee | Total | Total in USD* | |
Semi-Skilled
| 20,400/- | 3,060/- | 3,500/- | 250/- | 200/- | 27,410/- | 327 $ |
Skilled
| 30,000/- | 4,500/- | 3,500/- | 250/- | 200/- | 38,450/- | 458 $ |
Professional
| 54,000/- | 8,100/- | 3,500/- | 250/- | 200/- | 66,050/- | 787 $ |
Female Garment Workers only | 6,000/- | 900/- | 3,500/- | 250/- | 200/- | 10,850/- | 130 $ |
Category | When any Employer recruits 2000 or more female worker in a calendar year | ||||||
Rate of Service Charge in (BDT) | VAT (15%) | Wage Earners Welfare Fee | Smart Card | Data Entry Fee | Total | Total in USD* | |
Skilled/Sami-Skilled | 10,000/- | 1,500/- | 3,500/- | 250/- | 200/- | 15,450/- | 184 $ |
[box type=”error” align=”aligncenter” class=”” width=””]খরচ সবসময় ডলার রেট অনুযায়ী হিসাব হবে। [/box]
জর্ডানের বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি
ঢাকায় তিনটি প্রশিক্ষণকেন্দ্রে কর্মীদের সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। জর্ডানের যেসব প্রতিষ্ঠান নিয়োগ দেয়, তাদের প্রতিনিধিরা সাক্ষাৎকার নিয়ে থাকেন। বোয়েসেলের ব্যবস্থাপক (প্রটোকল) সমর কুমার রনি প্রথম আলোকে বলেন, সাক্ষাৎকারে প্রার্থীর আগ্রহ ও কাজের বিষয়ে প্রশ্ন করা হয়। শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণকেন্দ্র এবং বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (বিকেটিটিসি) সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। ঢাকায় প্রতি শুক্রবার সকাল আটটায় সাক্ষাৎকার শুরু হয়। প্রয়োজনীয় কাগজপত্রসহ কেন্দ্রে সাক্ষাৎকারের জন্য উপস্থিত হতে হয়।
[box type=”shadow” align=”aligncenter” class=”” width=””]গার্মেন্টস মেশিন পরিচিতি জানুন[/box]
জর্ডান গার্মেন্টস নিয়োগ ২০২৩ এর সাক্ষাৎকারের সময় যে সমস্থ কাগজপত্র আনতে হবে।
রঙিন ছবি চার কপি (পাসপোর্ট সাইজ), মূল পাসপোর্ট, পাসপোর্টের ফটোকপি এক সেট রঙিন ও চার সেট সাদা–কালো, শিক্ষাগত অভিজ্ঞতার সনদ (যদি থাকে)।
জর্ডান পুরুষ ভিসা বা জর্ডান গার্মেন্টস ভিসা শর্ত
দিনে আট ঘণ্টা ডিউটি, সপ্তাহে ছয় দিন এবং ওভারটইম (স্বেচ্ছাধীন)। চাকরির চুক্তি তিন বছর। নিয়োগকারী প্রতিষ্ঠান থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করবে। চাকরিতে যোগদানের বিমানভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমানভাড়া নিয়োগকারী প্রতিষ্ঠান দেবে। চুক্তি শেষ হওয়ার আগে দেশে ফিরে আসতে চাইলে জর্ডানের শ্রম আইন প্রযোজ্য হবে। যাঁদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে মামলা আছে, তাঁরা নিয়োগের অযোগ্য হবেন।
[box type=”shadow” align=”aligncenter” class=”” width=””]সুইং সুপারভাইজারের কাজ কি [/box]
জর্ডান এর টাকার মান কত ?
জর্ডানের টাকার মান বাংলাদেশের থেকে অনেক বেশী । জর্ডানের ১ টাকা বাংলাদেশের ১৪৪ টাকা ।
সরকারি ভাবে জর্ডান মহিলা গার্মেন্টস অপারেটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি
সরকারীভাবে পুরুষ মহিলা সবাই জর্ডান যাওয়ার সুযোগ পাবেন । বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল ) এর ওয়েবসাইটে প্রতিনিয়ত জর্ডান সহ বিভিন্ন দেশের কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে । আপনারা বায়েসেল এ নিয়মিত চোখ রাখলেই । জর্ডান গার্মেন্টস নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাবেন । এছাড়াও আপনি আমাদের এই পোষ্ট কমেন্ট করলেও আপডেট পেয়ে যাবেন ।
জর্ডানের এক দিনার বাংলাদেশের কত টাকা
জর্ডানের এক দিনার বাংলাদেশের ১৪৪ টাকা । অনেক বেশী দাম বাংলাদেশের টাকা থেকে ।
জর্ডান গার্মেন্টস ভিসা ভিডিও
শেষকথাঃ
জর্ডান গামেন্টস ভিসা । জর্ডান পুরুষ ভিসা । বা যেকোন ভিসাতেই যে কোন দেশে যেতে চান । চোখ কান খোলা রেখে সামনে আগাবেন । মনে রাখবেন দেশে দালাল বাটপারের অভাব নাই । বিদেশ যেতে বেশী টাকা পয়সা লাগে না । কোন এজেন্সি বা দালাল ছাড়াও বিদেশ যাওয়া যায় । আমাদের এই ওয়েবসাইটের প্রবাস ক্যাটারির লেখা গুলি নিয়মিত পড়লেই বুঝতে পারবেন কিভাবে কোন দালাল ছাড়া নিজে নিজে বিদেশ পাড়ি জমাবেন ।
রিলেটেড ট্যাগ
জর্ডান গার্মেন্টস ভিসা |
জর্ডান গার্মেন্টস ভিসা ২০২২ |
জর্ডান গার্মেন্টস ভিসা ২০২১ |
জর্ডান গার্মেন্টস ভিসা ২০২০ |
জর্ডান গার্মেন্টস ভিসা ২০২০ করোনা কালে |
জর্ডান গার্মেন্টস ভিসা ২০২1 |
জর্ডান গার্মেন্টস ভিসা অফিস |
জর্ডানে গার্মেন্টস ভিসা |
জডান গার্মেন্টস ভিসা |
জর্ডান গার্মেন্টস ভিসা আবেদন |
জর্ডান ভিসা |
গার্মেন্টস ও |
জর্ডান গার্মেন্টস |
jordan garments visa |
গার্মেন্টস কর্মী |
জর্ডান গার্মেন্টস ভিসা চেক |
জর্ডানের গার্মেন্টস ভিসা চান |
জর্ডান গার্মেন্টস ভিসা টুরিস্ট |
জর্ডান গার্মেন্টস ভিসা তথ্য |
জর্ডানের গার্মেন্টস ভিসা পেতে চান |
জর্ডান গার্মেন্টস ভিসা বাংলাদেশ |
জর্ডান গার্মেন্টস ভিসা ভিডিও |
জর্ডান গার্মেন্টস ভিসা যাচাই |
[box type=”info” align=”aligncenter” class=”” width=””]দায স্বিকার – এই লেখাটি প্রথম আলো পত্রিকার রিপোর্ট অনুযায়ী লেখা হয়েছে । [/box]
আমি একজন গার্মেন্স কর্মী, আমি কি করে জর্ডানে ভিসা পাবো
ji parben
মোঃ মাহ্বুবুর রহমান। আমার বয়স 38 +কিন্তু আমি জডানের র্গামেন্স ভিসা। আমি অবশ্য র্গামেন্স শ্রমিক বঠে।
যেতে পারবেন
আমি অপারেটর আমি বয়েসেলের মাধ্যমে যেতে চাই দয়া করে আবেদনের লিং টি দিবেন স্যার
http://www.boesl.gov.bd/
My Name Is Mahbubur Rahman, Myself Age 38+,I wish to get a zodern Germents visa .But how I can get it.
rakibpopi268@gmail.com
আমি একজন গার্মেন্টসের মেকানিক সিনিয়র পদে আছি। যেতে চাই গার্মেন্টস মেকানিক পদে চাকরি করতে চাই। বর্তমানে নারায়ণগঞ্জে আছি আদমজ ইপিজেড ইউনেস্কো বিডি লিমিটেড কোম্পানিতে সিনিয়র মেনটেনেন্স পদে আছি
http://www.boesl.gov.bd/
আমি একজন গার্মেন্টস কর্ম আমি কি করে জর্ডান ভিসা পাবো
Ha paben
আমি একজন গামেন্টস কর্ম আমি কি ভাবে ভিসা পাবো 01951129648
আপনি বায়োসেলের বিজ্ঞপ্তি দেখতে পারেন। পাসপোর্ট সহ যাবতীয় কিছু কম্পিলিট করে রাখবেন
shaponray22@gmail.com
Assistant Manager Merchandising or Sr. Merchandiser POSt
পাসপোর্ট আছে আমি যেতে চাই 01706277004 ।
পারবেন
rakibpopi268@gmail.com
আমি কোয়ালিটি পদে চাকরি করি।। আমিও জর্ডান যেতে চাচ্ছি।
এখন কি লোক নিয়োগ নিচ্ছে..?
হা, আপনি সরকারি নিয়োগ সংস্থা বায়োসেলের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখুন
3958a4034@gmail.com
আমি জর্ডান কোম্পানি ভিসা যেতে চাই। কি ভাবে যাবো পাসপোর্ট আছে।
আমি যেতে চাই জ্যাকাট সুপারছাইর হিসাবে।যদি ভিসা থাকে আমাকে যানাবেন।01999497707
Ame jete chai jordan plz aktu janaben kebabe posesinh
আমি অপারেটর আমি বয়েসেলের মাধ্যমে যেতে চাই দয়া করে আবেদনের লিং টি দিবেন স্যার
আমি জর্ডান যেতে চাই আমি একজন সিনিয়র মেকানিক বর্তমানে চাকরিজীবী আদমজীবীদের লিমিটেড সিনিয়র পদে আছে আমি যেতে চাই আমার পাসপোর্ট আছে। ই পাসপোর্ট 01776591311
http://www.boesl.gov.bd/
Name: Bidyut Kundu
I complement electrical work. I am still working
আমি জর্ডানে যেতে চাই আমি একজন গার্মেন্টস কর্মী মেকানিক্যাল জব করি এখন বর্তমানে মাহমুদ গ্রুপে আছে। কিভাবে জর্ডানে যাব মেকানিক বিষয়ে একটু হেল্প করবেন।
বায়োসেলের বিজ্ঞপ্তি নজর রাখুন https://boesl.gov.bd/
আমি জর্ডানে
যেতে চাই মেকানিক্যাল ভিসা।
আমি একজন swing মেকানিক
আমি একজন swing মেকানিক