মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম 2023
আসসালমু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ । কেমন আছেন ? আশা করি ভালো আছেন । আমরা সবসময় ইডু টিউন বিডিতে মানুষের উপকার হয় এমন ধরনের কন্টেন্ট লিখে থাকি । সেই ধারাবাহিকতায় আজকে আমরা লিখতে বসেছি অনলাইনে মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম নিয়ে ।
আজকের লেখা শেষ করলে আপনি যা যা জানতে পারবেন তা হলো , পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম, মালয়েশিয়া ভিসা চেকিং করার লিংক ( malaysia visa check online ) সহ মালয়েশিয়া ভিসা চেক সংক্রান্ত খুটিনাটি সকল কিছু ।
সূচিপত্র
মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম 2023
বর্তমানে অনলাইনে মালয়েশিয়া ভিসা চেক করা একদম সহজ । আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন বা কম্পিউটার দিয়েই মাত্র ২ মিনিটে আপনার ভিসা চেকিং করতে পারবেন । মজার ব্যাপার হলো আপনি কারো সহযোগীতা ছাড়াই মালয়শিয়া ভিসা চেক করতে পারবেন । এক নিমিষেই আপনি জানতে পারবেন ভিসা আসল না নকল ।
অনলাইনে মালয়েশিয়া ভিসা চেক করার জন্য কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে । ধাপগুলা আমি নিচে চিত্র সহ বিস্তারিত বর্ণনা করেছি । আপনি দেখে দেখে নিজেই আপনার ভিসাটি চেক করুন ।
# মালয়েশিয়া ভিসা চেক ধাপ ১
অনলাইনে মালয়েশিয়া ভিসা চেক করতে হলে প্রথমেই আপনাকে যেতে হবে মালয়েশিয়ার সরকারি ওয়েবসাইটের এই লিংকে । মালয়েশিয়া ভিসা চেক লিংক । লিংকে ক্লিক করার পর নিচের চিত্রের মত একটি পেজ দেখতে পাবেন ।
এখানে আপনি দুইভাবে মালয়েশিয়া ভিসা চেক করতে পারবেন । একটি হলো আপনার Employer Identification Card No । আর অন্যটি হলো Company Registration No আপনার কাছে এই দুটি তথ্যের যেকোন একটি থাকলেই আপনি সেই তথ্য ব্যাবহার করে আপনার ভিসার বর্তমান অবস্থা সমন্ধে জানতে পারবেন ।
মালয়েশিয়া ভিসা চেকিং ধাপ ২
এই ধাপে এবার আপনি Employer Identification Card বা Company Registration No দিন । এবং Search ক্লিক করুন ।
এখানে আমি কম্পানী রেজিষ্টেশন নাম্বার দিয়ে ভিসা করেছি যার কারনে আমি কম্পানী রেজিষ্টেশন নাম্বারের করে রেজিষ্টেশন নাম্বার বসিয়ে সার্চ এ ক্লিক করেছি ।সার্চ এ ক্লিক করার পর দেখতে পাবেন ঐ কম্পানীতে যার যার ভিসা প্রসেসিং আছে সবার ভিসার স্ট্যটাস দেখা যাচ্ছে । এখানে সাত ধরনের স্ট্যটাস বা ভিসার অবস্থা দেখা যায় । যার যার নামের পাশে ভিসার বর্তমান অবস্থা শো করে । এখান থেকে আপনি আপনার নাম খুজে বের করুন এবং ভিসার বর্তমান অবস্থা চেক করুন ।
এখানে দেখতে পাচ্ছেন ঐ কম্পানীর কারো ভিসা রিসিভ করা হয়েছে । কারো ভিসা প্রিন্টে আছে । আবার কারো ভিসা রিজেক্ট করা হয়েছে । এখন থেকে আপনি আপনার ভিসাটি খুজে বের করে দেখুন ভিসার বর্তমান অবস্থা । আশা করি বুঝতে পেরেছেন ।
ভিসা চেক করার সুবিধা
অনলাইনে ভিসা চেক করার নানাবিধি সুবিধা আছে ।
- ঘরে বসে ভিসা তথ্য জানা যায়
- কোন খরচ হয় না
- সঠিক তথ্য জেনে প্রতারণা থেকে বাঁচা যায়
- ভিসার মেয়াদ জানা যায় ।যাতে করে মেয়াদ শেষ হবার আগেই রিনিউ করা যায়
- আপনার পেশা ও কম্পানীর নাম জানা যায়
সকল দেশের ভিসা চেক করার লিংক
- দুবাই ভিসা চেক করার নিয়ম
- ইতালি ভিসা চেক করার নিয়ম
- ওমান ভিসা চেক করার নিয়ম
- কাতার ভিসা চেক করার নিয়ম
- ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম
- মালায়েশিয়া ভিসা চেক করার নিয়ম
- সৌদি ভিসা চেক করার নিয়ম
মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম নিয়ে বেশ অনেক কথাই বলা হলো । আপনি যদি আমার কথা গুলা বুঝে ঘরে বসে নিজে নিজেই মালয়েশিয়ার ভিসা চেক করতে পারেন । তাহলেই আমার এই শ্রম দেওয়ার সর্তকতা । যদি না পারেন তাহলে কষ্ট করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমারা চেষ্টা করবো আপনার সমস্যাটি সমাধান করার ইনশাআল্লাহ ।
আজ আর লিখছি না । আগামীতে আবারও দেখা হবে ভিন্ন কোন টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ।