সুইং মেশিন
আসসালামু আলাইকুম প্রিয় ভিজিটর কেমন আছেন আপনি? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ।
আর ভালো আছি বলেই তো আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করার জন্য লিখতে বসেছি।
আপনি কি গার্মেন্টেসে ব্যাবহৃত সুইং মেশিনের নাম জানতে চাচ্ছেন? সুইং মেশিন কত প্রকার কি কি সেটা জানতে চাচ্ছেন? আপনি যদি গার্মেন্টস জগতের সকল মেশিন সমন্ধে জানতে আগ্রহী হয়ে থাকেন তবে আপনি সঠিক জায়গায় এসেছেন।
[box type=”shadow” align=”aligncenter” class=”” width=””]জর্ডান গার্মেন্টস ভিসা সমন্ধে বিস্তারিত জানুন [/box]
হ্যা বন্ধুরা শিরোনাম দেখেই হয়তো বুঝে গেছেন আজকে আপনাদের সাথে কি বিষয়ে কথা বলবো। আজকে আমরা আলোচনা করবো গার্মেন্টস ফ্যাক্টরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের মেশিনের পরিচিত। এবং কোন সুইং মেশিনের কাজ কি? সে বিষয়েও বিস্তারিত ধারনা দেবার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
সূচিপত্র
সুইং কি? সুইং কাকে বলে?
সুইং ইংরেজি শব্দ। যার বাংলা অর্থ শেলায়। সুই বা নিডেল এর সম্মিলিত প্রচেষ্টায় সুইং বা সেলাই হয়ে থাকে।
সুইং মেশিন কত প্রকার কি কি? ?
সুইং মেশিন কত প্রকার এই প্রশ্নের উত্তর এক কথায় দেয়া সম্ভব না। এর জন্য চাই বিস্তারিত আলোচনা।।
কারন বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে সুইং মেশিনের প্রকারভেদ। আমি আজকে সব প্রকার নিয়েই আলোচনা করবো ইনশাআল্লাহ।
অপারেটিং এর উপর ভিত্তি করে সেলাই মেশিন প্রধানত দুই প্রকার
১। ম্যানুয়ালি অপারেটেড সুইং মেশিন
২। ইলেকট্রিক্যালি অপারেটেড সেলাই মেশিন।
ম্যানুয়ালি অপারেটেড সুইং মেশিন
যে সকল সেলাই মেশিন বৈদ্যুতিক সংযোগ ছাড়া চালানো যায় সেই মেশিন গুলাকে বলে ম্যানুয়ালি অপারেটেড সেলাই মেশিন।
ম্যানুয়ালি অপারেটেড সুইং মেশিনের উদাহরণ দিতে গেলে বলতে হয়, বাসা বাড়িতে আমাদের মা বোনেরা যে সকল পায়ে চালিত সেলাই ব্যাবহার করে( সিংগার, বাটারফ্লাই এজাতীয় আরো যেসব) সেগুলো হলো।ম্যানুয়ালি অপারেটেড সুইং মেশিন। আশা করি বোঝাতে পেরেছি ম্যানুয়ালি অপারেটেড সেইলা মেশিন কি।
ইলেকট্রিক্যাল অপারেটেড সুইং মেশিন
যেসকল সুইং মেশিন পরিচালনা করতে বৈদ্যুতিক সংযোগের প্রয়োজন হয় তাকে ইলিকট্রিক্যাল অপারেটেড সুইং মেশিন বলে।
উদাহরণ হিসেবে বলা যায় গার্মেন্টসে ফ্যাক্টরিতে ব্যাবহৃত সেলাই মেশিন সমূহ।
গার্মেন্টস মেশিন পরিচিতি A To Z
এতক্ষন আমরা জানলাম সুইং মেশিন প্রধান প্রকার নিয়ে। এখন আমরা আজকের আলোচনার একদম গভীরে প্রবেশ করতে যাচ্ছি। কাজেই আপনিও একটু গভির মনোযোগ দিয়ে পড়তে থাকুন।
গার্মেন্টস মেশিন কত প্রকার?
অনেকেই জানতে চান গার্মেন্টসে ব্যাবহৃত মেশিন কত প্রকার। এ প্রশ্নের এক কথার উত্তর হলো।
গার্মেন্টস মেশিন প্রধানত দুই প্রকার
১। সুইং মেশিন
২। নন সুইং মেশিন।
সুইং মেশিন কি?
সেকল মেশিনের মাধ্যমে ফেব্রিক ( কাপড় ) সেলাই করা হয় তাকে সুইং মেশিন বলে।
নন সুইং মেশিন
সেকল মেশিনের মাধ্যসে সেলাই করা হয় না তাকে নন সুইং মেশিন বলা হয়।
গার্মেন্টসে ব্যাবহৃত সুইং মেশিনের নামঃ
এখন আমরা জানবো গার্মেন্টসে বহুল ব্যাবহৃত কিছু সুইং মেশিনের নাম।
গার্মেন্টসে ব্যাবহৃত সুইং মেশিন কত প্রকার?
সেলাইয়ের ধরন অনুযায়ী গার্মেন্টসে ব্যবহৃত সুইং মেশিন দুই প্রকারঃ
১। লক স্টিজ সুইং মেশিন।
২। চেইন স্টিজ সুইং মেশিন
গার্মেন্টস ফ্যাক্টরিতে লক স্টিজ, চেইন স্টিজ মিলে অনেক ধরনের মেশিন আছে। সবগুলো নাম দেওয়া হয়তো সম্ভব না তবে চেষ্টা করবো আমার দেখা সবগুলো মেশিনের নাম দেবার। যেগুলো গার্মেন্টসে ব্যাবহৃত হয়।
পোশাক কারখানায় ব্যাবহৃত সুইং মেশিনের নাম
১। সিংগেল নিডেল মেশিন ( প্লেন মেশিন )
২৷ টু নিডেল মেশিন
৩। অভারলক মেশিন
৫। কাঞ্চাই স্পেশাল মেশিন
৬। বার্টেক মেশিন
৭। বাটুন হোল মেশিন
৮। বাটুন স্টিজ মেশিন
৯। পিকোটিন মেশিন
১০। ফ্লাট সিমার মেশিন
১১। ফিটঅবদা আর্ম মেশিন
১২। চেইন স্টিজ মেশিন।
১৩। ভেলকো ডেকোরেশন মেশিন
১৪। আইলেট হোল মেশিন
১৫। এপি ডাব্লিউ মেশিন
১৬। ভার্টিক্যাল মেশিন
১৭। জিকজ্যাগ মেশিন।
মোটামুটি এ কয়েকটি মেশিন বেশি ব্যাবহৃত হয়। এর বাইরেও আরো মেশিন থাকতে পারে। তবে সেগুলো বহুল ব্যাবহৃত না।
গার্মেন্টসে ব্যাবহৃত কিছু নন সুইং নামঃ
গার্মেন্টসে যেমন সুইং মেশিন আছে তেমনি নন সুইং মেশিনও আছে। এখন আমরা জানবো গার্মেন্টসে ব্যাবহৃত হয় এমন কিছু নন সুইং মেশিন সমন্ধে
১। ফেব্রিক ইন্সপেকশন মেশিন
২। পুল টেস্ট মেশিন
৩। মেটাল ডিটেক্টর মেশিন
৪। Gsm কাটার মেশিন
৫। পিপি বেল্ড মেশিন
৬। রিকুন মেশিন
এছাড়াও আরো মেশিন থাকতে পারে। তবে এগুলোই বেশী ব্যাবহৃত হয়।
লক স্টিজ মেশিন চেনার উপায়ঃ
যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে একদম নতুন তাদের মনে প্রশ্ন জাগতে পারে লক স্টিজ মেশিন আর চেইন স্টিজ মেশিন চিনবো কিভাবে?
তাদের জন্য লিখতেছি লক স্টিজ চেইন স্টিচ চেনার উপায়ো
লক স্টিজ মেশিন কলো ববিন সিস্টেম মেশিন। সহজ কথায় বলতে গেলে সেকল মেশিনে বোবিন কেস লাগিয়ে সেলায় করতে হয় সেগুলো হলো লক স্টিজ মেশিন। উদাহরণঃ সিংগেল নিডেল মেশিন, বার্টেক,বাটুন স্টিজ, হোল মেশিন ইত্যাদি
চেইন স্টিজ মেশিন চেনার উপায়
লক স্টিজ মেশিন তো চিনলেন তাই না?? এবার তাহলে চলুন চেইন স্টিজ মেশিন চেনাই!
সেকল মেশিনে লুপার লাগানো থাকে। লুপারের মাধ্যমে সেলায় হয় তাকে চেইন স্টিজ মেশিন বলে। চেইন স্টিজ গুলো দেখতে ফুলের মত সুন্দর।
চেইন স্টিজ মেশিনের উদাহরণ
১। অভার লক মেশিন
২। ফ্লাটলক
৩। ফিটঅবদা আর্ম ইত্যাদি।
শেষকথাঃ
সুইং মেশিন পরিচিতি আর গার্মেন্টস মেশিন পরিচিতি যাই বলুন। আজকের মত মেশিন পরিচিতি শেষ হলো, আশা করি প্রয়োজনীয় কোন কিছু বাদ রাখি নি। তবুও আমি তো মানুষ। ভুল হতেই পারে৷ গুরুত্বপূর্ণ কোন টপিক মিস হতেও পারে। তাই যদি আপনার মনে হয় আরো কিছু বিষয়ে তথ্য যোগ করা দরকার। তবে আপনি আমাতের পোষ্টে কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করবো আপনার সমস্যার যৌক্তিক সমাধান দেবার ইনশাআল্লাহ।
আজকের মত এখানেই শেষ করছি। সামনে দেখা হবে গার্মেন্টসে বিষয়ক ভিন্ন কোন টপিক নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন। Edutunebd এর সাথেই থাকুন ধন্যবাদ। আল্লাহ হাফেজ