পল্লী বিদ্যুৎ লোডশেডিং শিডিউল সিরাজগঞ্জ

পল্লী বিদ্যুৎ লোডশেডিং শিডিউল সিরাজগঞ্জ

 

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ । আশা করি ভালো আছেন । কিন্তু গরমের কারনে মনটা একটু খারাপ তাই না ? আমারো মনটা খারাপ । তারপরও লিখতে বসলাম আপনাদের জন্য । অনেকেই জানতে চাচ্ছেন পল্লী বিদ্যুৎ লোডশেডিং শিডিউল নিয়ে । তাই আজকের পোষ্টে আমি আলোচনা করবো লোডশেডিং শিডিউল পল্লী বিদ্যুৎ নিয়ে । এই পোষ্টের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে দেশের সকল পল্লী বিদ্যুৎ সমিতির প্রতিদিনের লোডশেডিং শিডিউল জানতে পারবেন ।

[box type=”shadow” align=”aligncenter” class=”” width=””]আপনার এলাকার লোডশেডিং শিডিউল জানতে এখানে ক্লিক করুন [/box]

 

[box type=”info” align=”aligncenter” class=”” width=””]আপনার নামের অর্থ জানতে চান ? ক্লিক করুন [/box]

পল্লী বিদ্যুৎ লোডশেডিং এর সময়সূচি সিরাজগঞ্জ

 

আপনি যদি লোডশেডিং শিডিউল  সিরজাগঞ্জ খুজে থাকেন তবে আপনি এখন আপনার কঙ্খিত রেজাল্ট দেখতে পাবেন ।

পল্লী বিদ্যুৎ লোডশেডিং শিডিউল
পল্লী বিদ্যুৎ লোডশেডিং শিডিউল

 

আমি এখানে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ২  এর এলাকা দেখাচ্ছি ।

লোডশেডিং শিডিউল পল্লী বিদ্যুৎ
লোডশেডিং শিডিউলপল্লী বিদ্যুৎ

 

লোডশেডিং এর সময়সূচি পুরোপুরি দেখতে এই লিংকে ক্লিক করুন ।  ক্লিক করার পর নিচের চিত্রের মত আসবে ।

লোডশেডিং শিডিউল সিরজগঞ্জ

এখন আপনি এলাকাভিত্তিক দৈনিক লোডশেডিং এর শিডিউল জানতে এখানে ক্লিক করুন লেখাতে ক্লিক করুন । ক্লিক করার পর নিচের চিত্রের মত আসবে ।

 

সিরাজগঞ্জ লোডশেডিং শিডিউল

এবার আপনি যে তারিখের শিডিউল দেখতে চান সেই তারিখের উপর ক্লিক করুন ব্যাস পেয়ে যাবেন পল্লী বিদ্যুতের লোডশেডিং শিডিউল ।

 

আমি সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর লিংক দিয়ে দেখিয়েছি । আপনি যদি সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর বাসিন্দা হন তবে আপনি এই লিংকে ক্লিক করে নিচের চিত্রের মত সিরজগঞ্জ ১ সিলেক্ট করুন

লোডশেডিং শিডিউল সিরজাগঞ্জ ১ পল্লী বিদ্যুৎ সমিতি ।

 

লোডশেডিং শিডিউল পল্লী বিদ্যুৎ

 

আপনি এভাবে সারাদেশেরে যেকোন পল্লী বিদ্যুৎ সমিতির লোডশেডিং এর সময়সূচি ডাউনলোড করতে পারবেন । আপনি যে জেলার যে পল্লী বিদ্যুত সমিতির লোডশেডিং শিডিউল দেখতে চান । সেই পল্লী বিদ্যুত সমিতির ওয়েবসাইটে চলে যান এবং উপরের নিয়ম অনুযায়ী দেখুন লোডশেডিং এর সময়সূচি

See also  অনলাইনে বিমানের টিকেট চেক করার নিয়ম

শেষকথাঃ

 

লোডশেডিং এখন জাতীয় সমস্য। এই পোষ্ট লিখতে গিয়ে তিনবার লোডশেডিং এর কবলে পরেছি । এতে প্রচুর সময় নষ্ট হয়েছে আমার । আপনাদেরও দৈনন্দিন নানা কাজ করতে নিশচয় কষ্ট হচ্ছে । কাজেই লোডশেডিং  এর মত এই জাতীয় সংকট থেকে মুক্তি পেতে চাই জনসচেতনতা । অয়থা বিদ্যুৎ অপচয় না করে আসুন সবাই মিলে বিদ্যুৎ ব্যাবহার কমিয়ে দেই । জাতীয় সংকটের দ্রুত সমাধান হোক । দেশে ফিরে আসুক আবার শান্তি সমৃদ্ধি । এই প্রত্যাশায় শেষ করছি আজকের লেখা । ভালো থাকুন সুস্থ থাকুন । আমাদের সাথেই থাকুন । ধন্যবাদ ।

Leave a Comment