Tense মনে রাখার সহজ উপায়

হ্যালো প্রিয় ভিজিটর গণ, আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের কে আমাদের এই সাইটে আমার পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে Tense মনে রাখার সহজ উপায় এই বিষয় টি নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করে দেওয়া যাক।

 

Ten‌se মনে রাখার উপায় জানার আগে আপনাদের সবাইকেই জানতে হবে Tense কী? Ten‌se কত প্রকার ও কী কী? ইত্যাদি সকল বিষয় আপনাকে জানতে হবে। তো চলুন আমরা জেনে নেই Ten‌se কাকে বলে ও কত প্রকার ও কী কী?

 

Ten‌se কাকে বলে?

Ten‌se একটি ব্যকরণ গত ধারণা (Grammatical Term) । কোন কাজ, ঘটনা বা অবস্থার সময় প্রকাশ করাকে Tense বলে। সহজ কথায় বলতে গেলে যে কোনো কিছুর সময় প্রকাশ করাকে Tens‌e বলে। Tense verb এর রুপ নির্দেশক হিসেবে কাজ করে।

নিচের কয়েকটি Sentence লক্ষ করঃ
i. He goes to school everyday.
ii. He will go to school tomorrow.

উপরের (i) নং Sentence এর ‘goes’ verb টি দ্বারা কর্তার বর্তমান সময়ে কাজ সম্পন্ন করাকে বুঝাচ্ছে। এবং (ii) নং Sentence এ ‘will go’ দ্বারা কর্তার ভবিষ্যতে করা কাজকে বুঝাচ্ছে। এখানের প্রতিটি Sentence এর একটি Word কর্তার যে কোনো কাজের সময় কে নির্দেশ করে। সুতরাং এগুলো Ten‌se.

 

Ten‌se কত প্রকার ও কী কী

Ten‌se প্রধানত ৩ প্রকার। যথাঃ –

i. Present Ten‌se: Verb এর কার্য যখন বর্তমান সময়কে নির্দেশ করে তখন তাকে Present Te‌nse বলে। যেমনঃ
i. He goes to school
ii. I am writing a letter.

ii. Past Ten‌se: Verb এর কার্য যখন অতীত সময়কে নির্দেশ করে তখন তাকে Past Tense বলে। যেমনঃ
i. He went to school.
ii. I was writing a letter.

iii. Future Ten‌se: Verb এর কার্য যখন ভবিষ্যতে সময়কে নির্দেশ করে তখন তাকে Future Tens‌e বলে। যেমনঃ
i. He will go to school.
ii. I shall be writing a letter.

প্রতিটি Tens‌e কে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। যথাঃ –
i. Indefinite
ii. Continuous
iii. Perfect
iv. Perfect Continuous

Kinds Of Tenses
Kinds Of Tenses

এগুলো ছিলো Ten‌se নিয়ে বেসিক ধারণা। তবে এখন প্রশ্ন হলো কিভাবে আমরা বুঝবো কোন টি কোন Te‌nse, বা Ten‌se কিভাবে আমরা মনে রাখবো। এই দুইটি প্রশ্ন ভিন্ন হলেও এই দুটি প্রশ্নের উত্তর কিন্তু একই। কোনটি কোন Ten‌se সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে খুব সহজেই যে কোনো Ten‌se আমরা মনে রাখতে পারবো।

তো Tens‌e মনে রাখতে হলে আমাদের প্রতিটা Ten‌se এর Structure বা গঠণ প্রণালি সম্পর্কে জানতে হবে। তো আগে সেটা জেনে নেই।

Structure off all tenses

Stucture off all present tenses

Present Indefinite Te‌nse: Subject + Verb এর Present form + Object + Extention.

Present Continuous Ten‌se: Subject + am/is/are + Verb এর Present form এর সাথে ing যোগ + Extention.

Present Perfect Ten‌se: Subject + have/has + Verb এর Past Participle + Extention.

Present Perfect Continuous T‌ense: Subject + has been/have been + ing যুক্ত মূল Verb + Extention.

Stucture off all past tenses

Past Indefinite Tens‌e: Subject + Verb এর Past form + Object + Extention.

Past Continuous Ten‌se: Subject + was/ were + Verb এর সাথে ing যোগ + Extention.

Past Perfect Tens‌e: Subject + had + Verb এর Past Participle + before + Subject + মূল Verb এর Past form.

Past Perfect Continuous Ten‌se: Subject + had been + ing যুক্ত মূল Verb + Extention.

Stucture off all future tenses

Future Indefinite Ten‌se: Subject + Shall / will + Verb এর Present form + Extention.

Future Continuous Tens‌e: Subject + shall be + Verb এর Present form এর সাথে ing যোগ + Extention.

Future Perfect Ten‌se‌: Subject + shall have / will have + Verb এর Past Participle + Extention.

Future Perfect Continuous Tens‌e: Subject + shall has been / will have been + ing যুক্ত মূল Verb + Extention.

 

এগুলো হলো সকল Tens‌e এর Structure. তো এখন প্রশ্ন হলো আমরা Ten‌se কিভাবে মনে রাখবো তাই তো? তো চলুন এটাই জেনে নেই এবার।

 

আরও পড়ুনঃ এসএসসি ২০২২ পরিক্ষার সংক্ষিপ্ত সিলেবাস

Tense মনে রাখার সহজ উপায়

Tense মনে রাখার সহজ উপায় জানতে হলে আপনাকে একটু পরিশ্রম করতে হবে। চিন্তা করবেন না বেশি পরিশ্রম করতে হবে না। আপনাকে শুধু প্রতিটা Tense এর গঠণ প্রণালী সম্পর্কে জানতে হবে। যে গুলো আমি উপরে দিয়ে দিয়েছি। এগুলো দেখতে অনেক কঠিন হলেও কিন্তু সহজ। আপনারা শুধু Present Tense এর Stucture গুলো মুখস্ত করবেন। তাহলে দেখবেন বাকি গুলোই প্রায় ৯০ শতাংশ একই রকম।

এগুলো যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনি খুব সহজেই যে কোন Tense মনে রাখতে পারবেন।

 

তো ভিজিটর গণ আশা করি পোস্ট টি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করতে থাকুন আমাদের এই সাইট টি। আবার দেখা হবে পরবর্তী কোনো পোস্ট এ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেয।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *