কাতার ভিসা চেক করার নিয়ম ২০২৩ বিস্তারিত

কাতার ভিসা চেক করার নিয়ম ২০২২

প্রিয় কাতার  প্রবাসী ভাইয়েরা । বাংলাদেশ থেকে আমার সালাম নিবেন । আশা করি ভালো আছেন । আল্লাহ আপনাদের ভালো রাখুক এই প্রত্যাশাই করি সবসময় । কারন আপনারা বাংলাদেশের প্রান । সত্যিকারের দেশ প্রেমিক । আপনারা যেন বিদেশের মাটিতে সুস্থ থেকে মাতৃভুমিকে সচল রাখতে পারেন সেই দোয়া করি  আল্লাহর কাছে ।

আজকে আমি আপনাদের জন্য ছোট্ট একটি উপকার করার ইচ্ছে নিয়ে লিখতে বসেছি । সেটা হলো কাতার ভিসা চেক করার নিয়ম । একজন কাতার প্রবাসীই জানে এই কাতার ভিসা তার জন্য কতটা গুরুত্বপূর্ণ । নতুন যারা কাতার গিয়েছেন বা যাচ্ছেন তাদের জন্যই মুলত এই আর্টিকেল । নতুন অনেকেই আছেন যারা কাতার ভিসা চেক করতে পারছেন না । সঠিক নিয়ম না জানার কারনে ।

তাই আজকে আমি আপনারা যারা কাতার ভিসা চেক করতে জানেন না । তাদের কে শেখাবো কিভাবে আপনি অল্প সময়েই   আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনার কাতার ভিসা চেক করতে পারবেন । আপনার একটু উপকার হলেই আমি নিজেকে ধণ্য মনে করবো  ।  তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের মুল আলোচনা কাতার ভিসা চেক করার নিয়ম । 

কাতার ভিসা চেক করার নিয়ম ২০২২

 

কাতার ভিসা দুই ভাবে চেক করা যায় । ১ । ভিসা নাম্বার দিয়ে । ২ । পাসপোর্ট নাম্বার দিয়ে । আমি আজকের আর্টিকেলে দুই ভাবেই দেখাবো ইনশাআল্লাহ ।

অনলাইনে কাতার ভিসা চেক করার সুবিধা

 

আপনি এখন একদম ঘরে বসে কারো কাছে না গিয়ে নিজেই নিজেই কাতার ভিসা চেক করতে পারবেন । আপনার ভিসা সঠিক কিনা । যে কাজের জন্য আপনি ভিসা পেয়েছেন তা সঠিক কিনা । কম্পানির তথ্য সঠিক কিনা সেকল বিষয়ে আপনি কাতার ভিসা চেক করে জানতে পারবেন ।  এক্ষেত্রে দালালদের দৌড়ত্ব কমবে আর সাথে সাধারন কাতার প্রবাসীরা শান্তিতে থাকতে পারবে ।

[box type=”shadow” align=”aligncenter” class=”” width=””]কাতার থেকে বাংলাদেশের দূরত্ব কত ?[/box]

অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম

পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক করার নিয়ম

 

এখন আমি আপনাদের দেখাবো কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করবেন । বিষয়টি একদম সিম্পল । মাত্র কয়েকটি ধাপ এর মাধ্যমেই আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করতে পারবেন ।

ধাপ ১ 

 

প্রথেমে আপনি https://portal.moi.gov.qa/wps/portal/MOIInternet/services/inquiries/visaservices/enquiryandprinting এই লিংকে ক্লিক করুন । ক্লিক করার পর নিচের চিত্রের মত একটি চিত্র আসবে ।

কাতার ভিসা চেকিং লিংক

কাতার ভিসা চেক লিংক 

কাতার ভিসা চেক

এখান আপনি

  • Passport Number সিলেক্ট করুন এবং পাশের ঘরে আপনার পাসপোর্ট নাম্বার  লিখুন
  • এরপর Nationality এর পাশের ড্রপডাউন মেনু থেকে Bangladesh সিলেক্ট করুন ।
  • এবার ক্যপচা পুরন করুন
  • সর্বশেষ সাবমিট বাটনে ক্লিক করুন । ২ সেকেন্ড অপেক্ষা করুন দেখবেন আনপার ভিসার অবস্থা ।

না বুঝলে নিচের চিত্র ফলো করুন ।

পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক

 

[table id=2 /]

Qatar visa check online 2022

 

কাতার ভিসা চেক করার জন্য আরো একটি পদ্ধতি আছে । তবে এই পদ্ধতি তুলনামুলক একটু কঠিন । যারা উপরের দেখানো পদ্ধতিতে কাজ করতে পারছেন না । তারা  এই পদ্ধতিতে চেষ্টা করে দেখতে পারেন  আশা করি কাজে দিবে ।

এই পদ্ধতে কাতার আকামা চেক করতে হলে আপনাকে প্রথমে যেতে হবে  এই লিংকে https://portal.moi.gov.qa/wps/portal/ar 

কাতার ভিসা চেক লিংক

লিংকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সাইট টি আরবি তে লোড হচ্ছে ।

Qatar visa check online 2022

 

আরবিতে লোড হলে সাইটটি ইংরেজী তে দেখতে বাম কোনায় ইংরেজীতে ক্লিক করুন । না বুঝতে নিচের চিত্র ফলো করুন ।

কাতার ভিসা চেকিং

এবার  Inquiries তে ক্লিক করুন । 

কাতার আকামা চেক

Inquiries তে ক্লিক করার পর দেখতে পাবেন নতুন একটি পেজ ওপেন হয়েছে ।

এখান থেকে Visa Services  এ ক্লিক করুন । Visa Services  এ ক্লিক করার পর ডানে দেখতে পাবেন Visa Inquery And Printing  এখানে ক্লিক করুন । না বুঝতে নিচের চিত্র লক্ষ্য করুন ।

 

 

Visa Services  এ ক্লিক

 

Visa Services  এ ক্লিক করার পর এখানে আপনি

  • Passport Number সিলেক্ট করুন এবং পাশের ঘরে আপনার পাসপোর্ট নাম্বার  লিখুন
  • এরপর Nationality এর পাশের ড্রপডাউন মেনু থেকে Bangladesh সিলেক্ট করুন ।
  • এবার ক্যপচা পুরন করুন
  • সর্বশেষ সাবমিট বাটনে ক্লিক করুন । ২ সেকেন্ড অপেক্ষা করুন দেখবেন আনপার ভিসার অবস্থা ।

না বুঝলে নিচের চিত্র ফলো করুন ।

পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক

 

ভিসা নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করার নিয়ম

 

এতক্ষন আমরা আলোচনা করেছি  পাসপোর্ট নাম্বার দিযে কাতার ভিসা চেক কিভাবে করা যায় সেটা নিয়ে। এখন আমরা জানবো আপনি কিভাবে ভিসা নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করতে পারবেন ।

[box type=”info” align=”aligncenter” class=”” width=””]এই পদ্ধতি শুধু মাত্র পুরাতন ভিসা যেগুলা রিনিউ করতে দেওয়া হয়েছে সেগুলা চেক করতে পারবেন । নতুন ভিসা পাসপোর্ট নাম্বার দিয়েই চেক করতে হবে । [/box]

ভিসা নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করতে হলে প্রথমে আপনাকে যেতে হবে এই লিংকে

ভিসা চেক লিংক 

লিংকে ক্লিক করার পর নিচের চিত্রের মত দেখতে পাবেন । সেই ফরমটা পড়ুন করুন

  • সিলেক্ট Visa Number বাম পাশে আপনার ভিসা নাম্বার লিখুন । 
  • এরপর Nationality এর পাশের ড্রপডাউন মেনু থেকে Bangladesh সিলেক্ট করুন ।
  • এবার ক্যপচা পুরন করুন
  • সর্বশেষ সাবমিট বাটনে ক্লিক করুন । ২ সেকেন্ড অপেক্ষা করুন দেখবেন আনপার ভিসার অবস্থা ।

না বুঝলে নিচের চিত্র ফলো করুন ।

ভিসা নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করার নিয়ম

 

অনলাইনে ভিসা চেকিং এর সুবিধা

 

  • একদম ঘরে বসে আপনি ভিসা চেক করতে পারবেন ।
  • দালালদের ভোগান্তি পোহাতে হবে না
  • বিনা খরচে ভিসা চেক করতে পারবেন ।
  • ভিসা চেক করার জন্য আপনাকে এম্বাসিতে যেতে হবে না
  • কোন এপস ইন্সটল করতে হবে না
  • একদম সহজ মাধ্যম
  • সঠিক পদ্ধতে ভিসা চেক করতে পারবেন কম সময়ে

 

অনলাইনে কাতার ভিসা চেকিং এর সতর্কতা

 

অনলাইনে মাধ্যমে ভিসা চেক করা যেমন সহজ তেমনি একটু সতর্ক না হয়ে কাজ  করলে অনেক বড় ভোগান্তিতে পড়তে হয়ে । এখন আমরা জানবো অনলাইনে ভিসা চেক করার সময় কি কি সর্তকতা অবলম্বন করতে হবে ।

১ । ভিসা চেক করার সময় তাড়াহুড়া করা যাবে না

২। সময় নিয়ে আস্তে আস্তে সকল তথ্য সঠিকভাবে পুরন করতে হবে ।

৩। পাসপোর্ট নাম্বারের শুরুতে দেওয়া ইংরেজী বর্ণগুলি অবশ্যই লিখবেন ।

৪। সঠিক ভাবে ক্যাপচা কোডটি ডান পাশের ঘরে লিখুন ৎ

৫। কোন তথ্য পুরনে ভুল হলে রিসেটে ক্লিক করে । নতুন করে লিখুন

৬। সকল তথ্য সঠিকভাবে পুরন হয়ে গেলে আরেকবার চেক দিয়ে সাবমিটে ক্লিক করুন ।

 

আপনার জন্য আরো তথ্য

[box type=”shadow” align=”aligncenter” class=”” width=””]কাতার আইডি চেক করুন আপনার মোবাইল দিয়ে ২ মিনিটে[/box]

 

[box type=”shadow” align=”aligncenter” class=”” width=””]বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানোর কয়েকটি মাধ্যম[/box]

[box type=”shadow” align=”aligncenter” class=”” width=””]সৌদি আরব থেকে আমেরিকা যাওয়ার উপায়[/box]

কাতার ভিসা চেক ভিডিও

 

কাতার ভিসা চেক নিয় প্রশ্ন উত্তর

 

প্রশ্নঃ  কাতার ভিসা কি অনলাইনে চেক করা যায় ?

 

উত্তরঃ হ্যা কাতার ভিসা আপনি অনলাইনে চেক করতে পারবেন । 

প্রশ্ন কাতার ভিসার দাম কত ?

কাতার টুরিষ্ট ভিসার দাম Tk. 5000/-  এটা সরকারি ফি । তবে আপনি কি কাজে যাবেন কার কাছে যাবেন সে অনুযায়ী আপনার খরচ হবে ।

প্রশ্ন যেতে বয়স কত লাগে ২০২২?

 

কাতার যেতে সর্বনিম্ন ১৮ বছর বয়স হতে হবে । 

প্রশ্ন  কাতার ভিসা চেক করব কিভাবে ?

  • Passport Number সিলেক্ট করুন এবং পাশের ঘরে আপনার পাসপোর্ট নাম্বার  লিখুন
  • এরপর Nationality এর পাশের ড্রপডাউন মেনু থেকে Bangladesh সিলেক্ট করুন ।
  • এবার ক্যপচা পুরন করুন
  • সর্বশেষ সাবমিট বাটনে ক্লিক করুন । ২ সেকেন্ড অপেক্ষা করুন দেখবেন আনপার ভিসার অবস্থা ।

শেষকথাঃ

 

প্রিয় বন্ধুরা এতক্ষন কাতার ভিসা চেক করার নিয়ম নিয়ে আলোচনা করলাম । আশা করি বুঝতে পেরেছেন । তারপরও যদি না বুঝে থাকনে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন । আমি চেষ্টা করবো সমস্যা সমাধান করার । আপনি যদি নিচে নিচে কাতার ভিসা চেক করতে না পারেন তাহলে আপনার পাসপোর্ট বা ভিসা নাম্বার আমাকে দিলে আমি আপনাকে চেক করে দিতে পারবো ।

আজকের মত লেখা এখানেই শেষ করছি । ভালো থকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন এই প্রত্যাশা ।আল্লাহ হাফেজ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *